চুনারুঘাটের খবর

চুনারুঘাটের খবর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চুনারুঘাটের খবর, Digital creator, Habiganj, Habiganj Sadar.

17/04/2025

কাল বৈশাখী ঝড় 🌧☄️🌦🌦🌦🌦🌦🌦📍চন্ডিছড়া চা-বাগান

 #মোবাইল_কোর্ট অদ্য ২৫/০২/২০২৫ খ্রি. বিকাল ৪.০০ ঘটিকায় চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের ইছালিয়া ছড়া (গোবরখলা মৌজা) নাম...
26/02/2025

#মোবাইল_কোর্ট

অদ্য ২৫/০২/২০২৫ খ্রি. বিকাল ৪.০০ ঘটিকায় চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের ইছালিয়া ছড়া (গোবরখলা মৌজা) নামক স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়৷

যৌথ এ অভিযান পরিচালনা করেন জনাব মোহাম্মদ রবিন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট এবং মাহবুব আলম মাহবুব, সহকারী কমিশনার (ভূমি), চুনারুঘাট।

অভিযান পরিচালনাকালে ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে মেশিন দ্বারা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অন্তত ২০ টি মেশিন এবং আনুমানিক ৪০০০ ফুট প্লাস্টিক পাইপ বিনষ্ট ও অপসারণ করা হয়৷

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম৷

জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে৷

ডাকাতের উৎপাত!!
23/02/2025

ডাকাতের উৎপাত!!

সবাই শেয়ার করুন !অজ্ঞাতনামা শিশুর পরিবারের সন্ধান চায় চুনারুঘাট থানা পুলিশ। হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন মধ্যবাজার এলাকায়...
20/02/2025

সবাই শেয়ার করুন !
অজ্ঞাতনামা শিশুর পরিবারের সন্ধান চায় চুনারুঘাট থানা পুলিশ।

হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন মধ্যবাজার এলাকায় কান্নারত অবস্থায় একটি মেয়ে শিশুকে পাওয়া গেছে। শিশুটির নাম জাহানারা, বয়স ৪ বছর পিতার নাম মাসুক বলে জানায় । শিশুটি বর্তমানে চুনারুঘাট থানায় নিরাপদ হেফাজতে রয়েছে।
থানা সূত্রে জানা যায়, শিশুটি তার নাম ঠিকানা কিছুই বলতে পারেনি। অনেক খোঁজাখুঁজি করে শিশুটির আত্মীয়-স্বজনের খোঁজখবর না পেয়ে থানা পুলিশ তাকে থানা হেফাজতে রাখেন । মেয়েটির পরিচয় জানলে চুনারঘাট থানায় যোগাযোগ করতে বলা হয়েছে - 01320118836।

পাহাড় নদী বনাঞ্চল ও বিস্তীর্ণ সমতল ভুমি তথা প্রাকৃতিক বৈচিত্র্যময়তা ও নৈসর্গিকতা নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য হ...
19/02/2025

পাহাড় নদী বনাঞ্চল ও বিস্তীর্ণ সমতল ভুমি তথা প্রাকৃতিক বৈচিত্র্যময়তা ও নৈসর্গিকতা নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য হবিগঞ্জ জেলায় সবচেয়ে উপযুক্ত ও উত্তম স্থান রয়েছে চুনারুঘাট উপজেলায়।

মানসম্পন্ন উচ্চতর কৃষিশিক্ষা ও গবেষণা ব্যবস্থার নিশ্চয়তা বিধানের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম অঞ্চল হিসাবে চুনারুঘাটেই স্থাপিত হোক মন্ত্রীসভায় অনুমোদিত হবিগঞ্জের কৃষি বিশ্ববিদ্যালয় ও এর সকল স্থাপনা।

সচেতনমহলের দৃষ্টি আকর্ষণ করছি।
শুভ কামনা রইলো।

16/02/2025

৩নং দেওরগাছ ইউনিয়নের অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।দিনে ও রাতের গভীরে চলে বালু ব্যাবসা। রাতে অবৈধভাবে বালু উত্তোলন করাতে গ্রামের মানুষ ভোগান্তির শেষ নেই!

চুনারুঘাট সাব-রেজিস্টার অফিসে দুর্নীতি ,,,,,
31/01/2025

চুনারুঘাট সাব-রেজিস্টার অফিসে দুর্নীতি ,,,,,

বালুবাহী গাড়ীর চলাচলের কারনে রাস্তার  ক্ষতিগ্রস্থ হয়ে বিভিন্ন দূর্ঘটনার কবলে পড়ছেন সাধারন জনগন। ১২ কোটি টাকার বালুর  মহা...
24/01/2025

বালুবাহী গাড়ীর চলাচলের কারনে রাস্তার ক্ষতিগ্রস্থ হয়ে বিভিন্ন দূর্ঘটনার কবলে পড়ছেন সাধারন জনগন। ১২ কোটি টাকার বালুর মহালের জন্য 20 কোটি টাকার রাস্থা ক্ষতিগ্রস্থ।

সাতছড়ি জাতীয় উদ্যানে দেখা মিললো এশিয় কালো ভালুকের। বনের মধ্যে হাঁটতে হঠাৎ ভালুক সামনে এসে পড়ে, চরম ঝুঁকি নিয়ে ছবিটি তুলে...
22/01/2025

সাতছড়ি জাতীয় উদ্যানে দেখা মিললো এশিয় কালো ভালুকের। বনের মধ্যে হাঁটতে হঠাৎ ভালুক সামনে এসে পড়ে, চরম ঝুঁকি নিয়ে ছবিটি তুলেছেন

আলোকচিত্রী হারিস দেববর্মা।

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীর বিভিন্ন স্থানে বালু উত্তোলনের ফলে অত্রাঞ্চলের রাস্তাঘাট, ঘরবাড়ি ও সরকারি-বেসর...
21/01/2025

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীর বিভিন্ন স্থানে বালু উত্তোলনের ফলে অত্রাঞ্চলের রাস্তাঘাট, ঘরবাড়ি ও সরকারি-বেসরকারি মূল্যবান স্থাপনাগুলো মারাত্মক হুমকীর সম্মুখীন হয়ে পড়েছে। ফসলিজমির ক্ষতির পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ক্রমান্বয় অবনতি ঘটায় সার্বিক জীববৈচিত্র্য বিপন্ন হয়ে উঠছে।

অবাধে বিশাল-বিশাল ট্রাক ও ট্রাক্টর চলাচলের ফলে সরকারী অর্থ ব্যয়ে নির্মিত পাকা ও কাঁচা রাস্তাসমূহ ইতোমধ্যে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী এবং সড়কে চলাচলকারি বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা প্রায় প্রতিদিনই সম্ভাব্য অপেক্ষমান কোন দূর্ঘটনার আশঙ্কায় শঙ্কিত হয়ে থাকেন।

এককথায়, বালু উত্তোলন এবং পরিবহনের ফলে লাভের চেয়ে ক্ষতি হচ্ছে বহু-বহুগুণ বেশি- তা স্বীকার করতেই হবে!

এমতাবস্থায় যখন-তখন অবাধে ও বেপরোয়াভাবে চলাচলকারী বালুবাহীযান নিয়ন্ত্রণ এবং নির্বিচারে উত্তোলনকারী বালুখেকোদের প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাসহ সম্মিলিত প্রশাসনিক জরুরি হস্তক্ষেপ কামনা করছেন চুনারুঘাটবাসী।

Address

Habiganj
Habiganj Sadar

Website

Alerts

Be the first to know and let us send you an email when চুনারুঘাটের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share