charniamat.Bd news

charniamat.Bd news সকল জেলার নিউজ পেতে আমাদের সাথে থাকুন official page 24/7 charniamot bd news
(1)

আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার' প্র''তিবাদ জানিয়েছে বুয়েট। আজ বুধবার বুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দ...
27/08/2025

আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার' প্র''তিবাদ জানিয়েছে বুয়েট। আজ বুধবার বুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) এন এম গোলাম জাকারিয়ার সই করা বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। সেটি পরে গণমাধ্যমকে জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।

বুয়েটের বিবৃতিতে বলা হয়, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) গ্র্যাজুয়েট প্রকৌশলীদের সহকারী প্রকৌশলী বা সমমানের পদে চাকরি পাওয়ার ক্ষেত্রে অধিকার সুরক্ষা, সুসংহত করাসহ সংশ্লিষ্ট গ্রেডে কোটা–সংক্রান্ত বৈষম্য দূর করার দাবিতে কয়েক দিন ধরে বুয়েটসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। তারই পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বুয়েটের উপাচার্য ও সহ–উপাচার্য সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে দ্রুত শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান। এরই ধারাবাহিকতায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ দেওয়ার জন্য আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে ক্ষমা চাইতে বললেন আন্দোলনকারী শিক্...
27/08/2025

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে ক্ষমা চাইতে বললেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি তাঁদের তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটিও প্রত্যাখ্যান করেছেন তাঁরা।

আজ বুধবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের প্রতিনিধি জুবায়ের আহমেদ এ কথা বলেন। এ সময় তিনি পাঁচটি দাবি ঘোষণা করেন।

এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ছাড়েন আন্দোলনকারীরা। তারপর তাঁরা আবারও শাহবাগ অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য ‘প্রতীকী জানাজা’ পড়েন।

আদালতের হাজতখানা থেকে এজলাসে আনার সময় সিঁড়িতে হাঁপাতে থাকেন তৌহিদ আফ্রিদি। ২৫ আগস্টছবি: আসাদুজ্জামানসকাল থেকেই খবর ছড়িয...
26/08/2025

আদালতের হাজতখানা থেকে এজলাসে আনার সময় সিঁড়িতে হাঁপাতে থাকেন তৌহিদ আফ্রিদি। ২৫ আগস্টছবি: আসাদুজ্জামান

সকাল থেকেই খবর ছড়িয়ে পড়েছিল আজ সোমবার দুপুরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হবে। এ জন্য সকাল আটটা থেকেই ইউটিউবার, টিকটকাররা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে ভিড় করতে থাকেন। দুপুর ১২টার পর মূল ধারার গণমাধ্যমকর্মীরাও আদালত চত্বরে আসতে থাকেন।

বেলা একটার দিকে একটি মাইক্রোবাসে করে তৌহিদ আফ্রিদিকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে আসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিকেল তিনটা ৫ মিনিটে তৌহিদ আফ্রিদিকে হাজতখানা থেকে বের করে আনে পুলিশ। তাঁর মাথায় ছিল পুলিশের হেলমেট, বুকে বু'লেটপ্রুফ জ্যাকেট। দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো। তৌহিদ আফ্রিদিকে একটি সরু গলি দিয়ে হাজতখানা থেকে বের করে আনে পুলিশ। এ সময় তাঁকে ঘিরে ধরেন অন্তত এক শ জন ইউটিউবার-টিকটকার।

25/08/2025

শেরপুরে গনিষ্ঠ বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হ/ত্যা

24/08/2025

পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হাতেনাতে কট দিলেন স্বামী ゚

ফেসবুক পেজ বা আইডিতে ফলোয়ার বাড়ানো এখন অনেকের লক্ষ্য। কিন্তু অনেকে নিয়মিত কন্টেন্ট পোস্ট করেও কাঙ্ক্ষিত ফলোয়ার পান না। ব...
24/08/2025

