Fbnews24.com

Fbnews24.com Always Publish True

সত্য প্রকাশে নির্ভীক
(9)

ইনশাল্লাহ।
21/08/2025

ইনশাল্লাহ।

20/08/2025
20/08/2025

আজও প্রত্যেক দিন ব্যর্থ হই হেরে যাই আবারো শুরু করি আবারও হেরে যাই ব্যর্থ হই আবারো শুরু করি আবারো হেরে যাই ব্যর্থ হই আমাদের হাঁড়িতে হবে ব্যর্থ হতে হবে হেরে যাওয়া ব্যর্থতাই সফলতার সিঁড়ি।

২০২০ সাল থেকে নিয়মিতভাবে এফবি নিউজ টুয়েন্টিফোর ডটকম এর মাধ্যমে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা এ...
19/08/2025

২০২০ সাল থেকে নিয়মিতভাবে এফবি নিউজ টুয়েন্টিফোর ডটকম এর মাধ্যমে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা এতটাই বেশি যে আমার মতো নগণ্য একজন মানুষ - আমার ফেসবুক পেজে প্রায় এক মিলিয়ন ফলোয়ার, আমার দুইটি ইউটিউব চ্যানেল মিলে প্রায় তিন লক্ষ সাবস্ক্রাইবার।

অনেকেই বলতে পারেন যে আমি আসলে এটাকে বিশাল কিছু মনে করছি। এই সাবস্ক্রাইবার আর ফলোয়ার দিয়ে কী হয়? এগুলো দিয়ে কি ভাত খাওয়া যায়?

আমি মনে করি কী - এক একটি ফলোয়ার একেকজন মানুষের দোয়া এবং ভালোবাসা, এক একটি সাবস্ক্রাইবার একেকজন মানুষের দোয়া এবং ভালোবাসা। আমরা তো এমন মানুষ যে ফেসবুকে স্ক্রলিং করতে গিয়ে যদি কোনো পোস্টে ভুলক্রমে লাইক পড়ে যায় এবং আমরা ওই পোস্টটি ফেলে সামনে চলে যাওয়ার পর আবার রিটার্ন এসে সেই লাইক থেকে আনলাইক করে দিই। চিন্তা করুন একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা ফলোয়ার, একটা সাবস্ক্রাইবার কতটাই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ সেই গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা আছে বলেই কাজ করে যাচ্ছি।

একটা প্রশ্ন করতে চাই - আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, অথবা আপনারা আমার বন্ধুবান্ধব, কেউ অথবা আপনারা আমার খুব আপনজন, কাছের মানুষ, ছোট ভাই - আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন দয়া করে আমাকে বলবেন যে আমি রাসেল মুন্সী, ব্যক্তিগতভাবে আমি আমার নিজেকে নিয়ে কখনো স্বপ্ন দেখেছি? আমি কখনো স্বপ্ন দেখেছি যে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করব? আমি কখনো নিজেকে নিয়ে স্বপ্ন দেখেছি যে আমি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হব? কখনো আমার পরিবারকে নিয়ে স্বপ্ন দেখেছি এবং সেই স্বপ্নকে প্রকাশ করেছি আপনাদের সাথে যে আমার ছেলে আব্দুল্লাহকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে আমেরিকায় লেখাপড়া করাবো, আমার মেয়ে আয়েশাকে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো এবং বিশাল কিছু বানাবো? আমি কি স্বপ্ন দেখেছি আমার ছোট ছেলে আমির হামজাকে নিয়ে? আমি কি কখনো আমার ভাইদের নিয়ে, আমার বাবা মাকে নিয়ে আপনাদের সাথে স্বপ্ন দেখেছি যে আমি বিশাল কিছু করবো আমার সাথে? নাকি আমার সম্পূর্ণ স্বপ্নগুলোই ছিল দেশের ও সারা বিশ্বের সাধারণ জনগণকে নিয়ে?

