charniamat.Bd news

charniamat.Bd news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from charniamat.Bd news, Media/News Company, Guadanga.

বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পেতে ভিজিট করুন। official page charniamot bd news

এই মাত্র ভূমিকম্পে কাঁপল রাঙ্গামাটি...
31/07/2025

এই মাত্র ভূমিকম্পে কাঁপল রাঙ্গামাটি...

ভাই হারানোর শোকে বিলাপ করছেন জাহাঙ্গীর হোসেনের ছোট বোন রেহানা বেগম। বৃহস্পতিবার সকালে আড়াইহাজারের সালমদী এলাকায়স্ত্রী, দ...
31/07/2025

ভাই হারানোর শোকে বিলাপ করছেন জাহাঙ্গীর হোসেনের ছোট বোন রেহানা বেগম। বৃহস্পতিবার সকালে আড়াইহাজারের সালমদী এলাকায়

স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েকে নিয়ে জাহাঙ্গীর হোসেনের (৫৭) সংসার। অভাবের সংসারে পড়াশোনা হয়নি তাঁর। সম্পদ বলতে বাবার কাছ থেকে পাওয়া ভিটেমাটি ও বাড়ির পাশের বাজারে ছোট্ট একটি দোকানঘর। সেই দোকানঘরও বন্ধক দেওয়া। গতকাল বুধবার নিজের সেই বন্ধকি দোকানের ভাড়া তুলতে গিয়ে খু/ন হন জাহাঙ্গীর হোসেন।

জাহাঙ্গীরের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সালমদী নয়াপাড়া গ্রামে। তিনি মাহমুদপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সহসাধারণ সম্পাদক ছিলেন। জাহাঙ্গীরের স্বজনেরা বলেন, গত বছরের আগস্টে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মিয়া প্রধান জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে বার্ষিক ১০ হাজার টাকায় দোকানঘরটি ভাড়া নিয়ে মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় গড়ে তোলেন। ভাড়া নিয়ে দ্বন্দ্বে গতকাল সেই কার্যালয়ের ভেতরে মা/র/ধর করে জাহাঙ্গীরকে খু/ন করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরের বাড়িতে গেলে প্রতিবেশী ও স্বজনদের ভিড় দেখা যায়। জাহাঙ্গীরের বৃদ্ধ মা আয়শা বেগম পা/গ/লপ্রায় হয়ে বিড়বিড় করছিলেন। মৃ/ত্যু/র খবর শুনে বাড়িতে আসা জাহাঙ্গীরের ছোট বোন রেহানা ভাইয়ের শোকে বিলাপ করছেন।

বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পি/টি/য়ে হ/ত্যা    #বিএনপি
30/07/2025

বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পি/টি/য়ে হ/ত্যা #বিএনপি

30/07/2025

কুমিল্লার মুরাদনগরে বিএনপি এনসিপি সং/ঘ/র্ষ আ/হ/ত অন্তত ১৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন শুধু যোগাযোগ ও বিনোদনের প্ল্যাটফর্ম নয়—অনেকের জন্য এটি একটি আয়-উৎসে পরিণত হয়েছে। অনেকেই...
30/07/2025

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন শুধু যোগাযোগ ও বিনোদনের প্ল্যাটফর্ম নয়—অনেকের জন্য এটি একটি আয়-উৎসে পরিণত হয়েছে। অনেকেই জানতে চান, “ফেসবুকে ১০০০ ফলোয়ার হলে কি টাকা আয় করা যায়?”

উত্তরটা হলো—না, কেবলমাত্র ১০০০ ফলোয়ার থাকলেই ফেসবুক আপনাকে কোনো টাকা দেবে না। ফেসবুক থেকে অর্থ উপার্জনের জন্য অবশ্যই আপনার প্রোফাইল বা পেজকে “মনিটাইজড” বা আয়যোগ্য করতে হবে। এটি মেটার ‘Creators Program’-এর মাধ্যমে পরিচালিত হয়।

কীভাবে ফেসবুক থেকে আয় করা যায়?

