12/07/2025
২০১৩ সালে এসএসসি পরীক্ষাতে ৪.৬৩ পেয়েছিলাম বলে ঘর থেকে বের হইতে পারিনি বাবার ভয়ে । ১.৫ মাস বাড়ির সবার সাথে খাবার টেবিলে এক সাথে খাওয়ার সাহস পাইনি । আত্মীয় স্বজনের টিটকারি তো দূরে থাক , আমার জীবন যে ওই দিন শেষ হয়ে গেছে সেটা সবাই হাড়ে হাড়ে বুঝায় দিছিলো । আমার ভবিষ্যৎ অন্ধকার। আমি আর জীবনে কিছু করতে পারবো না । যেই cousine রা A+ পেয়েছে তাদের পা ধোয়া পানি খাওয়া উচিত আমার , আরো কত কি । অথচ আলহামদুলিল্লাহ আজ আমার কোম্পানি তে শত শত মানুষ কাজ করে । একাডেমিক রেজাল্ট কখনো কারো ভবিষ্যত বিচার করে না । তাই যারা আজ খারাপ রেজাল্ট করছেন বলে আমার মতো কথা শুনছেন তারা নিজেকে strong রাখুন। ইনশাল্লাহ সৎ আর পরিশ্রম করলে সব সম্ভব ।
Collected.