আমি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট আমার আপনজনদের উত্তর এটাই হবে যে না, আমি কখনো আপনাকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত স্বার্থ নিয়ে স্বপ্ন দেখতে দেখিনি বরং আপনি জনগণ এবং সারা বিশ্বের জনগণকে নিয়েই স্বপ্ন দেখেছেন। আসলে আমি মনে করি কী - সারা বিশ্বের জনগণের মধ্যে আমার ছেলেও আছে, আমার মেয়েও আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তানরা আছে, আমার মা-বাবা, ভাই-বোন সবাই। আমি সারা বিশ্বের জনগণকে নিয়ে যত প্রকার কল্যাণকর চিন্তাভাবনা করি সেই কল্যাণকর চিন্তাভাবনার মধ্যে তো জনগণের মধ্যে তো আমার ছেলে, আমার স্ত্রী, আমার বাবা-মা, পরিবারের সবাই আছে। জনগণ আমার কাছ থেকে যা পাবে আমার পরিবার তো তাই পাবে।

যদি আমার স্বপ্ন আপনারা দেখে থাকেন এমনটি, তাহলে আসুন আবার নতুন কিছু সৃষ্টি করি যেই সৃষ্টির মাধ্যমে কল্যাণ বয়ে আনবে দাউদকান্দি, তিতাসসহ সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে।

যদি আপনজনের মধ্য থেকে কেউ থেকে থাকেন এবং জেনে থাকেন - আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে জানেন যে আপনারা রাসেল মুন্সীর স্বপ্ন - তার ব্যক্তিগত স্বপ্ন নয়, সমস্ত স্বপ্ন সাধারণ জনগণকে নিয়ে, শুধু দেশের জনগণ নয় সারা বিশ্বের জনগণকে নিয়ে - তাহলে আসুন আমরা একসাথে মিলেমিশে কাজ করি, সকল হিংসা বিদ্বেষ ভুলে যাই।

দেখুন খুব কষ্ট হয় বলতে - ২০২০ সাল থেকে সাংগঠনিকভাবে কাজ শুরু করি। আসলে আমি একজন উৎসাহদাতা হিসেবে কাজ করেছি। জানি না আমার উৎসাহ পেয়ে দাউদকান্দি তিতাসে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠেছে কিনা অথবা আমার উৎসাহে কেউ কোনো ভালো কাজ করেছেন কিনা। আসলে আমি একজন উৎসাহদাতাই, আর এইটুকু সামর্থ্যই আমার আছে।

একজন স্বেচ্ছাসেবী হিসেবে সাংগঠনিক কাজ করতে গিয়ে অনেক বড় বড় সাংগঠনিক মানুষের সাথে মিশেছি। আসলে একটা বিষয় হাড়ে হাড়ে উপলব্ধি করেছি - আমরা যারা সংগঠনপ্রিয় মানুষ, সংগঠন তৈরি করি, আমরা মানুষের কল্যাণ চাই, মানুষের কল্যাণে কাজ করি, কিন্তু আমরা নিজেরা নিজেদের কল্যাণ চাই না, নিজেদের কল্যাণে আমরা কাজ করি না। আমরা স্বেচ্ছাসেবীরা, সংগঠক যারা আছি তারা তো একজন আরেকজনের পিছনে লেগে থাকি, কে কার ক্ষতি করব - অথচ আমরা নাকি স্বেচ্ছাসেবী, মানবতার কল্যাণে কাজ করি, মানুষের সেবা করি, নিজের সেবা করি না। এমন কাজকর্ম দেখে আরও তিক্ত অভিজ্ঞতা যেগুলো প্রকাশ করার মতো নয় সেই অভিজ্ঞতা থেকে ছেড়ে দিই এই সাংগঠনিক কর্মকাণ্ড। কিন্তু আবারো শুরু করতে চাই - একা কোনো কিছুই সম্ভব নয় যদি সংঘবদ্ধ সাংগঠনিকভাবে না করা হয়।