ফেসবুক বিভিন্ন মনিটাইজেশন টুল অফার করে যেমন:

ইন-স্ট্রিম অ্যাড (ভিডিওর মধ্যে বিজ্ঞাপন)

ফ্যান সাবস্ক্রিপশন

ব্র্যান্ডেড কনটেন্ট

রিলস বোনাস প্রোগ্রাম

ফেসবুক থেকে টাকা পেতে হলে যা লাগবে:

পেজে কমপক্ষে ১০,০০০ ফলোয়ার

বিগত ৬০ দিনে অন্তত ৬০,০০০ মিনিট ভিডিও ওয়াচ টাইম

ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ও মনিটাইজেশন নীতি অনুসরণ

তবে আপনার যদি ১০০০ ফলোয়ার থাকে এবং ভিডিওর রিচ ভালো হয়, ভিউ বেশি হয় এবং কোনো ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেন, তাহলে স্পনসরশিপ বা ব্র্যান্ড কোলাবরেশনের মাধ্যমে আপনি আয় করতে পারেন।

সরাসরি ফেসবুক থেকে অর্থ পেতে হলে নির্ধারিত নিয়ম পূরণ করতেই হবে। সুতরাং, কেবলমাত্র ফলোয়ারের সংখ্যার ওপর আয়ের হিসাব নির্ভর করে না।

মোবাইল সিম ব্যবহারের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।সম্প্রতি অনুষ্ঠিত বিটি...
30/07/2025

মোবাইল সিম ব্যবহারের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সম্প্রতি অনুষ্ঠিত বিটিআরসির নিয়মিত কমিশন বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহারের সীমা নির্ধারণ করা হয়েছে। যাদের নামে অতিরিক্ত সিম রয়েছে সেগুলো ধাপে ধাপে নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

নতুন এই সিদ্ধান্ত আগামী ১৫ আগস্ট থেকে কার্যকর হবে। ফলে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে থাকা ৬৭ লাখ অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাবে।

সম্প্রতি সিম জালিয়াতি, অপরাধমূলক কর্মকাণ্ড ও ভুয়া নিবন্ধনের মাধ্যমে প্রতারণা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ এনসিপির সমাবেশে ড্রোন ক্যামেরা দেখে ‘মিসাইল’ মনে করে দিগ্বিদিক দৌড়
জানা গেছে, যাদের নামে ১০টির বেশি সিম রয়েছে, তাদের একটি তালিকা তৈরি করে মোবাইল অপারেটরদের কাছে পাঠানো হবে। অপারেটররা ওই গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইবে, কোন ১০টি সিম তারা রাখতে চান।

এ ছাড়া সিম বাছাইয়ের ক্ষেত্রে যেসব নম্বর থেকে বেশি কল বা ডেটা ব্যবহৃত হয় এবং যেগুলো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (যেমন বিকাশ, নগদ, রকেট) সঙ্গে যুক্ত সেগুলো অগ্রাধিকার পাবে।

আগামী ১৫ জুলাই অপারেটরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে নির্দেশনা দেবে বিটিআরসি।

আরও পড়ুনঃ ১১ কোটি নাগরিকের তথ্য বিক্রি, সেই সিনিয়র সচিব গ্রেপ্তার
উল্লেখ্য, বর্তমানে দেশে নিবন্ধিত প্রকৃত মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে পাঁচটি বা তার কম সিম রয়েছে। ৬ থেকে ১০টি সিম রয়েছে ১৬ দশমিক ২৩ শতাংশ গ্রাহকের নামে, আর ১১ থেকে ১৫টি সিম ব্যবহার করছেন মাত্র ৩ দশমিক ৪৫ শতাংশ গ্রাহক।

#সিম

বাংলাদেশে একটি সাধারণ পারিবারিক ও সম্পত্তিগত জটিলতা হচ্ছে—পিতা জীবদ্দশায় সব সম্পত্তি একজন সন্তানকে লিখে দিয়ে অন্য সন্ত...
30/07/2025

বাংলাদেশে একটি সাধারণ পারিবারিক ও সম্পত্তিগত জটিলতা হচ্ছে—পিতা জীবদ্দশায় সব সম্পত্তি একজন সন্তানকে লিখে দিয়ে অন্য সন্তানদের বঞ্চিত করা। অনেকেই জানেন না, এই অবস্থায় বঞ্চিত সন্তানেরা আইনগতভাবে কী করতে পারেন। এই বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট শর্তে তারা আদালতের দ্বারস্থ হয়ে নিজেদের প্রাপ্য অংশ ফিরিয়ে পেতে পারেন।

যদি পিতা ওসিয়তনামা করেন:
মুসলিম উত্তরাধিকার আইনে একজন ব্যক্তি মৃত্যুর আগে তার সম্পদের সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ (১/৩) ওসিয়ত করতে পারেন, সেটিও অন্য ওয়ারিশদের সম্মতিতে। যদি পিতা মৃত্যুর আগে পুরো সম্পত্তি একজন সন্তানকে ওসিয়ত করে থাকেন, তাহলে তা অবৈধ। বাকি সন্তানরা আদালতের মাধ্যমে ওসিয়তের বৈধতা চ্যালেঞ্জ করে নিজেদের প্রাপ্য অংশ আদায় করতে পারবেন।

