ফিরে দেখাLook Back

ফিরে দেখাLook Back আপনার মূল্য আপনার মাধ্যমেই নির্ধারিত হতে হবে। আপনি কে তা জানতে অন্যের ওপর নির্ভর করতে হবে না-❤️
Your value should be determined by you.

You don't have to rely on others to know who you are.❤️

02/08/2025

কি আজব দুনিয়ায়,
চোখ পুকুর নয় তবুও জ্বলে ভরে যায়,,
মন কাঁছ নয় তবুও ভেঙ্গে যায়,
মন হাওয়া নয় তবুও বদলে যায়।।

পুরুষ মানুষ অনেকটা খেজুরগাছের মতো - আদর পায় না, যত্ন পায় না কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় কেউ মাটি দেয় না। নিজের পায়ে...
02/08/2025

পুরুষ মানুষ অনেকটা খেজুরগাছের মতো - আদর পায় না, যত্ন পায় না কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় কেউ মাটি দেয় না। নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে অযত্নে অব'হেলায় বেড়ে ওঠে।

বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক। তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার। তার রসের গুড় চিনির কয়েক গুণ বেশী উপকারী। রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয়। যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক-ফোঁটা এক-ফোঁটা করে নিঙড়ে নেওয়া হয়। রস নেওয়া শেষ হলে তার আর কোনো কদর থাকে না একাকী অযত্নে পড়ে থাকে।

জীবন শেষ করার পর জ্বালানী-কাঠ হিসাবে তাকে কাজে লাগানো হয়, মাছ ধরার ফাঁদ হিসাবেও সে অনবদ্য।

কিন্তু খেজুর গাছ কোনো অ'ভিযোগ করে না প্র'তিবাদ করে না কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না -শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে পরিবারের পুরুষ মানুষটির মতো।

খেজুর গাছসম পুরুষদের জানাই শুভেচ্ছা। সবাই ভালো সুস্থ ও সুন্দর থাকুক

*তিনটা জিনিস সর্বদা মনে রেখো!(১) উপদেশ।(২) উপকার।(৩) মৃত্যু।*তিনটা জিনিস পেরেশানিতে রাখে!(১) হিংসা।(২) অভাব।(৩) সন্দেহ।*...
02/08/2025

*তিনটা জিনিস সর্বদা মনে রেখো!
(১) উপদেশ।
(২) উপকার।
(৩) মৃত্যু।

*তিনটা জিনিস পেরেশানিতে রাখে!
(১) হিংসা।
(২) অভাব।
(৩) সন্দেহ।

*তিনটা জিনিসকে কন্ট্রোলে রেখো!
(১) রাগ।
(২) জিহবা।
(৩) অন্তর।

*তিনটা জিনিস সম্মান নষ্ট করে!
(১) চুরি।
(২) চগোলখোরি।
(৩) মিথ্যা।

*তিনটা জিনিস মৃত্যুর পরেও উপকারে আসে
(১)নেক্কার সন্তান
(২)সাদকা
(৩) ইলম

জীবনের শেষ বেলায় এসে মনে হবে।এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল। দল গোষ্ঠীর নামে গ্রামের মানুষকে নিহত আহত কর...
02/08/2025

জীবনের শেষ বেলায় এসে মনে হবে।

এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল। দল গোষ্ঠীর নামে গ্রামের মানুষকে নিহত আহত করাটা ছিল ভুল।
দল গোষ্ঠীর নামে প্রতিবেশীর বাড়িঘর ভাংচুর ও উচ্ছেদ করাটা ছিল ভুল।
দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোটাও ছিল ভুল।
মিথ্যা মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে ফাঁসানোটা ছিল ভুল।

শেষ বেলায় মনে হবে।
ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি।
অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি।
মানুষের মনে কষ্ট না দিয়ে মানুষ থেকে দোয়া নেওয়াটাই উচিত ছিল।
অথচ সেটা কোনোদিন হয়ে উঠেনি।
শেষ বেলায় এসে এমন হাজারো কথা মনে হবে..... যেগুলো যৌবনকালে করা উচিত ছিল.....

31/07/2025

Wife

W- Without

I- Information

F- Fight

E- Everytime

30/07/2025

_মা শিখিয়েছে_ শাশুড়ির যত্ন নিলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়❤️🥀

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দ'গ্ধ হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম...
27/07/2025

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দ'গ্ধ হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামের যমজ দুই বোন সারিনা জাহান ও সাইবা জাহান। বর্তমানে তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের...

Address

Gunabati

Alerts

Be the first to know and let us send you an email when ফিরে দেখাLook Back posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share