যারা আমাকে চিনেন জানেন এবং আল্লাহকে সাক্ষী রেখে যারা বুঝেন চিনেন জানেন আমার স্বপ্নগুলো শুধু সাধারণ জনগণকে নিয়ে - আসুন আমরা কিছু করি সাধারণ জনগণকে সাথে নিয়ে সাধারণ জনগণের জন্য, শুধু দেশের জন্য নয় সারা বিশ্বের জন্য।

জানেন, আপনারা অনেকেই বলেন - আপনারা যারা আমাকে ভালোবাসেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমার সাথে যোগাযোগ করেন, জানতে চান রাসেল ভাই আগের মতো কেন আপনাকে দেখি না। জানেন আমি বড় একাকী, আমি কীভাবে কাজ করব? মাঝেমধ্যে আমি নিজেই নিজেকে হারিয়ে ফেলি, হতাশ হয়ে যাই। আমিও তো মানুষ, আমিও তো রক্তে মাংসে গড়া একজন মানুষ, আমারও পরিবার আছে, আমারও জীবনের মায়া আছে, কিন্তু প্রতিনিয়ত আমাকে জীবনের হুমকি নিয়ে চলাফেরা করতে হয়।

নিজের অনেক দুঃখ কষ্ট আছে। আমাদের জিআরকান্দি গ্রাম - এই গ্রামে জন্মগ্রহণ করার পর থেকেই হয়ে গেছি সন্ত্রাসী। অথচ নিজের বাপ-দাদা চৌদ্দগুষ্টির মধ্যে কেউ সন্ত্রাসী নাই। আমাদের জিআরকান্দি ইউনিয়নের মধ্যে শোলাকান্দি জিয়ারকান্দি নাম শুনলেই মানুষের আতঙ্কিত হয়ে সেঁধাবার খায়। মূলত যে সন্ত্রাসীদের কারণে আমাদের সবার বদনাম হচ্ছে, আমাদের মাতৃভূমির বদনাম হচ্ছে, মায়ের বদনাম হচ্ছে - তাদেরকে পরিবর্তন করতে গিয়ে নিজের জীবনটাই যাওয়ার পথে চলে আসছিল। আমাকে মাইক্রোবাসে চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। কারা সে আপনারা জানেন। আমি আসলে এগুলো প্রকাশ করতে চাই না। এবার জেল থেকে প্রতিজ্ঞা করে আসছে - হাতে হাত রেখে আরও কিছু সন্ত্রাসী আছে জেলের মধ্যে, তারা সবাই একত্রিত হয়ে মামুন সম্রাট - এবার আমাকে খুন করে শেষবারের মতো যাই। অথচ আল্লাহ তা'আলা জানেন একটা লোকের জীবন পরিবর্তন করার জন্য না জানি কতটাই চেষ্টা করেছি। সন্ত্রাসীর সাথে চলেছি বলে সন্ত্রাসী হয়েছি। আল্লাহ তা'আলা জানেন আমি কোন উদ্দেশ্যে, কোন নিয়তে কী করছি।

আসুন আমরা মিলেমিশে - যদি আপনার বিবেক বলে - আসুন আমরা মিলেমিশে এমন কিছু তৈরি করি, এমন কিছু তৈরি করি যেটা আমাদের গৌরীপুর বাজার থেকে আলোকিত হয়ে সারা বিশ্ব আলোকিত হবে। এখানে এমন একটি নূর সৃষ্টি হবে যেই নূরের আলোতে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব আলোকিত হবে ইনশাআল্লাহ।

জরুরি - হারানো শিশুর সন্ধান 🚨আজ সকাল থেকে জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলুম, লক্ষ্মীপুর মাদ্রাসা, গৌরীপুর, দাউদকান্দি, কুম...
19/08/2025

জরুরি - হারানো শিশুর সন্ধান 🚨

আজ সকাল থেকে জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলুম, লক্ষ্মীপুর মাদ্রাসা, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা থেকে একটি শিশু নিখোঁজ রয়েছে।

