Daily Upochar

Daily Upochar The Daily Upochar is leading Bengali news media of Bangladesh.

দৈনিক উপচার পত্রিকার ফটো সাংবাদিক ওমর আলীর জন্মদিন আজ। এ বিশেষ দিনে পত্রিকা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ...
24/08/2025

দৈনিক উপচার পত্রিকার ফটো সাংবাদিক ওমর আলীর জন্মদিন আজ। এ বিশেষ দিনে পত্রিকা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তার কর্মজীবনে নিরলস পরিশ্রম, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন ওমর আলী। ভবিষ্যতেও তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছে উপচার পরিবার।

ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন রাজশাহীর নতুন বুধপাড়া রেলক্রসিং এলাকায় ভাঙা রেললাইনের ওপরে পাটের বস্তা গুঁজে ট্রেন ...
19/08/2025

ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

রাজশাহীর নতুন বুধপাড়া রেলক্রসিং এলাকায় ভাঙা রেললাইনের ওপরে পাটের বস্তা গুঁজে ট্রেন চালানো হচ্ছে। এতে রাজশাহী অভিমুখী ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে। মঙ্গলবার সকালে রেলওয়ে কর্মীরা ভাঙনটি শনাক্ত করেন।

রেলওয়ে সূত্র জানায়, রেললাইনের টপ প্রায় ৬ থেকে ৭ ইঞ্চি ভেঙে গেছে। ঝুঁকি এড়াতে আপাতত পাটের বস্তা ব্যবহার করা হয়েছে। তবে দ্রুতই মেরামত কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। এর মধ্যেই বরেন্দ্র এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মধুমতী এক্সপ্রেস ও লোকাল মেইল ট্রেনকে সতর্কভাবে ওই রুট দিয়ে চালানো হচ্ছে।

অন্যদিকে একই দিন সকালে নাটোরের লুকমানপুর স্টেশন এলাকায়ও রেললাইনে ফাটল ধরা পড়ে। সেখানে একইভাবে পাটের বস্তা ব্যবহার করে ট্রেন চলাচল অব্যাহত রাখা হয়েছে। বর্তমানে মেরামতের কাজ চলছে।

রাজশাহীতে শিক্ষককে ছুরি মারল ছাত্রী রাজশাহীতে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার প্রতিশোধ নিতে এক শিক্ষককে ছুরি মেরেছে...
19/08/2025

রাজশাহীতে শিক্ষককে ছুরি মারল ছাত্রী

রাজশাহীতে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার প্রতিশোধ নিতে এক শিক্ষককে ছুরি মেরেছে এক ছাত্রী। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকের নাম মারুফ কারখী (৩৪)। তিনি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক এবং বাংলা পড়ান। ছুরিকাঘাতে তার গলা ও হাতে জখম হয় এবং চিকিৎসকের পরামর্শে তিনটি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

অভিযুক্ত কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। সে ওই প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে। ২০২৩ সালে ‘উচ্ছৃঙ্খল আচরণের কারণে’ তাকে টিসি দেওয়া হয়। বর্তমানে সে শহীদ কর্ণেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলে দশম শ্রেণিতে পড়ছে।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, টিসি দেওয়াকে কেন্দ্র করে ওই শিক্ষার্থীর দীর্ঘদিনের ক্ষোভ ছিল। শুধু শিক্ষক মারুফ কারখীর প্রতিই নয়, প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-কর্মকর্তাদের প্রতিও তার বিরূপ মনোভাব ছিল। এদিন দুপুরে স্কুল ছুটির পর মারুফ কারখী স্কুটি নিয়ে বাসায় ফেরার পথে ছাত্রীটি তার সামনে পড়ে।

তিনি আরও জানান, ছাত্রীটি ‘হেল্প, হেল্প’ বলে ডাক দিলে শিক্ষক বিপদে পড়েছে ভেবে কাছে যান। তখনই হঠাৎ গলা লক্ষ্য করে ছুরি চালায় সে। হাত দিয়ে প্রতিরোধ করার সময় তার হাত ও গলায় আঘাত লাগে। স্থানীয়রা ছাত্রীটিকে আটক করে স্কুলে খবর দেন।

