Fahim Murshed

Fahim Murshed Organizer of Barishal WordPress Meetup. A passionate blogger and web developer

আমি...
আমি খুব সাধারণ একজন! কথায়, ব্যবহারে, পোষাকে, দর্শনে আমি খুবই সাধারণ... তোমার আশেপাশে থাকা আর দশজনের মতই ক্ষুদ্র ও সামান্য এই আমি... দূরপাল্লার বাসে, রোজকার ভীড় সামলানো যানবাহনে তোমার পাশেই যদি বসে থাকি, চোখ ফেরাবেনা দ্বিতীয়বার... এতটাই তুচ্ছ আমি... কিন্তু তাতে আমি ব্যাথিত নই একদম বরং গর্বিত আমার সাধারণত্বে।

আমি আমার বাবা মায়ের অসাধারণ সন্তান, তাদের জন্য চেষ্টার ত্রুটি নেই, বাবা হারানোর

পর মা-ই আমার সবচে বড় সম্পদ, এরপর ভাইকে হারানোর পর ছোট দুই ভাই-বোনই এখন আমার কাছে অমূল্য রত্ন। আমি আমার সাধ্যের মাঝে চেষ্টা করে থাকি ওদের মুখে হাসি ফোটানোর জন্য, আমি আমার বন্ধুদের প্রাণের বন্ধু, ছোট ভাইদের কাছে খুবই প্রিয়, প্রিয়জনের দৃষ্টিতে সেরা ব্যক্তিত্ব... তাদের চোখে আমি নিজেকে দেখি... আমার অনুভূতিগুলো স্বতন্ত্র, আমার ভাবনারা মনের আকাশে ডানা মেলে উড়তে পারে... হলাম না হয় সাধারণ আমি তোমার চোখে, কি আসে যায় তাতে? আমি কেবল আমার মতো, এরচেয়ে বড় কোন সত্য আদৌ কি আছে?

আমিই শুধু আমি, আমার আমি

লড়ছি প্রতিটি ক্ষনে নিজের মনের সাথে, জীবনের সাথে এবং সমাজের মানুষের সাথে শুধু অপেক্ষায় জয়ী হবার সম্ভবনা...

এই মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাবার সাথে সাথেই আর কিছু নাই। সমস্ত স্মৃতি, এই জীবনের সমস্ত অভিজ্ঞতা সেখানেই শেষ। আর মস্তিষ্কে পচন ধরার সাথে সাথেই পুনরায় বেঁচে ওঠার সমস্ত আকাংখারও সমাপ্তি। কষ্টকর হলেও সত্য মেনে নেয়াটাই সাহসী মানুষের কাজ

I am only one, but still I am one. I cannot do everything, but still I can do something and because I cannot do everything, I will not refuse to do something that I can do. I
may not
be perfect
but I'M always
ME

I'm perfect in my imperfections, Secure in my insecurities, Happy in my pain, Strong in my weaknesses, and Beautiful in my own way...
I'm myself....

It's lack of faith that makes people afraid of meeting challenges and I always believe in myself.

Internet Speed Test
27/08/2025

Internet Speed Test

by: Fahim MurshedPosted on: August 27, 2025August 27, 2025 Speed Test In today’s digital world, a stable and fast internet connection is essential for everything — from browsing and streaming to gaming and remote work. But how do you know if your internet service provider (ISP) is really deliver...

24/06/2025

শিশুকে কোন চ্যানেল দেখতে দিচ্ছেন,🤷‍♀️
❌ ৭টি ক্ষতিকর ইউটিউব চ্যানেল (শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ)

চ্যানেল নাম ক্ষতিকর দিক উদাহরণ

১. ChuChu TV ❌
অতিরিক্ত রঙ, শব্দ ও দ্রুতগতির ফুটেজ 👉
শিশুদের অস্থির করে তোলে, মনোযোগের সমস্যা তৈরি করে শিশু ঘুমানোর সময় বারবার এই কার্টুন দেখতে চায়, মনোযোগ কমে।

২. Cocomelon❌
অত্যধিক repetitive ও overstimulating; 👉
শব্দ ও সংগীতের মাধ্যমে “screen addiction” হয়ে যয়, বাচ্চা রেগে যায় যদি Cocomelon বন্ধ করা হয়।

৩. Diana and Roma ❌
বাস্তব জীবনের বিলাসীতা, খেলনা, ঘোরাফেরা দেখিয়ে শিশুদের ভোগবাদী মানসিকতা শেখায়👉
শিশু খেলনার জন্য জেদ করে কারণ "Diana" সেটাই করছে

৪. Vlad and Niki❌
নাটকীয়, চিৎকার ও অস্বাভাবিক আচরণ শেখায় 👉
যা শিশুরা অনুকরণ করে শিশু ঘর ভাঙচুর করে বলে “Vlad does it!”

৫. Little Baby Bum ❌
গান ও কার্টুনের মধ্যে বাস্তবতা ও কল্পনার বিভাজন দুর্বল করে, শিশুর চিন্তাশক্তিতে নেতিবাচক প্রভাব ফেলে👉
শিশু সবসময় গানেই চিন্তা করে, বাস্তব কথা শুনতে চায় না

