GBCnews24

GBCnews24 GBC news24 →one of the trusted online news portal at gowainghat Sylhet Bangladesh,

JAFLONG VOICE বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা অনলাইন মিডিয়া চ্যানেল। নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি তার কার্যক্রম শুরু করেছে।


JAFLONG VOICE পোর্টালটি 2023 সাল থেকে প্রায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইম নিউজ আপডেট সরবরাহ করে।

আমরা সবসময় সত্য এবং 24 ঘন্টা সংবাদ আপডেট প্রকাশ করার চেষ্টা করি।
Natun Television নিউজ পোর্টাল থেকে খ

ুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ এবং সারা বিশ্বের সর্বশেষ খবর এবং শীর্ষ ব্রেকিং শিরোনামগুলি সহজেই খুঁজে পেতে পারেন।

বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল হিসেবে বিনোদন, জীবনধারা, আন্তর্জাতিক, বিশেষ প্রতিবেদন, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, খেলাধুলা, কলাম এবং বৈশিষ্ট্যের খবর নিয়ে 24/7 দিন আপডেট করা হচ্ছে। নিয়মিত আমাদের নিউজ আপডেট পেতে JAFLONG VOICE পেইজ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ।

JAFLONG VOICE #নতুনটিভি #নতুন_টিভি

02/10/2025

সাড়া বাংলাদেশে মরহুম দিলদার হোসেন সেলিম এর মত নেতার প্রয়োজন। মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় (বিএনপির) সহ-সাংগঠনিক সম্পাদক। GBCnews24

02/10/2025

গোয়াইনঘাটে দরিদ্র ও সুবিদাবঞ্চিত রোগীদের মাঝে যুক্তরাজ্য ভিত্তিক মানবিক সেবা প্রতিষ্ঠান তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। GBCnews24

01/10/2025

সিলেট-০৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন এর সহধর্মিণী এডভোকেট জেবুন নেহার সিলেট-০৪ এর সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশি। লিফলেট বিতরণ

01/10/2025

সিলেট-০৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন এর সহধর্মিণী এডভোকেট জেবুন নেহার সিলেট-০৪ এর জনগণের উদ্দেশ্যে যা বললেন।

29/09/2025

মাদক বেপারে কঠোর অবস্থানে থাকবে গোয়াইনঘাট থানা পুলিশ। GBCnews24

29/09/2025

জন্মদিনে ব্যতিক্রমী উদ্যোগ ছাত্রদল নেতার। GBCnews24

মা*রা গেলেন সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
28/09/2025

মা*রা গেলেন সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

গোয়াইনঘাটের ইউএনও যখন শিক্ষকের ভূমিকায়===================================ইমরান আহমদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি: প্রশাসনিক কাজ...
28/09/2025

গোয়াইনঘাটের ইউএনও যখন শিক্ষকের ভূমিকায়
===================================

ইমরান আহমদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি: প্রশাসনিক কাজ, দাপ্তরিক সভা কিংবা উন্নয়ন প্রকল্প এসবই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিদিনের চিত্র। কিন্তু এবার সেই পরিচিত দৃশ্য ভেঙে ভিন্ন রূপে হাজির হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। তিনি হঠাৎই শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের জন্য হয়ে গেলেন শিক্ষক।
গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গেলে ইউএনও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করেন। এ সময় তিনি অন্যান্য শ্রেণিকক্ষও ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আলোচনা করেন।

শিশুদের চোখে ছিলো এ যেন অন্যরকম ক্লাস:
শিক্ষার্থীরা জানায়, ইউএনও স্যার ক্লাসে এসে নানা প্রশ্ন করেছেন, মজার মজার গল্প বলেছেন এবং পড়া মনে রাখার সহজ কৌশল শিখিয়ে দিয়েছেন। শুধু পাঠদানই নয়-খাওয়া, ঘুম, পড়াশোনা, খেলাধুলা ও ইবাদতের বিষয়ে অভিভাবকের মতো পরামর্শ দিয়েছেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, “ইউএনও স্যার আমাদের বিদ্যালয়ে এসে দ্বিতীয় শ্রেণির শিশুদের পাঠদান করেছেন। শুধু শিক্ষার্থীরাই নয়, আমরা শিক্ষকরা তাঁর কাছ থেকে শিক্ষা বিষয়ে নতুন অনেক দিকনির্দেশনা পেয়েছি।” খুব ভালো লাগলো।

ইউএনওর অনুভূতি:
নিজ অভিজ্ঞতা জানাতে গিয়ে রতন কুমার অধিকারী বলেন, বাচ্চাদের পড়াতে আমার ভীষণ ভালো লাগে। শিক্ষাজ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ আর কিছুতেই নেই। এতে শিক্ষার্থীদের শেখানোও হয়, আবার সরেজমিনে বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করাও যায়।
তিনি আরও বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। সরকারি কর্মকর্তা ও দেশের একজন নাগরিক হিসেবে শিক্ষা খাতে অবদান রাখতে পারা আমার জন্য গর্বের বিষয়।
এ সময় সীমান্ত এলাকায় এমন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলায় স্থানীয় যুব সমাজের প্রশংসা করেন এবং বিদ্যালয়টি পরিচালনায় ও অবকাঠামো উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

ছবি ক্যাপশন: গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করছেন ইউএনও রতন কুমার অধিকারী।

ইমরান আহমদ (ভ্রাম্যমান প্রতিনিধি)২৭ সেপ্টেম্বর  বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে "টেকসই উন্নয়নে পর্যটক"এ প্রতিপাদ্যকে সামনে রে...
27/09/2025

ইমরান আহমদ (ভ্রাম্যমান প্রতিনিধি)
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে "টেকসই উন্নয়নে পর্যটক"এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটের জাফলংঙ্গে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালিটি প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএন) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন এর পরিচালনায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাফলং টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ তপন তালুকদার, গোয়াইনঘাট তানার এস আই মারুফ আল মুকিত।

27/09/2025

নাটোরের গুরুদাসপুর দস্তানানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বেহাল দশা, যেন দেখার কেও নেই। শিক্ষক-শিক্ষর্থীসহ এলাকাবাসী দাবি দ্রুত সংস্কারের। GBCnews24

26/09/2025

একজন সংবাদকর্মী সকল দলের সকল মতের ও শ্রেণী পেশার মানুষের সংবাদ প্রচার করা তার দ্বায়িত্ব, দেশের নাগরিক হিসাবে সে যেকোন মতের হতে পারে, এতে কোন সন্দেহের অবকাশ নেই ।

Address

Gowainghat

Alerts

Be the first to know and let us send you an email when GBCnews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GBCnews24:

Share