পরে অভিভাবকের উপস্থিতিতে ছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে স্কুল কর্তৃপক্ষ এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেয়নি। ঘটনার পরের একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রীটি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল করছে।

এ বিষয়ে জানতে চাইলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল নাঈম আব্দুল্লাহ গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও স্কুল কর্তৃপক্ষ ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি। তারা জানিয়েছে, বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করা হবে। এ ঘটনায় থানায়ও কোনো অভিযোগ হয়নি।

"চাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে শিক্ষককে হুমকির অভিযোগ" চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমানের বিরুদ্ধে মামলা না...
19/08/2025

"চাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে শিক্ষককে হুমকির অভিযোগ"
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমানের বিরুদ্ধে মামলা না নিয়ে সন্ত্রাসী হামলার শিকার এক শিক্ষককে উল্টো হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে জেলা শহরের বাতেন খাঁর মোড়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কোচিং শিক্ষক নাসিম হেলালী।

লিখিত বক্তব্যে তিনি জানান, শহরের হেলালপুর এলাকায় তার একটি কোচিং সেন্টার রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার বখাটে ও কিশোর গ্যাং লিডার সাইফুল্লাহ আল সিফাত, শিহাব আলীসহ সহযোগীরা দফায় দফায় চাঁদা দাবি ও ছাত্রীদের ইভটিজিং করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো ও ইভটিজিংয়ের প্রতিবাদ করায় গত শুক্রবার (১৫ আগস্ট) রাতে ধাপাপাড়া এলাকায় তার পথরোধ করে সন্ত্রাসীরা। তারা মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয় এবং প্রথমে মাওড়িপাড়া সুজা উদ্দিনের গলিতে ও পরে খড়ির ঘরে নিয়ে লাঠিসোটা ও রড দিয়ে বেধড়ক মারধর করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাসিম হেলালীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি অভিযোগ করেন, এ ঘটনায় থানায় মামলা করতে গেলে ওসি মতিউর রহমান তিন ঘণ্টা বসিয়ে রেখে মামলার বিবরণ শুনে সেকেন্ড অফিসারের কাছে পাঠান। পরে আবার থানায় গেলে ওসি মামলা নিতে অস্বীকৃতি জানান এবং হুমকি দিয়ে বলেন— “আপনি মামলা করলে ওদের দিয়ে আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করাবো।”

সংবাদ সম্মেলনে শিক্ষক নাসিম হেলালীর বাবা আবু বাক্কার, ভাই আবু রাইহানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

অভিযোগের বিষয়ে ওসি মতিউর রহমান জানান, বাদীর দেওয়া এজাহারে ভুল ছিল, তাই সংশোধন করে পরে জমা দিতে বলা হয়েছিল। তিনি দাবি করেন, থানায় মামলা না নেয়ার কোনো সুযোগ নেই। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

19/08/2025
19/08/2025

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুগ্ন আহবায় ক সাঈদ আলীর বিশাল শোভাযাত্রা থেকে সরাসরি।।

24/07/2025

“স্মৃতির পাতায় অমলিন এক সুর…”
২০২০ সালে দৈনিক উপচার পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গাওয়া প্রয়াত সিনিয়র স্টাফ রিপোর্টার জামি রহমান ভাইয়ের কণ্ঠের সেই গান—আজ শুধুই স্মৃতি।
আমরা হারিয়েছি একজন প্রিয় সহকর্মী, একজন সঙ্গীতপ্রেমী মানুষকে।
ভুলতে পারি না আপনার গলায় সেই মধুর সুর…
আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। আমিন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাছের পোনা অবমুক্ত করলেন কর্নেল তানভীর হোসেনমোঃ নুরে ইসলাম মিলন:রাজশাহী কেন্দ্রীয় কারাগারের...
14/06/2025

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাছের পোনা অবমুক্ত করলেন কর্নেল তানভীর হোসেন

মোঃ নুরে ইসলাম মিলন:
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের দুটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল তানভীর হোসেন। শনিবার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার ও কারা প্রশিক্ষণ একাডেমি পরিদর্শন শেষে তিনি এ কার্যক্রমে অংশ নেন।