৬. Morphle❌
হিংসাত্মক ও অপ্রাসঙ্গিক রূপান্তর ও আচরণ শিশুদের মধ্যে হিংসা ও অলীক চিন্তা তৈরি করে👉
Morphle হয়ে মানুষকে ‘হারিয়ে দেওয়া’ মজার মনে করে

৭. Elsa and Spiderman Parody Videos ❌
সেক্সুয়াল সাবটেক্সট, হিংসাত্মক কনটেন্ট – এগুলো শিশুর চোখে ঝাঁকুনির মতো👉
Elsa-Spiderman ভিডিওতে অশালীন পোশাক ও সংলাপ থাকে

✅ ৭টি শিক্ষনীয় ও মেধা বিকাশমূলক ইউটিউব চ্যানেল (নিরাপদ ও উপকারী)

চ্যানেল নাম -ভালো দিক -উদাহরণ

১. Peep and the Big Wide World- বৈজ্ঞানিক চিন্তা ও অনুসন্ধান শেখায় 👉
শিশু পিপের মতো প্রশ্ন করে: “পানি কেন শুকায়?”

২. Blippi -রঙিন হলেও বাস্তব অভিজ্ঞতা শেখায় (যেমন: মিউজিয়াম, গাড়ি, কাজ) 👉
“Construction Vehicle” দেখিয়ে শেখায় কাজের প্রতি আগ্রহ

৩. Sesame Street -নৈতিক শিক্ষা, গঠনমূলক ভাষা, আবেগ নিয়ন্ত্রণ শেখায় 👉
“Elmo says: Sharing is caring” শিশু মনে রাখে

৪. Ms. Rachel (Songs for Littles) -
স্পিচ থেরাপি ও ভাষা শেখাতে সহায়ক, খোলামেলা ও আসল মানব মুখ ব্যবহার করে 👉
দেরিতে কথা বলা শিশুরা Ms. Rachel দেখে শব্দ শেখে

৫. Super Simple Songs -
স্লো, ক্লিয়ার এবং নির্দিষ্ট বয়স উপযোগী গান – শিশুর শব্দভাণ্ডার বাড়ে👉
“If You’re Happy and You Know It” গান শেখায় শরীরচর্চা ও শব্দ

৬. National Geographic Kids প্রাণীজগত, প্রকৃতি, পৃথিবী সম্পর্কে শেখায় “How bees make honey” দেখে শিশুর জিজ্ঞাসা বেড়ে যায়
৭. SciShow Kids বিজ্ঞানভিত্তিক সহজ ব্যাখ্যা ও পর্যবেক্ষণ শেখায় “Why do leaves change color?” দেখে শিশু জানতে চায় প্রকৃতি নিয়ে

🔍 সচেতনতা ও পরামর্শ:

YouTube Kids অ্যাপে Parent Control ব্যবহার করুন

প্রতি ভিডিওর বিষয়বস্তু আগে দেখে দিন

সময় সীমা দিন — দিনে সর্বোচ্চ ২০ মিনিট (২-৫ বছর বয়সে) প্রতিদিনেম ৬০ মিনিট।

শিশুর পাশে বসে ভিডিও দেখুন ও আলাপ করুন
এই পোস্টের প্রতিটা চ্যানেলের কার্টুন আমি ৫-৮মিনিট করে দেখে দেখে এই চ্যানেলগুলো সিলেক্ট করেছি। তাই বলছি, কি দেখতে দিচ্ছেন তা খুব গুরুত্বপূর্ণ।

দয়া করে সচেতন হবেন।

15/05/2025

মানুষের মাধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হলো,
সে নিজেকে সর্বদা নিভূর্লতার আসনে দেখতে পচ্ছন্দ করে 🙂

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা, বৌয়ের হয়ে যায়, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয়না | এই কথাটা অনে...
07/03/2025

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে
আর নিজের থাকেনা,
বৌয়ের হয়ে যায়,
কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও
মেয়ে কোনোদিন পর হয়না |
এই কথাটা অনেকেই বলেন,
কিন্তু একটু ভেবে বলুনতো কথাটা কি ঠিক?

