03/11/2025
দুপুরের দাওয়াতে আজ ছিল একেবারে স্বর্গীয় আয়োজন 😍
টেবিলজুড়ে সাজানো হরেক রকম তরকারি, ভাজি আর নানা রকম ভর্তা —
ঝাল মরিচের ঘ্রাণে মুখে পানি, আর গরম ভাতের ভাপে মনটাই উড়ে গেল! 🍛🔥
এক চামচ ভর্তা, একটু ডাল, সাথে এক টুকরো মাছ ভাজা — আহা!
মনে হচ্ছিল, এ যেন স্বাদের এক উৎসব চলছে। 😋
বন্ধু-বান্ধব আর আপন মানুষদের সাথে এমন দাওয়াতের মুহূর্তগুলো
মনকে ভরে দেয় আনন্দে আর হাসিতে ❤️
এমন দুপুর যেন বারবার ফিরে আসে! 🌼
#দুপুরেরদাওয়াত #ফাটাফাটিখাবার #খাবারপ্রেমী #আনন্দেরদুপুর #দাওয়াতেরস্বাদ