
28/12/2024
খালিদকে সর্বোচ্চ নিউরোসার্জন দেখেছেন বিকেলে। ওর সর্বোচ্চ ট্রিটমেন্টও শুরু হয়েছে। ডাক্তার অনেক দুঃখবোধের মধ্যেও কিছুটা আশার বানী শুনিয়েছেন। তবে পরিস্থিতি খুব একটা সহজ হবে না এটা ডাক্তার বলেই দিয়েছেন। দোয়া এবং ট্রিটমেন্ট এখন ভরসা। ৭২ ঘন্টার আগে জ্ঞান ফেরা বা কোনো আপডেট পাওয়ার মত সিচুয়েশনও নেই।
মেজর ইনজুরির মধ্যে খালিদের ব্রেনে ব্লাড জমে আছে কিছুটা। সারা মুখে, মাথায়, থুতনিতে আঘাত তো আছেই। ব্রেইন রেসপন্স একদমই কম তবে হেড অপারেশনের মত পরিস্থিতি হয়নি এটুকুই আপাতত একটুখানি আশার সংবাদ। এবং একটু হলেও তার বডি রেসপন্স আছে এটাও আশার সংবাদ। অনেকবার ডাকলে চোখও খুলছে মাঝে মাঝে। এখন টানা ট্রিটমেন্ট এবং সম্পূর্ণ রেস্টে থাকবে সে। সকল ধরণ ভিজিট এবং সাক্ষাত অফ করে দিয়েছেন ডাক্তাররা। তাকে যে হাসপাতালে আনা হয়েছে এখান থেকে কোথাও নেওয়ার সিচুয়েশনও নেই এখন। লাইফ সাপোর্ট ছাড়া পাঁচ মিনিটও সে নিশ্চিত নয় এখন। তাই এখানে এখন টানা ট্রিটমেন্টে থাকবে আমাদের আদরের খালিদ।
এছাড়াও নিউরোসাইন্স এবং ঢাকা মেডিকেলের সর্বোচ্চ অথরিটিকেও বলা আছে। তাদের সাথেও আমরা নিবিড় যোগাযোগ রাখছি। এখন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত একমাত্র ভরসা।
আমরা এই আপডেট দিচ্ছি কেবল দোয়ার জন্য। আপনারা দোয়া করুন খুব।
অনেকেই বিভ্রান্তিকর পোষ্ট দিচ্ছে।
কেউ ভূল তথ্য দিয়ে পোষ্ট দিবেন না প্লিজ।