👤 শিশুর তথ্য:
🔹 নাম: শাওম
🔹 বয়স: ১১ বছর
🔹 ঠিকানা: ইলিয়টগঞ্জ, সুহিলপুর, চান্দিনা, কুমিল্লা

🙏 বিশেষ অনুরোধ:
যদি কোনো সহৃদয় ব্যক্তি এই শিশুটিকে দেখে থাকেন অথবা তার কোনো খোঁজ পান, তাহলে অনুগ্রহ করে অবিলম্বে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করুন।

📞 যোগাযোগের তথ্য:
নাম: আরিফ
মোবাইল: ০১৮৩২৪২৫ৃ৩৭৩

আল্লাহর রহমতে শিশুটি যেন নিরাপদে পরিবারের কাছে ফিরে আসে। আপনাদের সহযোগিতার জন্য আগাম ধন্যবাদ।

#হারানোশিশু #কুমিল্লা #জরুরি #সাহায্যপ্রয়োজন

বয়সে বড় হওয়ার কারণে আপনি আমার কাছ থেকে সম্মান-শ্রদ্ধা পাবেন - এটা আপনার অধিকার বা হক। আর আমি ছোট হওয়ায় আপনার কাছ থে...
18/08/2025

বয়সে বড় হওয়ার কারণে আপনি আমার কাছ থেকে সম্মান-শ্রদ্ধা পাবেন - এটা আপনার অধিকার বা হক। আর আমি ছোট হওয়ায় আপনার কাছ থেকে আদর-স্নেহ পাওয়া আমার অধিকার বা হক।

একজন মানুষের মধ্যে আরেকজন মানুষের অর্থনৈতিক টাকা-পয়সার লেনদেনের বাহিরেও সর্বপ্রথম যে হক থাকে, সেই হক হচ্ছে ছোটরা বড়দের ইজ্জত-সম্মান করবে এবং বড়রা ছোটদের আদর-স্নেহ-ভালোবাসা দেবে।

যদি বড় হয়ে ছোটকে আদর-স্নেহ-ভালোবাসা না দেয়, তাহলে এটা একটা প্রথম হক নষ্ট হবে। ঠিক একইভাবে যদি কোনো ছোট বড়কে দেখলে সালাম, ইজ্জত-সম্মান না দেয়, এটা হচ্ছে অগণিত মানবজাতির মধ্যে প্রথম হক নষ্টের শুরু।

আল্লাহর হক বনাম বান্দার হক

বান্দার হক আর আল্লাহ তায়ালার হক - এ দুয়ের মধ্যে রয়েছে মৌলিক পার্থক্য। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত - এগুলো আল্লাহ তায়ালার হক। আমরা সালাত আদায় না করলে, ইচ্ছাকৃতভাবে হজ আদায় না করলে, এর জন্য আল্লাহ তায়ালা হয়তো আমাদেরকে শাস্তি দেবেন, অথবা তিনি চাইলে তাঁর দয়ায় - তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল হিসেবে - আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। এটা তাঁর ইচ্ছা।

কিন্তু বান্দার হক নষ্ট করলে, বান্দা যদি ক্ষমা না করে, তাহলে আল্লাহ তায়ালা ক্ষমা করবেন না। বান্দার হক নষ্ট হলে একমাত্র বান্দাই ক্ষমা করার অধিকার রাখে।

পরকালের বাস্তবতা

আমরা নামাজ-রোজা যাই করি না কেন, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে আমরা বিভিন্ন উসিলা সংগ্রহ করবো, বিভিন্ন উসিলার পিছনে দৌড়াবো আর খুঁজতে থাকবো - কোন উসিলায় যেন আল্লাহ তায়ালা আমাকে ক্ষমা করেন।