যদি সম্পত্তি সাদা কাগজে বা নন-রেজিস্টার্ড দলিলে লিখে দেন:

সাদা কাগজ, স্ট্যাম্প, কার্টিজ পেপার বা শুধু নোটারি পাবলিক থেকে সত্যায়িত দলিল দিয়ে সম্পত্তি হস্তান্তর করলে, তা আইনগতভাবে বৈধ নয়। এ ধরনের দলিলের ভিত্তিতে কেউ জমির মালিকানা দাবি করতে পারে না। বঞ্চিত ওয়ারিশরা সহজেই এই ধরনের হস্তান্তর বাতিল করতে পারেন।

যদি জরিপে (খতিয়ানে) এক সন্তানের নামে নাম তোলা হয়:
অনেক সময় দেখা যায়, পিতা জীবদ্দশায় জরিপ চলাকালে একমাত্র পছন্দের সন্তানের নামে রেকর্ড বা খতিয়ানে নাম তুলিয়ে দেন। এতে তিনি মালিক হয়ে যান না। এটি একটি অবৈধ কৌশল, এবং অন্য ওয়ারিশরা চাইলে আদালতের মাধ্যমে ‘বাটোয়ারা মামলা’ করে তাদের অংশ ফিরিয়ে পেতে পারেন।

করণীয় কী?
১. ওয়ারিশ সনদ সংগ্রহ করুন – সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে।
২. সকল ওয়ারিশের নাম থাকতে হবে, কাউকে বাদ দিলে তা জাল হিসেবে গণ্য হবে।
৩. একজন দক্ষ সিভিল লইয়ারের মাধ্যমে বাটোয়ারা মামলা করুন।
৪. কোর্ট থেকে রায় পাওয়ার পর রেকর্ড সংশোধন ও নামজারি করে মালিকানা অর্জন করুন।

তবে ব্যতিক্রম:
যদি পিতা রেজিস্ট্রি দলিলের মাধ্যমে জীবদ্দশায় সম্পত্তি কাউকে হেবা (দান), সাবকবলা (বিক্রয়) বা দান দলিল করে দিয়ে যান—তাহলে তিনি মালিক হিসেবে বৈধভাবে তা করতে পারেন, এবং তখন অন্য ওয়ারিশদের কিছু করার থাকে না।

পিতা তার জীবদ্দশায় যাকে খুশি তাকে সম্পত্তি দিতে পারেন, তবে সেটা আইনসঙ্গত উপায়ে হতে হবে। যদি কোনো ভুল বা বেআইনি পন্থায় অন্য সন্তানদের বঞ্চিত করা হয়, তাহলে তারা অবশ্যই আইনের সহায়তা নিয়ে নিজেদের প্রাপ্য ফিরে পেতে পারেন।

আজ বির্শ্ব বন্দু দিবস    #বন্ধু  #দিবস
30/07/2025

আজ বির্শ্ব বন্দু দিবস #বন্ধু #দিবস

উপজেলা প্রশাসন ফুলপুর ময়মনসিংহ এবং ফুলপুর পৌরসভার আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর অংশ হিসেবে পরিষ্কার পরিচ্...
29/07/2025

উপজেলা প্রশাসন ফুলপুর ময়মনসিংহ এবং ফুলপুর পৌরসভার আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর অংশ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ অভিযান পরিচালিত হয়। #ফুলপুর #ময়মনসিংহ

২ হাজার শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেবে ডিএনসিসি...
29/07/2025

২ হাজার শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেবে ডিএনসিসি...

29/07/2025

রাউজানে বিএনপির ২ গ্রুপের ভ/য়া/ব/হ সং/ঘ/র্ষ গাড়ি ভা/ঙ/চু/র আ/গু/ন

তারাকান্দার বাট্টাভাটপাড়া গ্রামে এলিজা নুরিন ইয়াসমিন (৫) নামের মেয়েকে একই গ্রামের ইমন(১৯) জোড়পূবর্ক  ধ/র্ষ/ণে/র চেষ্টা ক...
29/07/2025

তারাকান্দার বাট্টাভাটপাড়া গ্রামে এলিজা নুরিন ইয়াসমিন (৫) নামের মেয়েকে একই গ্রামের ইমন(১৯) জোড়পূবর্ক ধ/র্ষ/ণে/র চেষ্টা করেছে বলে অভিযোগ জানিয়েছেন ভি/ক্টি/মে/র বাবা এমদাদুল হক আরো কিছু মেয়েদেরকে ডি/স্টা/র্ব করত জানা যায় এলাকাবাসীর মুখে

Address

Guadanga

Alerts

Be the first to know and let us send you an email when charniamat.Bd news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share