23/09/2025
শোক সংবাদ,
চরমাহমুদ্দী মুন্সীবাড়ী নিবাসী আমার শ্রদ্ধেয় জেঠা জনাব মোঃ সিরাজুল ইসলাম মুন্সী ইন্তেকাল করিয়াছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন,
প্রবীণদের মতে, জেঠার বয়স ১৫/১৬ থেকে মসজিদে নিয়মিত আজান ও ওয়াক্তিয়া নামাযের ইকামাত দিতেন,পাশাপাশি চাষাবাদের কাজে থেকেও কোন রোগীর খবর পেলে দ্রুত বাড়ীতে এসে চিকিৎসা করতেন।
মাদ্রাসার দাতা সদস্য হিসেবে উনি ১২ শতক জমি দান করেছিলেন।
আজ বা'দ জোহর ফক্বিহুল উম্মাহ মাহমুদিয়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে, সকলের উপস্থিতি কামনা করছি।
আল্লাহপাক উনাকে জান্নাতবাসী করুক আমীন।