শুভলং- The vivid life

শুভলং- The vivid life সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করুন�

09/12/2025

বলেছিলাম গোসল করে কল দিও, ১৫দিন হইসে কল দেয়না😒🙄

07/12/2025

ফারহানা জিতলে খুশি হইতাম😔

07/12/2025

big boss শেষ হয়ে যাচ্ছে এখন আমি কি দেখবো🤧

বাঙালীর স্বভাব। যেটা না করবেন, বেশি করে ওইটাই করবে।
25/11/2025

বাঙালীর স্বভাব। যেটা না করবেন, বেশি করে ওইটাই করবে।

good morning ❤️
25/11/2025

good morning ❤️

24/11/2025

ঘুরতে গিয়ে যা হলো আমার সাথে..

22/11/2025

শুধু মূল ভূমিকম্পের পরে ছোট ছোট কম্পন (Aftershock) হয় না, আগেও অপেক্ষাকৃত ছোট ভূকম্পন Foreshock হতে পারে। Foreshock প্রধান ভূমিকম্পের কয়েক ঘণ্টা, কয়েক দিন বা এমনকি কয়েক মাস আগেও হতে পারে। ১৯৬০ সালের চিলিতে একটি ৭.৯ মাত্রার কম্পনের একদিন পর ৯.৫ মাত্রার মেইনশক হয়েছিল!

কিন্তু কোন ভূমিকম্প Foreshock কিনা তা আগে বোঝা যায় না! পরে বড় ভূমিকম্প হলে বুঝা যায় যে, আগেরটি Foreshock ছিল!

বাংলাদেশের জুমাবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পটি Foreshock ছিল নাকি মূল ভূমিকম্প ছিল - কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাই তাওবা, ইস্তেগফার করে ভালো হয়ে যাওয়া ছাড়া কোন উপায় নেই! আসেন সবাই ১০ বার অন্তত পরে ডান লিখে যান। আমরা একটা লাখের খতম দেই 😔

22/11/2025

আবার ভূমিকম্প!!!

21/11/2025

1. যখন পৃথিবী তার কঠোর ভূমিকম্পে প্রবলভাবে কেঁপে উঠবে,

2. এবং পৃথিবী তার সব ভার (গোপন বোঝা, মৃতদেহ, আমল) বাইরে বের করে দেবে,

3. এবং মানুষ বলবে, এর কী হয়েছে?

4. সেই দিনে সে (পৃথিবী) তার খবর জানিয়ে দেবে,

5. কারণ তোমার প্রভু তাকে তা প্রকাশ করার নির্দেশ দেবেন।

6. সেদিন মানুষ বিচ্ছিন্ন দলবদ্ধ হয়ে বের হবে, যেন তাদের আমল দেখানো যায়।

7. যে কেউ পরমাণু পরিমাণ ভাল কাজ করেছে, সে তা দেখবে।

8. আর যে কেউ পরমাণু পরিমাণ মন্দ কাজ করেছে, সেও তা দেখবে।
সূরা যিলযাল

ইন্ডিয়া বনাম বাংলাদেশ ফুটবল ম্যাচ।স্থান: আনন্দমোহন কলেজ মাঠ
18/11/2025

ইন্ডিয়া বনাম বাংলাদেশ ফুটবল ম্যাচ।
স্থান: আনন্দমোহন কলেজ মাঠ

পড়াশোনায় মন বসানোর জন্য দুইটা সুন্দর দেখে খাতা কিনেছিলাম। সমস্যা হইসে সুন্দর খাতায় এখন আর লিখে নষ্ট করতে মন চাইতাছেনা😒
17/11/2025

পড়াশোনায় মন বসানোর জন্য দুইটা সুন্দর দেখে খাতা কিনেছিলাম। সমস্যা হইসে সুন্দর খাতায় এখন আর লিখে নষ্ট করতে মন চাইতাছেনা😒

চারদিন ধরে রিকুয়েস্ট করে, মাথায় হাত বুলায়া তারে রাজি করাইছি মা গো পরীক্ষাটা আজকে দে ২৭তারিখ টেস্ট পরীক্ষা।এমন স্টুডেন্ট ...
15/11/2025

চারদিন ধরে রিকুয়েস্ট করে, মাথায় হাত বুলায়া তারে রাজি করাইছি মা গো পরীক্ষাটা আজকে দে ২৭তারিখ টেস্ট পরীক্ষা।
এমন স্টুডেন্ট কার কার আছে?🤧

Address

Gouripur

Alerts

Be the first to know and let us send you an email when শুভলং- The vivid life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শুভলং- The vivid life:

Share