Bangladesh Jatiotabadi Media Cell

Bangladesh Jatiotabadi Media Cell বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) র সব ধরনের ?

05/07/2025

অবহেলা নয়, জুলাই আহতদের কাছে টেনে নিয়েছে বিএনপি।


13/06/2025

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন পার্ক লেনে অবস্থিত হোটেল ডোরচেস্টারে পৌঁছেছেন।

উল্লেখ্য আজ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস-এর সাথে মাননীয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

১৩ জুন ২০২৫ শুক্রবার।

30/05/2025

৩০ মে ২০২৫, মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র

" চির ভাস্বর জনতার জিয়া
হৃদয়ে নিয়েছ ঠাঁই... "



28/05/2025

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ
তরুণদের ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকার রাজপথ...

নয়াপল্টন/ মে ২৮, ২০২৫


28/05/2025

নয়া পল্টনে তারুণ্যের সমাবেশে যোগ দিলেন তারেক রহমান, লাখো কন্ঠে স্লোগানে স্লোগানে বরণ নেতাকর্মীদের...

৮৮' র বাংলাদেশ ভেসেছিল ভয়াবহ মহাবন্যায় । বন্যা মোকাবেলায় সে সময়ে রাজনৈতিক দলগুলোও যে যার জায়গা থেকে বন্যাদূর্গত মানুষদের...
19/05/2025

৮৮' র বাংলাদেশ ভেসেছিল ভয়াবহ মহাবন্যায় । বন্যা মোকাবেলায় সে সময়ে রাজনৈতিক দলগুলোও যে যার জায়গা থেকে বন্যাদূর্গত মানুষদের পাশে থেকেছেন । তৎকালিন সময়ে বেগম খালেদা জিয়াও একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে গিয়ে দল ও নিজের সাধ্যমত বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলেন ।

ছবি: ১৯৮৮ সালে ঢাকা শহরে বন্যাদূর্গত মানুষদের পাশে থাকতে দলের সহকর্মীদের নিয়ে বেগম খালেদা জিয়া ।

09/05/2025

"আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে দেশের জনগণ ও আদালত সিদ্ধান্ত নেবে, আমি কে যে সিদ্ধান্ত নেব।"
— মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

06/05/2025

রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।


দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরছেন আপন ঠিকানায়। কাতার সরকারের পাঠানো রাজকীয় বিমানে চিকিৎসা নিতে লন্ডন গিয়েছিলেন, ফিরবেন ৫...
03/05/2025

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরছেন আপন ঠিকানায়। কাতার সরকারের পাঠানো রাজকীয় বিমানে চিকিৎসা নিতে লন্ডন গিয়েছিলেন, ফিরবেন ৫ই মে ইনশাআল্লাহ। বেগম জিয়ার জন‍্য বর্তমান ইন্টেরিম সরকার স্পেশাল এয়ার অ‍্যাম্বুলেন্স এর ব‍্যবস্থা গ্রহন করেছিলেন, সরকারকে ধন‍্যবাদ।

হিথ্রোর মত ব‍্যয়বহুল এয়ারপোর্টে সরকারী টাকার মচ্ছব এড়ানোর জন‍্য তিনি বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকা আসে। ম‍্যাডামের জন‍্য বিমান কর্তৃপক্ষ চেয়েছিল ফ্লাইটটি যেন সরাসরি ঢাকা আসে, পরে সিলেট যাবে। তিনি বিমানের নিয়মিত রুটের নিয়ম ভাঙ্গতে চাননি, বাকী সাধারনের মত সিলেট হয়েই ফিরবেন আপন আলয়ে। বাংলাদেশ বিমানকেও ধন‍্যবাদ জানাই ম‍্যাডামকে যথাযথ সম্মান জানানোর জন‍্য।

তিনি বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের মূর্ত প্রতীক। সারাটা জীবন দেশটার জন‍্যই ভেবে গেলেন, কষ্ট করলেন, অত‍্যাচারিত হলেন। আমরা গর্বিত, আমাদের একজন বেগম খালেদা জিয়া আছেন, যিনি জাতীয় ঐক‍্যের প্রতীক। বাংলাদেশ আপনার অপেক্ষায়, আপনার সুস্থ‍্যতা আর দীর্ঘায়ু কামনা করি ম‍্যাডাম।

বিঃ দ্রঃ- ম‍্যাডামের আগমন উপলক্ষ‍্যে এয়ারপোর্টে গিয়ে হাঙ্গামা না করলেই ভাল, রাস্তা বন্ধ করে জনদূর্ভোগ সৃষ্টি না করার সিদ্ধান্ত হবে আরো মহত্তর।

ভালবাসা অবিরাম...

02/05/2025

পাখির চোখে নয়াপল্টনে “শ্রমিক জনতার সমাবেশ”।

#মে_দিবস #শ্রমিক_দিবস

01/05/2025

মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ বরিশাল জেলা শ্রমিক দল।

01/05/2025

Address

South Bizoypur, Barishal
Gournadi
1234

Telephone

8809883462

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Jatiotabadi Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share