14/06/2025
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা:
দীর্ঘ ১০ দিনের ছুটি শেষে আগামীকাল কর্মস্থলে ফিরছি। মনটা একদিকে যেমন খারাপ লাগছে পরিবার-পরিজন ছেড়ে আসার জন্য, তেমনই ভালো লাগছে সহকর্মীদের সাথে আবার কাজ শুরু করতে পারবো ভেবে।
ছুটি মানেই আনন্দ, কিন্তু কর্মক্ষেত্রও আমাদের দ্বিতীয় বাড়ি। কাজের মধ্যেই আমরা প্রকৃত সুখ খুঁজে পাই, নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাই। সহকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আনন্দই আলাদা।
সকলকে ঈদের শুভেচ্ছা! আশা করি সবার ছুটি দারুণ কেটেছে। নতুন উদ্যমে কাজ শুরু করার জন্য প্রস্তুত!
#সেতু #কর্মস্থলে_ফেরা #নতুন_উদ্যম ্তী_জীবন