Umme Afnaan

Umme Afnaan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Umme Afnaan, Digital creator, Habiganj Sadar.
(208)

রান্নার ঘ্রাণ, ফলের রঙ, মাছে ঝলক আর খাওয়ার আনন্দ — সব একসাথে।
রিল ও ছবিতে ধরা পড়ে প্রতিটা স্বাদের গল্প।
যারা ফুড কনটেন্ট ভালোবাসেন, তাদের জন্যই আমাদের আয়োজন।

আর যাদের ফুল লাগবে চ্যালেন্জ পুরনের জন্য ফলো দিয়ে কমেন্ট করবেন ইনশাআল্লাহ পাবেন

দুপুরের দাওয়াতে আজ ছিল একেবারে স্বর্গীয় আয়োজন 😍টেবিলজুড়ে সাজানো হরেক রকম তরকারি, ভাজি আর নানা রকম ভর্তা —ঝাল মরিচের ঘ্রা...
03/11/2025

দুপুরের দাওয়াতে আজ ছিল একেবারে স্বর্গীয় আয়োজন 😍
টেবিলজুড়ে সাজানো হরেক রকম তরকারি, ভাজি আর নানা রকম ভর্তা —
ঝাল মরিচের ঘ্রাণে মুখে পানি, আর গরম ভাতের ভাপে মনটাই উড়ে গেল! 🍛🔥
এক চামচ ভর্তা, একটু ডাল, সাথে এক টুকরো মাছ ভাজা — আহা!
মনে হচ্ছিল, এ যেন স্বাদের এক উৎসব চলছে। 😋
বন্ধু-বান্ধব আর আপন মানুষদের সাথে এমন দাওয়াতের মুহূর্তগুলো
মনকে ভরে দেয় আনন্দে আর হাসিতে ❤️
এমন দুপুর যেন বারবার ফিরে আসে! 🌼
#দুপুরেরদাওয়াত #ফাটাফাটিখাবার #খাবারপ্রেমী #আনন্দেরদুপুর #দাওয়াতেরস্বাদ

সেদিনের সেই সন্ধ্যাটা আজও মনে পড়ে যায়… 🌸প্রতিদিনই তো নাস্তা হয়, চা খাওয়া হয়, গল্পও হয়—কিন্তু সেদিনের মতো সুন্দর একটা আয়ো...
02/11/2025

সেদিনের সেই সন্ধ্যাটা আজও মনে পড়ে যায়… 🌸
প্রতিদিনই তো নাস্তা হয়, চা খাওয়া হয়, গল্পও হয়—
কিন্তু সেদিনের মতো সুন্দর একটা আয়োজন আর হয় না ☕🍪
চায়ের কাপ, চিনাবাদাম, ভাজা ছোলা, গুড়ের পাটালি আর মিষ্টি আড্ডায় মিশে গিয়েছিল এক অন্যরকম ভালো লাগা 💫
বন্ধুদের হাসির শব্দ, হালকা ঠান্ডা বাতাস আর রঙিন ফুলে সাজানো সেই টেবিলটা—
সবকিছু মিলিয়ে সন্ধ্যাটা যেন এক ছোট্ট উৎসব ছিল 🌼
সত্যি বলতে কি, কিছু মুহূর্ত থাকে যেগুলো বারবার মনে পড়ে,
কারণ সেগুলো শুধু সময় নয়, হৃদয়ে জমে থাকা এক টুকরো সুখের স্মৃতি ❤️✨
#স্মৃতিময়_সন্ধ্যা #চায়ের_আড্ডা #বন্ধুত্ব #নস্টালজিয়া #শীতের_চা #সুখের_মুহূর্ত #গ্রামীণ_আবেশ #চায়ের_সময়ে

দুপুরের লাঞ্চ মানেই এক আলাদা শান্তি আর তৃপ্তি 🍛বাইরে রোদের উত্তাপ, আর ঘরে গরম গরম ভাতের ধোঁয়া — যেন এক অন্যরকম আমেজ!পাশে...
02/11/2025