কিন্তু চিন্তা করুন, কোনো বান্দা যদি বান্দার হক নষ্ট করে থাকেন - যেমন ছোট বড়কে ইজ্জত দেবে, বড় ছোটকে আদর-স্নেহ করবে - এই হকটুকু নষ্ট করে থাকেন, তাহলে আমরা এই হকের বিচারে অথবা ক্ষমা প্রাপ্তিতে কোনো বান্দাকে কিছু দিতে পারবো? এটা হতেই পারে না, এটা অসম্ভব ও অবিশ্বাস্য।

হাশরের ময়দানে বাবা মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। সবাই "ইয়া নাফসি! ইয়া নাফসি!" (আমার নিজের চিন্তা! আমার নিজের চিন্তা!) করবে। সেখানে যদি কেউ বান্দার হক নষ্ট করার মতো কোনো অভিযোগ পায়, তাহলে কোনো বান্দা আমাকে ক্ষমা করবে - সেটা অসম্ভব।

তাই আসুন, বান্দার হক নষ্ট করা থেকে বিরত থাকি।

অনেকদিন পূর্বে একটি ছবি পোস্ট করলাম দোয়া করবেন শারীরিকভাবে অসুস্থ দীর্ঘদিন যাবত কোন কাজকর্ম করতে পারিনা আপনাদের হয়তো মনে আছে কিছুদিন পূর্বে সাদা মাইক্রোবাসের চাপ দিয়ে আমাকে হত্যা চেষ্টা করার পর যেই দুর্ঘটনা ঘটিয়েছিল তখন পায়ে যে আঘাত পেয়েছিলাম তা এখনো সম্পূর্ণ ছেড়ে ওঠেনি। অথচ চিন্তা করুন সৃষ্টিকর্তার কি খেলা যে হত্যার চেষ্টা করল সেই হত্যাকাণ্ডের শিকার হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা ভালোই রেখেছেন এখনো বেঁচে আছি। সবাই দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি আবারো সাংগঠনিক বিভিন্ন কর্মকান্ড নিয়ে প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে।

🚨 জরুরি - নিখোঁজ ব্যক্তির সন্ধান 🚨নিখোঁজ ব্যক্তির বিবরণ:নাম: সামিয়া আক্তারপিতা: মো. ডালিম ভূঁইয়াঠিকানা: শোলাকান্দি ভুই...
18/08/2025

🚨 জরুরি - নিখোঁজ ব্যক্তির সন্ধান 🚨

নিখোঁজ ব্যক্তির বিবরণ:
নাম: সামিয়া আক্তার
পিতা: মো. ডালিম ভূঁইয়া
ঠিকানা: শোলাকান্দি ভুইয়া বাড়ি, তিতাস উপজেলা

নিখোঁজের তথ্য:
• আনুমানিক সময়: বিকেল ৪:০০ টায়
• স্থান: নিজ বাড়ি থেকে
• সাথে ছিল: নগদ টাকা ও স্বর্ণালংকার
• বর্তমান অবস্থা: এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি

🙏 বিশেষ অনুরোধ:
যদি কেউ সামিয়া আক্তারের কোনো খোঁজখবর পেয়ে থাকেন বা তাকে দেখে থাকেন, তাহলে অবিলম্বে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

📞 জরুরি যোগাযোগ: ০১৬৪৬১৭৪২৭৩

পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

18/08/2025

দেনার দায় পেটের ক্ষুধায় কি আসলে এরকম নির্মম ঘটনার জন্য দায়ী নাকি অন্য কোন কারণ আছে?

ছোটবেলার স্মৃতি - হারুন ভাই ও প্রিয় ভাবিছোটবেলায় যাঁদেরকে ভাই-ভাবি হিসেবে সম্বোধন করতাম, সেই ভাই-ভাবিদের মধ্যে অন্যতম ...
18/08/2025

ছোটবেলার স্মৃতি - হারুন ভাই ও প্রিয় ভাবি

ছোটবেলায় যাঁদেরকে ভাই-ভাবি হিসেবে সম্বোধন করতাম, সেই ভাই-ভাবিদের মধ্যে অন্যতম হলেন বড় ভাই হারুন ভাই এবং তাঁর স্ত্রী আসমার মা ভাবি।