পুকুর দুটিতে রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প এবং পাঙ্গাসসহ নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক জনাব কামাল হোসেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ শাহ আলম খান এবং কারা বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পোনা অবমুক্ত শেষে কর্নেল তানভীর হোসেন বলেন, “স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে আমরা সরকারের আয়ের নতুন পথ তৈরি করছি। এই পুকুরে উৎপাদিত মাছ বন্দীদের খাদ্য হিসেবে ব্যবহার করা হবে, যা সরকারের ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে এবং কারাগারকে খাদ্যে স্বনির্ভর করে তুলবে।”

তিনি আরও বলেন, “কারাগার শুধু শাস্তির নয়, এটি সংশোধনের স্থান। এখানে উৎপাদনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে বন্দীরা প্রশিক্ষণ পাচ্ছে, যা তাদের সামাজিক পুনর্বাসনে সহায়ক ভূমিকা রাখবে।”

এ সময় রাজশাহী বিভাগের ডিআইজি প্রিজন জনাব কামাল হোসেন বলেন, “কারাগার ব্যবস্থাপনাকে আধুনিক ও আত্মনির্ভরশীল করতে আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছি। মাছচাষসহ বিভিন্ন কৃষিকাজ, বৃক্ষরোপণ ও প্রশিক্ষণ কার্যক্রম এরই অংশ।”

কারাগার পরিদর্শনকালে কর্নেল তানভীর হোসেন একটি লিচু গাছ রোপণ করেন এবং বন্দী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

কারা প্রশাসনের এই উদ্যোগ বন্দীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি সরকারি ব্যয় কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

"পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বাণী"পবিত্র ঈদুল আযহা উপলক্ষে "দৈনিক উপচার" পত্রিকার সকল কলাকুশলী, রিপোর্টার, গ্রাফিক্স ডিজা...
06/06/2025

"পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বাণী"

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে "দৈনিক উপচার" পত্রিকার সকল কলাকুশলী, রিপোর্টার, গ্রাফিক্স ডিজাইনার, অফিস স্টাফ, বিজ্ঞাপনদাতা, পাঠক, শুভানুধ্যায়ী এবং দেশের প্রতিটি অঞ্চল থেকে শুরু করে প্রবাস পর্যন্ত—সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ ও ভালোবাসা।

পবিত্র ঈদুল আযহা কেবল একটি উৎসব নয়, এটি আত্মত্যাগ, সহানুভূতি এবং মানবিকতার চিরন্তন বার্তা বহন করে। এই পবিত্র দিনে আমরা যেন একে অন্যের প্রতি সহমর্মিতা প্রদর্শন করি, সাম্যের বন্ধনে আবদ্ধ হই—এই হোক ঈদের মূল শিক্ষা।

ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম
সম্পাদক ও প্রকাশক
দৈনিক উপচার।

অসুস্থ মোস্তাফা জামালকে দেখতে হাসপাতালে ভাসানী জনশক্তি পার্টির নেতারাজাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান, সাবেক মন্...
03/06/2025

অসুস্থ মোস্তাফা জামালকে দেখতে হাসপাতালে ভাসানী জনশক্তি পার্টির নেতারা

জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ মোস্তাফা জামাল হায়দার অসুস্থ হয়ে রাজধানীর হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার (৩ জুন) সকালে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিম, মহাসচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম প্রমুখ।

নেতৃবৃন্দ অসুস্থ মোস্তাফা জামাল হায়দারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর আশু সুস্থতা কামনা করে দোয়া করেন। এ সময় তাঁরা চিকিৎসকদের কাছ থেকেও তার বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, "মোস্তাফা জামাল হায়দার একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারক। তিনি দীর্ঘদিন ধরে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর সুস্থতা শুধু দলের নয়, দেশের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।"

প্রবীণ এই রাজনীতিবিদের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভাসানী জনশক্তি পার্টির নেতারা।

আজ ২৯ মে ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার দৈনিক উপচার।
28/05/2025

আজ ২৯ মে ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার দৈনিক উপচার।

আজ ২২ মে ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার দৈনিক উপচার।
22/05/2025

আজ ২২ মে ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার দৈনিক উপচার।

Address

Goran

Alerts

Be the first to know and let us send you an email when Daily Upochar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share