Gazi It Academy

Gazi It Academy ’’গাজি আইটি একাডেমি ’’
বিনামূল্যে আইটি সেক্টরে দক্ষ হওয়ার প্লাটফর্ম।
Welcome to My page.

I work for Microsoft Word Tutorial in Bangla, web design, web development, and graphics design as well as freelancing tutorials for beginners to advance in Bangla.

6 মাস মেয়াধী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের পরিক্ষার্থী-2025ব্যাচ নাম্বার-27তারিখ: 21/03/2025,
24/03/2025

6 মাস মেয়াধী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের পরিক্ষার্থী-2025
ব্যাচ নাম্বার-27
তারিখ: 21/03/2025,

17/02/2025

✅আপনার জীবন, আপনার সিদ্ধান্ত ‼️

আপনি কি এমন একজন, যিনি ভাবেন, “একদিন আমি সব ঠিকঠাক করে নেব”?
• “আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াবো।”
• “পরের মাস থেকে নতুন কিছু শিখব।”
• “একটা ভালো কাজ শুরু করবো।”
• “পরের বার নিশ্চিতভাবে পরীক্ষা ভালো দেব।”

কিন্তু ‘একদিন’ কখনো আসে না। আর এই অপেক্ষা, এই ‘আগামীকাল’ আপনার জীবনের সবচেয়ে বড় প্রতারক।

আপনার সমস্যার আসল কারণ কী?

১. পরিকল্পনা নয়, কাজ শুরু করুন:
পরিকল্পনা করা সহজ, কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা কঠিন। আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায় এবং মনে করে কাজ শেষ। কিন্তু বাস্তবিক কাজ শুরু না করলে সেটি শুধু একটা কল্পনা।

২. সঠিক মুহূর্তের অপেক্ষা:
“সবকিছু ঠিকঠাক হলে শুরু করবো”—এই ধারণা ভয়ানক। কারণ জীবন কখনোই নিখুঁত হবে না। এই অপেক্ষার মানে হলো, আপনি ভয় পাচ্ছেন।

৩. ছোট পদক্ষেপে অগ্রগতি:
বড় কিছু করার জন্য ছোট শুরু করাটা জরুরি। আপনি যদি দিনে মাত্র ১০ মিনিটও কিছু করেন, তাও অগ্রগতির প্রথম ধাপ।

৪. ব্যর্থতার ভয়:
ব্যর্থতা জীবনের অংশ। আপনার ভুল থেকেই শিখতে হবে। ব্যর্থ না হলে সফলতাও আসবে না।

আপনার জন্য আজকের বার্তা:

জীবন আপনাকে কখনোই ‘পরে’ বা ‘কাল’ বলে অপেক্ষা করবে না। সময় তার মতো এগিয়ে যাবে। আপনি হয় আজ শুরু করবেন, নয়তো পিছিয়ে পড়বেন।

আজ থেকেই ছোট কিছু করুন।
• যদি পড়াশোনা হয়, একটা পৃষ্ঠা পড়ুন।
• যদি ফিটনেস হয়, ৫ মিনিট ব্যায়াম করুন।
• যদি নতুন দক্ষতা শিখতে চান, ইউটিউবে একটা ভিডিও দেখুন।

যতদিন না আপনি শুরু করছেন, ততদিন সবকিছুই অসম্ভব। আর একবার শুরু করলে সবকিছুই সম্ভব।

আজকের ছোট পদক্ষেপটাই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি।

তাই, “আগামীকাল” নয়, “আজ” শুরু করুন। কারণ, জীবন অপেক্ষা করবে না।
Collected.

15/02/2025

ধন্যবাদ জান্নাচ্চি আপন বাজারের স্বতাধীকারী আলম উল্লাহ ভাইকে, ব্যবসায়িক সামাজিক দায়িত্ব থেকে “আশার আলো মেধা বৃত্তি প্রতিযোগীতা -2024” আওতায় 10 জন মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য কম্পিউটার শেখার সুযোগ করে দেওয়ার জন্য।

ধন্যবাদ জান্নাচ্চি আপন বাজারের স্বতাধীকারী আলম উল্লাহ ভাইকে, ব্যবসায়িক সামাজিক দায়িত্ব থেকে “আশার আলো মেধা বৃত্তি প্রতিয...
15/02/2025

ধন্যবাদ জান্নাচ্চি আপন বাজারের স্বতাধীকারী আলম উল্লাহ ভাইকে, ব্যবসায়িক সামাজিক দায়িত্ব থেকে “আশার আলো মেধা বৃত্তি প্রতিযোগীতা -2024” আওতায় 10 জন মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য কম্পিউটার শেখার সুযোগ করে দেওয়ার জন্য।

Address

Dholo
Habiganj Sadar
3300

Telephone

+8801917320122

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazi It Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gazi It Academy:

Share