আসলে কী জানেন,
আপনি যদি মেয়েকে কিছু দেন
তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চাননা বা আশা করেননা,
মেয়ে সুখে থাকলেই আপনি সুখি,
আপনি কখনও এটা তুলনা করেননা
যে আপনার মেয়ে আপনার চেয়ে
কত ভালো বা সুখে আছে,
আপনার মেয়ে যদি আপনার চেয়ে ১০ গুন সুখে থাকে, ভালো থাকে আপনি সেটা দেখে ১০ গুন খুশি হন, আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে
সেটাকে নিজের সমস্যা মনে করেন,
মেয়ে সুখি না হলে আপনিও দুঃখি হন,
সামর্থের বাইরে গিয়েও মেয়েকে,
জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান |

অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন
আর ভাবেন যে একটা সময়
ছেলে এর বিনিময়ে কিছু দেবে,
অনেক সময় দাবীও করেন,
মনেও করিয়ে দেন যে তোর পিছে
এতো খরচা করেছি |
ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন | ছেলে বিয়ে করলে বাবা মায়েদের
ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয়
যে মনে মনে ভেবে নেই
যে বিয়ে করেছিস তোর সমস্যা তোর,
তোকেই এর সমাধান করতে হবে,
বিয়ে করেছিস তোকে কোন সাহায্য করতে পারবোনা, পারলেও সাহায্য করেনা
অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থের বাইরে গিয়েও করে |
ছেলে বৌ কতটা সুখে আছে
এটা নিজেদের সঙ্গে তুলনা করে,
ছেলের বিবাহিত জীবনে সুখ
কতজন সহ্য করেতে পারে |
ছেলের বিপদে ছেলেকে একা করেন
কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান |

আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেননা,
কোন দায়িত্ব আরোপ করেননা,
তাই মেয়ে যদি ৫% ও কিছু দেয়
আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে
আর এদিকে ছেলের উপর ১০০% দায়িত্ব,
অনেক কিছু আশা করেন,
এখন ছেলে সেটা দিতে না পারলে
অথবা ৭০-৮০ % দায়িত্ব পালন করতে পারলেও
যেটুকু পারছেননা সেটুকু ভেবেই
ভাবেন যে ছেলে অনেক খারাপ |

মেয়ের পড়াশোনার পর বিয়েতে ১০ লক্ষ টাকা
দিতে হলেও কি মেয়েকে পরে বলে
তোর জন্য এতো খরচা করেছি,
ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে ২ লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এতো দিয়েছিলাম, চাকরি পেলেও বলে এতো খরচা করে পড়াশোনা করিয়েছি | তো মেয়ের বিয়েতে যত খরচ করে, শখ আহ্লাদ করে, ছেলের বিয়েতে কি অতটা খরচ শখ আহ্লাদ করে |

আচ্ছা বলেন তো মেয়ে-জামাইকে যতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ছেলে-বৌ কেও কি এতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে, ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে |

আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে
একটা বড়ো স্বার্থ থাকে |

চ্যানেল আই এর দিনগুলি!
31/01/2025

চ্যানেল আই এর দিনগুলি!

Funny ChatGPT :D
28/11/2024

Funny ChatGPT :D

22/10/2024
13/10/2024

Stay Mindful.
Show Gratitude.
Think Positively.
Practice Kindness.

An opensource alternative of Glasswire to monitor your internet traffic.
05/10/2024

An opensource alternative of Glasswire to monitor your internet traffic.

Comfortably monitor your Internet traffic 🕵️‍♂️. Contribute to GyulyVGC/sniffnet development by creating an account on GitHub.

11/09/2024

ছোটবেলা থেকেই দেখেছি, যখন কোনো জনপ্রিয় ব্যক্তিত্ব আমাদের সামনে আসে, অনেকেই হঠাৎ উত্তেজিত হয়ে যায়। তারা ছুটে যায় অটোগ্রাফ নেওয়ার জন্য বা ছবি তুলতে। কিন্তু, আমার মধ্যে এই প্রবণতা কখনোই তৈরি হয়নি।

আমি পূর্বে এমন এমন জায়গায় কাজ করেছি সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধীদলের প্রধান সহ বহু রাজনীতিবিদ, নায়ক-নায়িকা, পরিচালক, কবি-লেখক সহ আমার চোখের সামনে বহু জনপ্রিয় মানুষ এসেছে, কিন্তু তাদের নিয়ে কখনো বিশেষ উচ্ছ্বাস বা আগ্রহ বোধ করিনি।

বরং, যখনই কোনো জনপ্রিয় ব্যক্তিত্বকে দেখেছি, তখন আমার মনে হয়েছে—কেন তাদের কাছে ছুটে যাব? কেন তাদের সাথে ছবি তুলবো? তিনি তার পেশায় দক্ষ, তাই জনপ্রিয়। এতে বিস্ময়ের কিছু নেই। আমিও আমার ক্ষেত্রে ভালো করার চেষ্টা করছি, আর আমার কাছে আমি নিজেই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এই চিন্তাভাবনার কারণে কখনো কারও প্রতি অতিরিক্ত উচ্ছ্বাস দেখানোর প্রয়োজন অনুভব করিনি।

Address

Ashokathi
Gournadi
8230

Alerts

Be the first to know and let us send you an email when Fahim Murshed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share