Md.Julhash

Md.Julhash "Hi, I'm Julhash Uddin, a content creator from Tangail, Modhupur. Sharing knowledge, inspiring creativity, and connecting through stories.

Follow for updates and engaging content!"

14/06/2025

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা:
দীর্ঘ ১০ দিনের ছুটি শেষে আগামীকাল কর্মস্থলে ফিরছি। মনটা একদিকে যেমন খারাপ লাগছে পরিবার-পরিজন ছেড়ে আসার জন্য, তেমনই ভালো লাগছে সহকর্মীদের সাথে আবার কাজ শুরু করতে পারবো ভেবে।
ছুটি মানেই আনন্দ, কিন্তু কর্মক্ষেত্রও আমাদের দ্বিতীয় বাড়ি। কাজের মধ্যেই আমরা প্রকৃত সুখ খুঁজে পাই, নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাই। সহকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আনন্দই আলাদা।
সকলকে ঈদের শুভেচ্ছা! আশা করি সবার ছুটি দারুণ কেটেছে। নতুন উদ্যমে কাজ শুরু করার জন্য প্রস্তুত!
#সেতু #কর্মস্থলে_ফেরা #নতুন_উদ্যম ্তী_জীবন

07/06/2025

পুরুষের সুখ বলতে যদি কিছু বোঝায়, তা হলো—নিজের পরিবারকে খুশি রাখার এক নিঃশব্দ যুদ্ধ।
প্রতিদিনের ক্লান্তি, অপূর্ণ ইচ্ছা, অব্যক্ত কষ্ট—সব আড়াল করে যে মানুষটা হাসি দিয়ে পরিবারের পাশে দাঁড়ায়, সে-ই একজন পুরুষ।
তার সুখ মানে—সন্তানের মুখের হাসি, স্ত্রীর প্রশান্ত চোখ, মায়ের সন্তুষ্ট মুখ।
অথচ সেই পুরুষটিই সবচেয়ে অবহেলিত, ভুলে যাওয়া একটা ছায়া হয়ে যায় সংসারে।
হয়তো সে কিছুই চায় না, শুধু চায় কেউ একবার জিজ্ঞেস করুক—
*"তোমার কেমন লাগছে আজ?"*

** #পুরুষের_অভিমান
#নিঃশব্দ_যোদ্ধা
#পরিবারের_পেছনের_নায়ক
**

24/05/2025

*গল্পের শিরোনাম: “এক টাকার শিক্ষা”*

একদিন এক ছোট্ট ছেলে রাস্তায় খেলছিল। হঠাৎ তার চোখে পড়লো একটা এক টাকার কয়েন। সে সেটা তুলে খুব খুশি হলো। এরপর থেকে সে প্রতিদিনই নিচের দিকে তাকিয়ে হাঁটত, যদি আবার কোনো টাকা পড়ে থাকতে পারে।

কয়েক মাস কেটে গেল... একদিন তার বাবা জিজ্ঞেস করলেন, “তুই সবসময় নিচে তাকিয়ে হাঁস কেন?”

ছেলেটা বলল, “আরও টাকা খুঁজে পেতে পারি বাবা!”

বাবা হেসে বললেন, “ঠিক আছে, কিন্তু এই কয় মাসে তুই আকাশে একটাও তারা দেখিস নাই, সূর্যোদয়ের রঙ দেখিস নাই, এমনকি কারো মুখেও তাকাস নাই। তুই হয়ত এক টাকার জন্য অনেক দামী জিনিস হারাচ্ছিস।”

*শিক্ষা:*
জীবনের ছোট লাভের পিছনে দৌঁড়াতে গিয়ে আমরা অনেক সময় বড় আনন্দগুলো হারিয়ে ফেলি। আসল সুখ লুকিয়ে থাকে দৃষ্টিভঙ্গির পরিবর্তনে। এমন সব গল্প নিয়মিত পেতে হলে অবশ্যই পেইজ টি অন্তত একটি লাইক করুন।

* #জীবনের_গল্প #শিক্ষণীয় *

06/05/2025

*মা*

মা তুমি আকাশ, তুমি যে আলো,
তুমি ছায়া হয়ে রাখো ভালো।
তোমার কোলেই শান্তির বাস,
তুমি ছাড়া জগত নিরাশ।

ঘুম পাড়াতে গাও গান,
তোমায় ছাড়া শূন্য প্রাণ।
রোদে জ্বলে, বৃষ্টিতে ভিজে,
তুমি থাকো সন্তানের পিছে।

তুমি দোয়া, তুমি আশা,
তুমি ঘরে সুখের ভাষা।
তুমি বলো, “ভয় নেই তোর”,
তোমার মুখে সবই চোর।

মা গো তোমায় ভালোবাসি,
তুমি যেন নেভা বাতাসি।
জীবন যত দিন আছে থেমে,
তুমি থাকো হৃদয়ের মাঝে।

06/05/2025

ইসলাম ধর্ম হলো একেশ্বরবাদী একটি প্রধান ধর্ম, যার অনুসারীরা বিশ্বাস করেন যে আল্লাহ একমাত্র স্রষ্টা ও পালনকর্তা এবং হযরত মুহাম্মদ (সাঃ) তাঁর শেষ নবী।

ইসলাম ধর্মের মূল ভিত্তি ৫টি:
১. *শাহাদাহ (ঈমান):* আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল — এই বিশ্বাসে অটল থাকা।
২. *সালাত (নামাজ):* দিনে ৫ বার নামাজ পড়া।
৩. *সাওম (রোজা):* রমজান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস।
৪. *যাকাত:* সম্পদের নির্দিষ্ট অংশ গরিবদের দান করা।
৫. *হজ:* সক্ষম মুসলমানদের জীবনে একবার মক্কা শরীফে হজ পালন করা।

ইসলাম শান্তি, ন্যায়, ধৈর্য ও মানবতার শিক্ষা দেয়। কুরআন মুসলমানদের পবিত্র গ্রন্থ এবং সুন্নাহ হলো হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ।

06/05/2025

🌿 *সকালে খালি পেটে লেবু পানি খাওয়ার ৫টি চমৎকার উপকারিতা!* 🍋💧

১️⃣ হজমশক্তি বাড়ায় ও গ্যাস্ট্রিক কমায়
২️⃣ লিভার পরিষ্কার করে, শরীর থেকে টক্সিন বের করে
3️⃣ ওজন কমাতে সহায়ক, ক্ষুধা কমায়
4️⃣ ত্বক করে উজ্জ্বল ও পরিষ্কার
5️⃣ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

সুস্থ থাকতে দিন শুরু করুন এক গ্লাস কুসুম গরম লেবু পানি দিয়ে! 😊
#লেবু_পানি

Address

Vill. Shatdumbur, Post. Shajanpur, Tangail
Gopalpur
1990

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Julhash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share