আমার আজকের এই পোস্ট মোটেও হারুন ভাইয়ের জন্য নয়, বরং তাঁর সহধর্মিণী স্ত্রী আসমার মা ভাবির জন্য। বর্তমানে আমরা যে বাড়িতে বসবাস করি, একসময় এই বাড়িটি ছিল হারুন ভাইদের। পরবর্তীতে যখন হারুন ভাই জিয়ারকান্দি গোলবাগ নামক স্থানে নিজস্ব বাড়ি করলেন, তখন আমরা এই বাড়িটি ক্রয় করে এখানে বসবাস শুরু করি।

ভাবি এমন একজন মানুষ ছিলেন - সহজ-সরল। তাঁর এই সহজ-সরলতার জন্য আমরা সব সময় কৃতজ্ঞ। কিন্তু আজকের এই দৃশ্যটি দেখে খুব ভালো লাগছে যে, ভাইয়ের মনে ভাবির প্রতি কতই না ভালোবাসা! শেষ বয়সে হলেও ভাই-ভাবি গেছেন কক্সবাজার ঘুরতে।

হারুন ভাই বর্তমানে আমাদের জিয়ারকান্দি ২ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার। ভাই-ভাবির এই দৃশ্যটি দেখে অনেক ভালো লাগল। দীর্ঘদিন পর ভাবীকে দেখলাম এবং অতীতের কথা মনে পড়ে গেল।

আমার তো আসলে বড় ভাই নেই - আমি পরিবারের বড় সন্তান। পাড়া-প্রতিবেশীতে বড় ভাই বলতে যাঁরা ছিলেন তাঁরা হলেন: হারুন ভাই, আবু ভাই, মোশাররফ ভাই, নূরুজ্জামান চেয়ারম্যান ভাই, শফিকুল ইসলাম চেয়ারম্যান ভাই - তাঁরাই ছিলেন আমার বড় ভাই। আরও অনেকে আছেন।

তাঁদের স্ত্রীরাই ছিলেন আমার ভাবি। এখনও যাঁরা আছেন, যাঁদেরকে ছোটকাল থেকে এখনও মনে-প্রাণে ভালোবাসি এবং যাঁদের আদর-স্নেহ পেয়ে বড় হয়ে আসছি, তাঁদের মধ্যে রয়েছেন: পপির মা, হানিফার মা, শাকিলের মা, খোকন কাকার মা, বাচ্চু কাকার মা সহ আরও অনেক ভাবি। আলহামদুলিল্লাহ।

ভাইদের মধ্যে শফিকুল ইসলাম ভাই নেই, নূরুজ্জামান চেয়ারম্যান ভাই নেই, নজির ভাই নেই, জহির ভাই নেই, আব্দুর রশিদ ভাই নেই - কিছুদিন আগে তিনি পরপারে চলে গেছেন। আল্লাহ তাআলা তাঁকে জান্নাত নসিব করুন। সিরাজ ভাই আছেন। আরও অনেকেই নেই - আল্লাহ তাআলা তাঁদের পরপারে ডেকে নিয়ে গেছেন। এখনও বেঁচে আছেন: মোশাররফ ভাই, মুজিব ভাই, সিরাজ ভাই, হারুন ভাই, আবু ভাই সহ আরও অনেক ভাই-ভাবি। আল্লাহ তাআলা যেন তাঁদের সবাইকে সুস্থ-সবল রাখেন।

অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার সকল ভাই-ভাবিদের প্রতি, বিশেষ করে এই সহজ-সরল হারুন ভাইয়ের স্ত্রী আসমার মা ভাবির প্রতি। ভাবিদের মধ্যে তিনি সবচেয়ে সহজ-সরল মানুষ - মনের ভেতর কোনো পাঁচ নেই।

আফগানি রেস্টুরেন্ট: গৌরীপুরের নতুন সংযোজনকুমিল্লা জেলার ঐতিহ্যবাহী গৌরীপুর বাজারে অবস্থিত "আফগানি রেস্টুরেন্ট" নামটি শুন...
18/08/2025