দুপুরের লাঞ্চ মানেই এক আলাদা শান্তি আর তৃপ্তি 🍛
বাইরে রোদের উত্তাপ, আর ঘরে গরম গরম ভাতের ধোঁয়া — যেন এক অন্যরকম আমেজ!
পাশে হরেক রকম ঝাল ঝাল ভর্তা — শুটকি, বেগুন, টমেটো, মরিচ, ডাল আর শুকনো মাছের ঘ্রাণে ভরে যায় মন।
প্রতিটা চামচে যেন মায়ের হাতের আদর, গ্রামের সেই ঘরোয়া স্বাদ ফিরে আসে মনে।
এমন লাঞ্চে মন ভরে না, বারবার খেতে ইচ্ছে করে ❤️
#দুপুরের_লাঞ্চ াত #ভর্তার_ঘ্রাণ #দেশি_খাবার #স্বাদে_গ্রামের_ছোঁয়া

শীতের সকাল মানেই এক অন্যরকম ভালো লাগা ❄️হালকা কুয়াশায় মোড়া চারপাশ, ঠান্ডা হাওয়া গায়ে লাগে ঠিক মিষ্টি ছোঁয়ার মতো ☁️এমন সম...
02/11/2025

শীতের সকাল মানেই এক অন্যরকম ভালো লাগা ❄️
হালকা কুয়াশায় মোড়া চারপাশ, ঠান্ডা হাওয়া গায়ে লাগে ঠিক মিষ্টি ছোঁয়ার মতো ☁️
এমন সময় এক কাপ গরম দুধ চা হাতে নিয়ে বসে থাকা—আহ, কী যে শান্তি! ☕
তার সাথে ভাপা পিঠার ধোঁয়া উঠা গন্ধ, আর ক্ষিরে ভেজানো পাটিসাপটার মিষ্টি স্বাদ—
পুরো সকালটাই যেন হয়ে ওঠে স্বপ্নের মতো মিষ্টি ও আরামদায়ক 🍶🥰
শীত মানেই শুধু ঠান্ডা না,
শীত মানেই স্মৃতি, স্বাদ আর একটু নিজের মতো সময় ❤️
#শীতের_সকাল #ভাপা_পিঠা #দুধ_চা #পাটিসাপটা #বাংলার_স্বাদ

আজকের ডিনারটা একেবারে স্বপ্নের মতো 😍বাইরে হালকা কুয়াশা, তার সঙ্গে টুপটাপ বৃষ্টি ☔আর ঘরের ভেতর গরম গরম খিচুড়ি, নরম গরুর গ...
01/11/2025

আজকের ডিনারটা একেবারে স্বপ্নের মতো 😍
বাইরে হালকা কুয়াশা, তার সঙ্গে টুপটাপ বৃষ্টি ☔
আর ঘরের ভেতর গরম গরম খিচুড়ি, নরম গরুর গোশত, জ্বাল মরিচের ভর্তা আর বেগুন ভাজি — আহ্, কী অসাধারণ কম্বিনেশন! 🍲🔥
এই আবহাওয়ায় এমন খাবার মানেই মনের তৃপ্তি আর পেটের শান্তি দুটোই একসাথে ❤️
#খিচুড়িপ্রেম

অনেকের পোস্টে হাজার হাজার ভিউ আসে — 2k, 4k, এমনকি 10k পর্যন্ত 🚀তবুও আর্নিং শূন্য দেখে অনেকেই হতাশ হয়ে পড়েন।আসলে এটি একদম...
01/11/2025

অনেকের পোস্টে হাজার হাজার ভিউ আসে — 2k, 4k, এমনকি 10k পর্যন্ত 🚀
তবুও আর্নিং শূন্য দেখে অনেকেই হতাশ হয়ে পড়েন।
আসলে এটি একদমই স্বাভাবিক ধাপ! 💼
মন খারাপ নয়, মনোযোগ ধরো! 🎯
ফেসবুক মনিটাইজেশনে সফল হতে হলে দরকার নিয়মিত পোস্ট, সঠিক কনটেন্ট আর ধৈর্য।
আজকের ভিউ একদিন তোমার ইনকামের ভিত্তি হবে — শুধু লেগে থাকো 🔥

💪 আরও উপার্জনের পথে এক ধাপ এগিয়ে চলুন! 💰কখনো হাল ছাড়বেন না — ছোট ছোট আয় একদিন মিলেই বড় কিছু হয়ে যায়।Gamer Tipping App বা...
30/10/2025

💪 আরও উপার্জনের পথে এক ধাপ এগিয়ে চলুন! 💰
কখনো হাল ছাড়বেন না — ছোট ছোট আয় একদিন মিলেই বড় কিছু হয়ে যায়।
Gamer Tipping App বা Web যেখানেই হোক, প্রতিটি পরিশ্রমের ফল একসময় নিশ্চিত পুরস্কারে রূপ নেয়।
আজ একটু চেষ্টা, কালই হয়তো পৌঁছে যাবেন সেই $100 লক্ষ্যে! 🌟

