আমাদের কথা

আমাদের কথা Official like page of Akm Mehadi Hasan Young Negotiator _ My goal_ is peace in this world and liberation in the hereafter.

Running the country in the light of Quran and Hadith.

27/05/2025

আলহামদুলিল্লাহ!

11/05/2025

আওয়ামী লীগ সম্পর্কে আল্লামা সাঈদীর জ্বালাময়ী বক্তব্য !

09/05/2025

' ইনকিলাব জিন্দাবাদ '

26/04/2025

পলাতক ইউটিউবার ইলিয়াস হোসেন ১০০% মিথ্যাবাদী !

20/04/2025

গুরুত্বপূর্ণ আলোচনা!

16/04/2025

ইতিহাস হয়ে থাকবে এ ভিডিও ফুটেজ!

আমরা প্রস্তুত তো?
08/04/2025

আমরা প্রস্তুত তো?

আপনি মানসিকভাবে মৃত্যুর জন্য প্রস্তুত তো?

✓ পর্ব_ ১

# তাহলে আজই তওবা করুন।

# ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺗُﻮﺑُﻮﺍ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ ﺗَﻮْﺑَﺔً ﻧَّﺼُﻮﺣًﺎ
ﻋَﺴَﻰ ﺭَﺑُّﻜُﻢْ ﺃَﻥ ﻳُﻜَﻔِّﺮَ ﻋَﻨﻜُﻢْ ﺳَﻴِّﺌَﺎﺗِﻜُﻢْ ﻭَﻳُﺪْﺧِﻠَﻜُﻢْ ﺟَﻨَّﺎﺕٍ
ﺗَﺠْﺮِﻱ ﻣِﻦ ﺗَﺤْﺘِﻬَﺎ ﺍﻟْﺄَﻧْﻬَﺎﺭُ ......
মুমিনগণ! তোমরা আল্লাহ তা'আলার কাছে
তওবা কর-আন্তরিক তওবা। আশা করা যায়,
তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ
কর্মসমূহ মোচন করে দেবেন এবং
তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার
তলদেশে নদী প্রবাহিত। (সূরা তাহরীম আয়াত-৮)

# হয়তোবা হতে পারে এটাই আমার অথবা আপনার জীবনের শেষ তওবা !

# তাওবা করার নিয়ম বা পদ্ধতি :-
১/ জীবনে যে গুনাহ করেছেন তার স্বীকৃতি দেওয়া।

# যেমন _ মিথ্যা কথা , সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চোখের যিনা , মুখের যিনা , হাতের যিনা , আল্লাহর সাথে শিরক করা, নবীর সাথে বিদাত করা ইত্যাদি যেসব গুনাহ করেছেন তা উল্লেখ করে বলবেন যে এগুলো হারাম কাজ ছিলো আমি আমার নফসের উপর অত্যাচার করেছি জুলুম করেছি। আর যদি কোনো মানুষকে ঠকিয়ে থাকলে সম্ভব হলে তাঁর কাছে ক্ষমা চেয়ে নেয়া।

২/ নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।

# যেমন _ হে আল্লাহ আমার জীবনে যে সব ইসলামের দৃষ্টিতে হারাম বা নিষিদ্ধ কাজ ছিলো , আমি পিছনে করেছিলাম তার জন্য তোমার কাছে ক্ষমা চাই।

৩/ ভবিষ্যতে আর কোনো দিন গুনাহের কাজ করবো না , এই বলে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া।

# যেমন _ আমার জীবনের পিছনে যে সব গুনাহ করেছিলাম তাতো করবই না। এমনকি বাকি জীবন তুমি যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখো । ততোদিন ইচ্ছাকৃতভাবে নতুন করে আর গুনাহ করব না ।

৪/ নফল রোজা, নফল নামাজ , দান সাদকা, ভালো কাজের মাধ্যমে পিছনের গুনাহের কাফফারা আদায় করা।
# যেমন_ আপনি নিয়মিত না হলেও মাঝেমধ্যে বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখতে পারেন। যোহরের সময় নফল নামাজ,মাগরিবের সময় নফল নামাজ ,এশারের সময় নফল নামাজ আদায় করতে পারেন। এমনকি তাহাজ্জুদ নামাজ অন্তত সপ্তাহে একদিন আদায় করতে পারেন। প্রতিদিন পারলে তো ভালো কথা।
* আর সদাসর্বদা পাঠ করতে থাকুন, আস্তাগফিরুল্লাহা ওয়াতুবু ইলাইহি।

* ফরয সালাতের সালাম ফিরানোর পর আমল:-
# একবার আল্লাহু আকবর এবং তিনবার আস্তাগফিরুল্লাহ ,আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ
# আয়াতুল কুরছি পাঠ করা ( সূরা বাকারা ২৫৫ আয়াত।
# ফজরের ফরজ সালাতের পর এবং মাগরিবের ফরজ সালাতের পর সাইয়েদুল ইস্তেগফার পাঠ করা।
# প্রত্যেক ফরজ সালাতের পর ৩৩ বার সুবহান আল্লাহ্ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করা।
# ফজরের ফরজ সালাতের পর এবং মাগরিবের ফরজ সালাতের পর আল্লাহুম্মা আজিরনি মিনান্নার ৭ বার পাঠ করা।
# ফজরের ফরজ সালাতের পর এবং মাগরিবের ফরজ সালাতের পর তিনবার সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস পাঠ করা।
# আল্লাহ তায়া'লা যেন মানব জাতিকে গজব থেকে রক্ষা করে এবং আমাদেরকে ঈমানসহ মৃত্যু দান করে। আমিন

হযরত মাওলানা এ কে এম মেহেদী হাসান
সহকারী প্রধান শিক্ষক, দরুলহুদা মডেল দাখিল মাদরাসা, কোদালপুর,
গোসাইরহাট, শরীয়তপুর

ভারতকে হৃদয়ের সবটুকু দিয়ে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। I hate you India.
08/04/2025

ভারতকে হৃদয়ের সবটুকু দিয়ে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।
I hate you India.

02/04/2025

এক সময় এমন ফিতনা আসবে, তখন একজন ব্যক্তি সকালে মুমিন থাকবে, কিন্তু সন্ধ্যায় কাফের হয়ে যাবে অথবা সন্ধ্যায় মুমিন থাকবে, কিন্তু সকালে কাফের হয়ে যাবে।
[ মুসলিম ]

Address

Goshairhat

Telephone

+8801761881885

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের কথা:

Share

Category