খেলাফত মজলিস ৬নং ফতেপুর ইউনিয়ন

খেলাফত মজলিস ৬নং ফতেপুর ইউনিয়ন খেলাফত প্রতিষ্ঠার লক্ষে গণ আন্দোলন গড়ে তুলুন

09/04/2024
শিক্ষক সাংবাদিক আনহার বিন সাইদ,দরদী জননেতা।ছোটদের শ্রদ্বেয়ভাজন।সমবয়সিদের আস্থাভাজন।বড়দের স্নেহভাজন একমনিষী,খুশি লাগছে। দ...
20/11/2023

শিক্ষক সাংবাদিক আনহার বিন সাইদ,দরদী জননেতা।ছোটদের শ্রদ্বেয়ভাজন।
সমবয়সিদের আস্থাভাজন।বড়দের স্নেহভাজন একমনিষী,খুশি লাগছে। দীর্ঘকয়েকদিন তাহার সাথে চলাফেরা করেছি।
আরো চলব বলে আশা করি।তাঁর স্বভাবচরিত্র আমাকে মুগ্ধ করেছে।
গাম্ভীর্যপুর্ণমনোভাব নিয়েই সর্বদা চলাফেরা।
গুরুত্বপূর্ণ উপদেশাবলি তাঁর মাঝে লুকায়িত।
যেই পাশে যায়, তাকে সেগুলোদিয়ে ধনি করেন।

পাশে ছিলাম বিদায়,তাঁর উপদেশ গ্রহণের পাত্রের সৌভাগ্য আমার হয়েছে।
খুবভালো উপদেশ দিতে পারেন তিনি।
যা আমার জীবনের সর্বক্ষেত্রে কাজে আসবে মনে হয়।কিন্তু তাঁরপাশে বেশি থাকতে পারব না।
তাঁকে ও তাঁর উপদেশগুলোকে খুবমিস করব।
তিনি কিন্তু আমার রাজনৈতিক শক্তিও বটে।রাজনৈতিকমাঠে তাঁর কোনো দাপট নেই সাংবাদিক হিসাবে সর্ব মহলে পরিচিত।
তবে তিনি নিজের জন্য কাজ করেন না।
সর্বদা সংগঠনকে নিয়ে ভাবেন।
কিভাবে সংগঠন এগায়।যেন সংগঠনই তাঁর সবকিছু।

তাছাড়া কয়েকটি সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।
আল-ফাতাহ সংগঠনের সভাপতি।
আল-ফোরকান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।
উলামা হেল্পিং ফাউন্ডেশনের সভাপতি।
কলম একাডেমি লন্ডন এর বিভাগীয় সাধারণ সম্পাদক।
দক্ষতার সহিত পরিচালনা করে আসছেন।

দুয়া করি আল্লাহ তাঁকে আরো বড় করুক।
তিনি ও তিনার দল আরো এগিয়েযাক।সমাজে তাঁর জুড় আরো শক্ত হোক।আল্লাহ তাঁর মনের বাসনা পূরন করুক।আমিন।

Address

Sylhet
Gowainghat

Alerts

Be the first to know and let us send you an email when খেলাফত মজলিস ৬নং ফতেপুর ইউনিয়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খেলাফত মজলিস ৬নং ফতেপুর ইউনিয়ন:

Share