
11/05/2025
🌼 গল্প: “ছায়া” 🌼
শৈশবে এক গরম দুপুরে আমি মায়ের হাত ধরে হাঁটছিলাম। রোদে পুড়ছিলাম, বিরক্ত হয়ে বললাম, “মা, খুব গরম!”
মা তখন নিঃশব্দে নিজের ওড়না খুলে আমার মাথায় দিলেন।
আমি হালকা স্বস্তি পেলাম, কিন্তু দেখলাম—মা নিজে পুরো রোদে দাঁড়িয়ে আছেন।
তখন বুঝিনি, কিন্তু আজ বুঝি—
মা মানে নিজে পুড়ে গিয়ে আমাদের জন্য ছায়া হওয়া।
শুভ মা দিবস—তাঁদের প্রতি, যাঁরা ছায়া হয়ে জীবন জুড়ে আমাদের রক্ষা করেন। 💖