দুপুর মানেই শুধু খাওয়া নয়, এটা এক ধরনের অনুভূতি 😋☀️প্লেটে যখন গরম ভাত, পাশে মজার তরকারি — তখন পৃথিবীটাই অন্যরকম লাগে!এই ...
30/10/2025

দুপুর মানেই শুধু খাওয়া নয়, এটা এক ধরনের অনুভূতি 😋☀️
প্লেটে যখন গরম ভাত, পাশে মজার তরকারি — তখন পৃথিবীটাই অন্যরকম লাগে!
এই সময় না খেলে, দুপুরটা যেন অপূর্ণ থাকে! 🍛💛
ভরপুর খাবার, ভরপুর তৃপ্তি — এটাই তো আসল দুপুরের সংজ্ঞা!
#দুপুরের_আনন্দ #খাবারপ্রেমী

💥কার কার ক্ষতিপুরন পুরন হয়েছে?সকাল সকাল সবাই ব্রিলিয়ান্ট পার্টনার কে মেনশন দেওয়ার অনুরোধ জানাচ্ছি 😁আমার ব্রিলিয়ান্ট পার্...
29/10/2025

💥কার কার ক্ষতিপুরন পুরন হয়েছে?
সকাল সকাল সবাই ব্রিলিয়ান্ট পার্টনার কে মেনশন দেওয়ার অনুরোধ জানাচ্ছি 😁
আমার ব্রিলিয়ান্ট পার্টনার Md Imran Imran 🙂🙄

✨☀️ Late Morning, Still a Fresh Start ☀️সময় একটু দেরি হলেও, নতুন করে শুরু করতে দেরি হয় না 💪উঠে দাঁড়াও, হাসো, আর আজকের দি...
27/10/2025

✨☀️ Late Morning, Still a Fresh Start ☀️
সময় একটু দেরি হলেও, নতুন করে শুরু করতে দেরি হয় না 💪
উঠে দাঁড়াও, হাসো, আর আজকের দিনটাকে নিজের মতো করে জিতে নাও 🌼✨

বিয়ের আগে প্রতিটা মেয়েরই নিজের একটা পরিচয়, নিজের একটা জায়গা থাকা দরকার 💪✨সব কিছু মা-বাবা বা স্বামীর উপর ভরসা করে রাখা ঠি...
24/10/2025

বিয়ের আগে প্রতিটা মেয়েরই নিজের একটা পরিচয়, নিজের একটা জায়গা থাকা দরকার 💪✨
সব কিছু মা-বাবা বা স্বামীর উপর ভরসা করে রাখা ঠিক না — সময়ের সাথে মানুষ আর পরিস্থিতি দুইই বদলে যায়।
বিয়ের পর মা-বাবার কাছ থেকে টাকা চাওয়া যায় না,
আর স্বামীর উপর পুরোপুরি নির্ভর করলে শান্তিটাও হারিয়ে যায়।
তাই নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের পায়ে দাঁড়াও —
সম্মানও থাকবে, শান্তিও থাকবে ❤️🌸
বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি.....
#নিজেরপায়ে_দাঁড়াও #মেয়ের_আত্মনির্ভরতা

ভাইরে ভাই! ☀️ গরম এমন পড়ছে, মনে হয় সূর্য মামা এবার ওভারটাইম নিচ্ছে! 😅শীত আসার কথা ছিল, কিন্তু গরম তো নতুন করে জয়েন দিছে ...
23/10/2025

ভাইরে ভাই! ☀️ গরম এমন পড়ছে, মনে হয় সূর্য মামা এবার ওভারটাইম নিচ্ছে! 😅
শীত আসার কথা ছিল, কিন্তু গরম তো নতুন করে জয়েন দিছে চাকরিতে! 😂
এই গরমে একটাই বাঁচার উপায় — লবণ-মরিচ মাখানো বরই! 🍈🌶️
এই বছরের প্রথম বরই হাতে, তাই ভাবলাম ঠান্ডা লাগুক না লাগুক, মুখটা একটু টকটকে করে ফেলি! 🤣
সবাই খেয়ে ফেলেন, না খেলে বুঝবেন না “গরমে বরই থেরাপি” কাকে বলে! 😜
#গরমে_বরই_থেরাপি #প্রথম_বরই #লবণমরিচ_মজা

Address

Habiganj Sadar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme Afnaan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share