ফেসবুক পেজ বা আইডিতে ফলোয়ার বাড়ানো এখন অনেকের লক্ষ্য। কিন্তু অনেকে নিয়মিত কন্টেন্ট পোস্ট করেও কাঙ্ক্ষিত ফলোয়ার পান না। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন কিছু নির্দিষ্ট কাজ করলে ফলোয়ার বৃদ্ধির হার কয়েকগুণ বেড়ে যেতে পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞরা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য চারটি কার্যকরী ধাপ তুলে ধরেছেন—

১. টপ পারফর্মিং কন্টেন্ট পোস্ট করা
প্রথম ধাপে আপনার ফেসবুক পেজ থেকে ‘প্রফেশনাল ড্যাশবোর্ড’-এ গিয়ে ‘কন্টেন্ট লাইব্রেরি’ থেকে গত ২৮ বা ৯০ দিনের মধ্যে সর্বোচ্চ রিচ বা এঙ্গেজমেন্ট পাওয়া পোস্টগুলো শনাক্ত করতে হবে। এরপর সেই ধরণের পোস্ট নিয়মিত করতে হবে। এতে দর্শকের আগ্রহ বজায় থাকবে এবং নতুন ফলোয়ার বাড়বে।

২. রিএক্ট করা মানুষদের ইনভাইট করা
এঙ্গেজমেন্ট ট্যাবের ‘পিপল টু ইনভাইট’ অপশনে গিয়ে যেসব ব্যবহারকারী আপনার কন্টেন্টে লাইক, কমেন্ট বা শেয়ার করেছেন, তাদের ইনভাইট পাঠাতে হবে। মেটা বিজনেস সুইটের মাধ্যমে কম্পিউটার থেকে একসঙ্গে ১,০০০ জন পর্যন্ত ইনভাইট করা যায়। নিয়মিত ১০০-৫০০ জনকেও ইনভাইট করলে মাসে শতাধিক নতুন ফলোয়ার পাওয়া সম্ভব।

৩. উইকলি চ্যালেঞ্জ পূরণ করা
প্রফেশনাল ড্যাশবোর্ডের ‘প্রগ্রেস অ্যান্ড এচিভমেন্ট’ সেকশনে গিয়ে সাপ্তাহিক লক্ষ্যগুলো পূরণ করতে হবে—যেমন ১০টি পাবলিক পোস্ট বা ৮টি রিলস তৈরি করা। এসব লক্ষ্য পূরণ করলে পেজের কার্যক্রম ও দৃশ্যমানতা (ভিজিবিলিটি) বৃদ্ধি পায়।

৪. কমেন্ট রিপ্লাই দেওয়া
এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য নিয়মিত দর্শকদের কমেন্টে রিএক্ট ও রিপ্লাই দিতে হবে। এতে পোস্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে, ফলে রিচ, ভিউ ও ফলোয়ার—সবই বাড়বে।

বিশেষজ্ঞদের মতে, এই চারটি ধাপ প্রতিদিন অনুসরণ করলে পেজের ফলোয়ার সংখ্যা বর্তমানের তুলনায় প্রায় ১০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

ফি'লি'স্তি'নে'র গা'জা উপত্যকায় প্রায় ৩ লাখ ২০ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। অপুষ্টির শিকার এসব শিশুর চিকিৎসা করতে অন...
24/08/2025

ফি'লি'স্তি'নে'র গা'জা উপত্যকায় প্রায় ৩ লাখ ২০ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। অপুষ্টির শিকার এসব শিশুর চিকিৎসা করতে অন্তত ১০টি হাসপাতাল দরকার। গা'জা সিটির আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া ও নাসের মেডিকেল কমপ্লেক্সের শিশু হাসপাতালের পরিচালক আহমদ আল-ফারা এ কথাগুলো বলেছেন।

আবু সালমিয়া বলেন, শিশুদের পাশাপাশি গা'জা'র বিভিন্ন হাসপাতালে আ/হ/ত হয়ে আরও যাঁরা ভর্তি হয়েছেন, তাঁরাও বিভিন্ন মাত্রায় অপুষ্টিতে ভুগছেন। অপুষ্টি গা'জা'র অন্যতম প্রধান সমস্যায় পরিণত হয়েছে। এই সমস্যা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগতে পারে।

