08/04/2025
আমরা প্রস্তুত তো?
আপনি মানসিকভাবে মৃত্যুর জন্য প্রস্তুত তো?
✓ পর্ব_ ১
# তাহলে আজই তওবা করুন।
# ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺗُﻮﺑُﻮﺍ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ ﺗَﻮْﺑَﺔً ﻧَّﺼُﻮﺣًﺎ
ﻋَﺴَﻰ ﺭَﺑُّﻜُﻢْ ﺃَﻥ ﻳُﻜَﻔِّﺮَ ﻋَﻨﻜُﻢْ ﺳَﻴِّﺌَﺎﺗِﻜُﻢْ ﻭَﻳُﺪْﺧِﻠَﻜُﻢْ ﺟَﻨَّﺎﺕٍ
ﺗَﺠْﺮِﻱ ﻣِﻦ ﺗَﺤْﺘِﻬَﺎ ﺍﻟْﺄَﻧْﻬَﺎﺭُ ......
মুমিনগণ! তোমরা আল্লাহ তা'আলার কাছে
তওবা কর-আন্তরিক তওবা। আশা করা যায়,
তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ
কর্মসমূহ মোচন করে দেবেন এবং
তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার
তলদেশে নদী প্রবাহিত। (সূরা তাহরীম আয়াত-৮)
# হয়তোবা হতে পারে এটাই আমার অথবা আপনার জীবনের শেষ তওবা !
# তাওবা করার নিয়ম বা পদ্ধতি :-
১/ জীবনে যে গুনাহ করেছেন তার স্বীকৃতি দেওয়া।
# যেমন _ মিথ্যা কথা , সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চোখের যিনা , মুখের যিনা , হাতের যিনা , আল্লাহর সাথে শিরক করা, নবীর সাথে বিদাত করা ইত্যাদি যেসব গুনাহ করেছেন তা উল্লেখ করে বলবেন যে এগুলো হারাম কাজ ছিলো আমি আমার নফসের উপর অত্যাচার করেছি জুলুম করেছি। আর যদি কোনো মানুষকে ঠকিয়ে থাকলে সম্ভব হলে তাঁর কাছে ক্ষমা চেয়ে নেয়া।
২/ নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
# যেমন _ হে আল্লাহ আমার জীবনে যে সব ইসলামের দৃষ্টিতে হারাম বা নিষিদ্ধ কাজ ছিলো , আমি পিছনে করেছিলাম তার জন্য তোমার কাছে ক্ষমা চাই।
৩/ ভবিষ্যতে আর কোনো দিন গুনাহের কাজ করবো না , এই বলে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া।
# যেমন _ আমার জীবনের পিছনে যে সব গুনাহ করেছিলাম তাতো করবই না। এমনকি বাকি জীবন তুমি যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখো । ততোদিন ইচ্ছাকৃতভাবে নতুন করে আর গুনাহ করব না ।
৪/ নফল রোজা, নফল নামাজ , দান সাদকা, ভালো কাজের মাধ্যমে পিছনের গুনাহের কাফফারা আদায় করা।
# যেমন_ আপনি নিয়মিত না হলেও মাঝেমধ্যে বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখতে পারেন। যোহরের সময় নফল নামাজ,মাগরিবের সময় নফল নামাজ ,এশারের সময় নফল নামাজ আদায় করতে পারেন। এমনকি তাহাজ্জুদ নামাজ অন্তত সপ্তাহে একদিন আদায় করতে পারেন। প্রতিদিন পারলে তো ভালো কথা।
* আর সদাসর্বদা পাঠ করতে থাকুন, আস্তাগফিরুল্লাহা ওয়াতুবু ইলাইহি।
* ফরয সালাতের সালাম ফিরানোর পর আমল:-
# একবার আল্লাহু আকবর এবং তিনবার আস্তাগফিরুল্লাহ ,আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ
# আয়াতুল কুরছি পাঠ করা ( সূরা বাকারা ২৫৫ আয়াত।
# ফজরের ফরজ সালাতের পর এবং মাগরিবের ফরজ সালাতের পর সাইয়েদুল ইস্তেগফার পাঠ করা।
# প্রত্যেক ফরজ সালাতের পর ৩৩ বার সুবহান আল্লাহ্ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করা।
# ফজরের ফরজ সালাতের পর এবং মাগরিবের ফরজ সালাতের পর আল্লাহুম্মা আজিরনি মিনান্নার ৭ বার পাঠ করা।
# ফজরের ফরজ সালাতের পর এবং মাগরিবের ফরজ সালাতের পর তিনবার সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস পাঠ করা।
# আল্লাহ তায়া'লা যেন মানব জাতিকে গজব থেকে রক্ষা করে এবং আমাদেরকে ঈমানসহ মৃত্যু দান করে। আমিন
হযরত মাওলানা এ কে এম মেহেদী হাসান
সহকারী প্রধান শিক্ষক, দরুলহুদা মডেল দাখিল মাদরাসা, কোদালপুর,
গোসাইরহাট, শরীয়তপুর