আফগানি রেস্টুরেন্ট: গৌরীপুরের নতুন সংযোজন

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী গৌরীপুর বাজারে অবস্থিত "আফগানি রেস্টুরেন্ট" নামটি শুনলেই মনে হতে পারে এটি বিদেশি কোনো রেস্টুরেন্ট। কিন্তু প্রকৃতপক্ষে এটি আমাদের স্থানীয় একটি রেস্টুরেন্ট, যার নামকরণের পেছনে রয়েছে আফগানিস্তানের একটি বিশেষ খাবারের উপস্থিতি।

**পরিচালনা ও মালিকানা**
প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর হাফেজ বেলাল হোসেন হলেও পরিচালনায় রয়েছেন আরও দুই ভাই - আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহ ভাইয়ের এলাকার বাড়ি মারুকা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।

**নামকরণের কারণ**
আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে জানা যায়, "মূলত আফগানিস্তানের একটি বিশেষ খাবার 'আফগানি বিরিয়ানি' আমাদের এই প্রতিষ্ঠানে তৈরি করা হয় বলে আফগানি রেস্টুরেন্ট নামকরণ করা হয়েছে।"

**অবস্থান ও ব্যবসায়িক অভিজ্ঞতা**
গৌরীপুর বাজার-লক্ষ্মীপুর রাস্তার মাথায় হোমনা-গৌরীপুর সড়কে বিগত তিন মাস যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছেন তারা। এই তিন মাসের ব্যবসায়িক অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি এক কথায় বলেন, "আলহামদুলিল্লাহ।"

**সেবা সুবিধা**
হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ০১৮৬০২০৯৯২০ নম্বরে যোগাযোগের মাধ্যমে হোম ডেলিভারির জন্য অর্ডার করা যায়।

**খাবারের মান ও মেনু**
আফগানি বিরিয়ানি পরীক্ষা করে দেখা গেছে যে খাবারটি যথেষ্ট ভালো। বিরিয়ানির সাথে কাঁচা পেঁয়াজের ভর্তা পরিবেশন করা হয়। মেনু কার্ডে রয়েছে ভুনাখিচুড়ি, তিন ধরনের ভর্তা এবং আরও অন্যান্য খাবার। দামও বেশ সাশ্রয়ী।

**বিশেষ সুবিধা**
এই রেস্টুরেন্টে একটি অনন্য সুবিধা রয়েছে - মাত্র ৫০ টাকায় এক প্লেট খাওয়া সম্ভব, যা সচরাচর সব রেস্টুরেন্টে পাওয়া যায় না।

**মৃৎশিল্পের প্রচার**
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এখানে খাবারের প্লেট, গ্লাস, বাটি - সবকিছুই মাটির তৈরি। এটি আমাদের ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখার একটি চমৎকার উদ্যোগ।

**বিশেষ পরিবেশনা**
খাবার-দাবারের পর মাটির পাত্রে দই পরিবেশন করা হয়, যা সরাসরি বগুড়া থেকে সংগ্রহ করা হয়।

**মানের প্রতিশ্রুতি**
কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, "আমরা আসলে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না। আমরা শুধু মুখে কথা বলছি না, যারা আমাদের এখানে এসে খাবার খেয়েছেন, তারাই বলতে পারবেন কোয়ালিটি কেমন।"

**যোগাযোগ:** ০১৮৬০২০৯৯২০

আলহামদুলিল্লাহ, মাটির পাত্রে পরিবেশিত দইটিও ছিল অসাধারণ।

17/08/2025

📰 গৌরীপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: স্কুলছাত্র ভাইদের ওপর প্রকাশ্যে হামলা, এলাকায় চরম আতঙ্ক

Address

Gouripur Bazar
Gouripur
3517

Alerts

Be the first to know and let us send you an email when Fbnews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fbnews24.com:

Share