28/09/2023
মানবতা বেচেঁ থাকুক-ডৌহাখলা নন্দীগ্রামের রিক্সাচলক আবুল মিয়ার পাশে রাজ গৌরীপুর মানবিক ফাউন্ডেশন.....
আবুল মিয়া,ডৌহাখলা,নন্দী গ্রাম,পেশায় একসময় রিক্সাচালক ছিলো,বর্তমান বেকার অসহায় অবস্থায় জীবন যাপন করছে।পানি খাওয়ার একটি টিবওয়েল ছিলো দীর্ঘদিন যাবত নষ্ট, রাজ গৌরীপুর মানবিক ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক Md Waliollah Rubel এ মানুষটির বাড়িতে গিয়ে তদন্ত করে দেখেছে তার পক্ষ একটি টিবওয়েল স্থাপন করা সম্ভব নয়। জরাজীর্ণ একটি ঘরে বসবাস করে।
আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে নাম প্রকাশে অনিচ্ছুক♥একজন মানুষ ৪,৮০০ টাকার পাইপ কেনার টাকা বহন করেন।উক্ত অর্থ থেকে এ মানুষটিকে আমরা গৌরীপুর ছালেমা এন্টারপ্রাইজ থেকে পাইপ কিনে দেওয়া হয়।
যে মানুষটি অর্থ দিয়েছেন,আল্লাহ্ তায়ালা উনার দান কবুল করুন।