27/07/2025
অনলাইনে কাপড় বিক্রির নাম করে গো-প-নে চলছিল ভ-য়া-ব-হ এক প্র'তা'র'ণা। কাপড়ের ব্যবসার আড়ালে বস্তা ভর্তি চাউল প্যাকেটজাত করা হতো দেশের নামি-দামি ব্র্যান্ডের ন-ক-ল মোড়কে। কোনো অনুমোদন, লাইসেন্স কিংবা মান নিয়ন্ত্রণের তো-য়া-ক্কা না করে বাজারজাত করা হতো এসব পণ্য। বিষয়টি গো-প'ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে ভোক্তা অধিকার হঠাৎ করেই অ-ভি-যা-ন চালিয়ে ধরা পড়ে ভ-য়া-ন-ক প্রতারণা।