আল-ফারা বলেন, ‘আমাদের হাসপাতালে ভর্তি ১২০টি শিশু তীব্র অপুষ্টির শিকার। যেসব শিশু অপুষ্টিতে ভুগছে, সারা জীবন তাদের মাশুল গুনতে হবে।’

গা'জা'র স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গতকাল শনিবার বেলা তিনটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় গা'জা'য় অপুষ্টিতে আরও আট শিশু মা'রা গেছে। ই'স'রা'য়ে'ল হা'ম'লা শুরুর পর গত প্রায় দুই বছরে গাজায় এ নিয়ে অন্তত ২৮১ জন অপুষ্টিতে মা'রা গেছেন, যাঁদের মধ্যে শিশু ১১৪টি।

আদালতের দেওয়া সাজা এড়াতে চীনের একজন নারী চার বছরে তিনটি সন্তান জন্ম দিয়েছেন। শেষ পর্যন্ত তাঁর এ কৌশল কর্তৃপক্ষের কাছে ধর...
24/08/2025

আদালতের দেওয়া সাজা এড়াতে চীনের একজন নারী চার বছরে তিনটি সন্তান জন্ম দিয়েছেন। শেষ পর্যন্ত তাঁর এ কৌশল কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে যায়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনা চীনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সাজা এড়াতে এ কাজ করায় অনেকেই তাঁর সমালোচনা করেছেন।

ওই নারীর নাম চেন হং (ছদ্মনাম)। তাঁর বাড়ি চীনের শানঝি প্রদেশে। প্রতারণার অভিযোগে ২০২০ সালে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু সাজা এড়াতে তিনি একে একে তিনটি সন্তান জন্ম দেন। এভাবে চার বছর চলে যায়। কিন্তু পঞ্চম বছরে গিয়ে তাঁর কৌশল ধরা পড়ে।

জামালপুর শেরপুর ব্রিজের নিচে পূর্ব পাশে বৃদ্ধের অজ্ঞাত লা/'শ উদ্ধার।উক্ত ব্যক্তিকে কেউ চিনে থাকলে দ্রুত জামালপুর-শেরপুর ...
24/08/2025

জামালপুর শেরপুর ব্রিজের নিচে পূর্ব পাশে বৃদ্ধের অজ্ঞাত লা/'শ উদ্ধার।
উক্ত ব্যক্তিকে কেউ চিনে থাকলে দ্রুত জামালপুর-শেরপুর ব্রিজে চলে যান

নি'হ'তের পরিবারকে খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন।

রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সং'ঘ'র্ষ চলছে। আ...
21/08/2025

রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সং'ঘ'র্ষ চলছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আ'হ'ত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের সময় সিটি কলেজের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা পৌনে তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সিটি কলেজের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। সেখানে শিক্ষার্থীরাও অবস্থান করছেন। আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে রয়েছেন।

স্ত্রীকে রাগের মাথায় ‘তিন তালাক’ দিয়ে আবার বিয়ে করেন আবদুল জলিল প্রামাণিক। এরপর গ্রামের মাতব্বরেরা তাঁকে ‘সমাজচ্যুত’ করা...
21/08/2025

স্ত্রীকে রাগের মাথায় ‘তিন তালাক’ দিয়ে আবার বিয়ে করেন আবদুল জলিল প্রামাণিক। এরপর গ্রামের মাতব্বরেরা তাঁকে ‘সমাজচ্যুত’ করার সিদ্ধান্ত নেন। প্রায় দেড় বছর ধরে তাঁকে সামাজিক কোনো কাজে অংশ নিতে দেওয়া হয়নি। তিনি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিচার দেন। ইউএনও মীমাংসার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে দায়িত্ব দেন। সেই ঘটনার জেরে সম্প্রতি তাঁকে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়।

সম্প্রতি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জলিল প্রামাণিক ওই গ্রামের দিনমজুর। মারধরের ঘটনায় তিনি থানায় একটি অভিযোগ করেন। পরে গত মঙ্গলবার অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়। তবে এজাহারে ‘সমাজচ্যুত’ করে রাখার বিষয়টি উল্লেখ করা হয়নি।

Address

Guadanga

Alerts

Be the first to know and let us send you an email when charniamat.Bd news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share