Shadow97

Shadow97 সময় সাময়িক ঘটনা নিয়ে ভিডিও আপলোড করা হয়।
(1)

01/08/2025

#রিক্সা

31/05/2025

ঝিনাইদহের জোরপূর্বক মেয়েকে ডিভোর্স করালেন মেয়ের মা,
সে কারণে মেয়ের মাকেও ডিভোর্স দিলেন মেয়ের বাবা !

একজন এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখসে"Thirty places to kiss"কিন্তু আমি অনেক খুঁজেও তিরিশটা চুম্মা মিলাইতে পারলাম না! একবা...
30/05/2025

একজন এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখসে

"Thirty places to kiss"

কিন্তু আমি অনেক খুঁজেও তিরিশটা চুম্মা মিলাইতে পারলাম না! একবার গুণলাম ২২ টা হলো, পরেরবার দেখি ২১ টা হইলো...
৩০ টা তো মিললোই না উপরন্তু দেখি ৪ দুইটা, ৮ দুইটা, ১২ দুইটা, ১৩ ও দুইটা!

হিসাব মিলাইতে পারতেসিলাম না! অশান্তি অশান্তি লাগছিলো!

পরে আমার ভেতরের দুষ্টু মহিলা টা বললো "তুই না বিয়াদারি মেয়ে? তোর তো জানার কথা! সব চুমা কি এক জায়গাতেই দিবে!? আরও অনেক জায়গায় দিসে! সেসবের ছবি দেয়নাই আরকি!"

ব্যাপারটা বুঝলাম, এরপর থেকে শান্তি শান্তি লাগতেসে...😌

©copy post

28/05/2025

ফেইসবুকের পরিচয়ে কারো সাথে দেখা করা উচিত না। আমি করছিলাম! তার সাথে আমার বিয়ে হয়ে গেছে।😎

28/05/2025

দেশে সরকারি চাকরি মানেই সবকিছু করার লাইসেন্স? 🤔
জার্মানিতে সরকারি চাকুরীজীবি হিসেবে কেউ রাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করলে সেটা অবৈধ, কারণ তিনি নিজেই রাষ্ট্রের অংশ।
আর বাংলাদেশে?
সরকারি কর্মকর্তা মাঠে নামেন, কর্মবিরতি দেন, সরকারের কাজ বন্ধ করেন!
এটা কি গ্রহণযোগ্য?
নাকি আমাদেরও শৃঙ্খলা ও দায়িত্ববোধ নতুন করে ভাবতে হবে?
(Copy Pest)

08/05/2025

চোখের শান্তি, ভারতীয় বিমান ধংস😍
#পাকিস্তান #ভারত #যুদ্ধ

08/05/2025

পাকিস্তানে বেপক আক্রমণ চালাচ্ছে ভারত।
মুসলমান ভাই বোনদের কে আল্লাহ হেফাজত করুন

ইরান, সরকারিভাবে  #ইসলামিকপ্রজাতন্ত্র ইরান নামে পরিচিত, দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি দেশ। এটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরে...
09/02/2025

ইরান, সরকারিভাবে #ইসলামিকপ্রজাতন্ত্র ইরান নামে পরিচিত, দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি দেশ। এটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের তীরে অবস্থিত। ইরানের পশ্চিমে ইরাক ও তুরস্ক, উত্তরে আর্মেনিয়া, আজারবাইজান ও তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর অবস্থিত। ইরানের রাজধানী তেহরান, যা দেশের বৃহত্তম শহরও বটে।

#ইরানেরইতিহাস প্রাচীন ও সমৃদ্ধ, প্রাচীন পারস্য সভ্যতার অংশ হিসেবে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই অঞ্চলটি হাখমানেশী সাম্রাজ্য, পার্থিয়ান সাম্রাজ্য এবং সাসানীয় সাম্রাজ্যের মতো বিশাল সাম্রাজ্যের কেন্দ্রস্থল ছিল। ইসলামিক বিজয়ের পর ইরান ইসলামি সভ্যতার একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয়, যেখানে ধর্মীয় নেতা (সুপ্রিম লিডার) দেশের সর্বোচ্চ কর্তৃত্ব ধারণ করেন। বর্তমান সুপ্রিম লিডার হলেন আয়াতুল্লাহ আলী খামেনেই। ইরানের সরকার ইসলামিক আইন (শরিয়া) অনুসারে পরিচালিত হয়।

#ইরানেরঅর্থনীতি মূলত তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। দেশটি বিশ্বের অন্যতম বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ। ইরানের সংস্কৃতি, সাহিত্য, শিল্প ও স্থাপত্য বিশ্বব্যাপী প্রশংসিত। পারস্য কবি যেমন হাফিজ, রুমি ও ওমর খৈয়ামের রচনা বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ।

#ইরানেরজনগণ প্রধানত ফার্সি ভাষায় কথা বলে এবং দেশটি বিভিন্ন নৃতাত্ত্বিক ও ধর্মীয় গোষ্ঠীর আবাসস্থল, যার মধ্যে ফার্সি, আজারবাইজানি, কুর্দি, লুর, বালুচ, আরব ও অন্যান্য সম্প্রদায় রয়েছে। ইরানের প্রধান ধর্ম হল ইসলাম, যার মধ্যে শিয়া ইসলাম প্রধান ধর্মীয় সম্প্রদায়। #ইরান আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে মধ্য প্রাচ্য অঞ্চলে। দেশটি পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং পশ্চিমা দেশগুলির সাথে সম্পর্কের জন্য প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

Fifth Class Question paper পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্রWrite an essay about your mother in 200 words in just 30 minutes (Que...
28/01/2025

Fifth Class Question paper
পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্র

Write an essay about your mother in 200 words in just 30 minutes (Question Mark-10)
নিজের মাকে নিয়ে ২০০শব্দের মধ্যে প্রবন্ধ লেখ সময় মাত্র ৩০মিনিট (প্রশ্নের মান-১০)

A student wrote just one sentence in just one minute and submitted the answer sheet and got full 10 marks
একটি ছাত্র, মাত্র এক মিনিটে মাত্র একটি বাক্য লিখে উত্তরপত্র জমা দিয়ে পুরো ১০ নম্বরই পেলো।

That one sentence is..

সেই একটি বাক্য হলো..

"It is not possible to write an essay about my mother with just a few letters of the alphabet"
Send feedback
Side panels
History
Saved
Read a sign in another language
" বর্ণমালার মাত্র কয়েকটি অক্ষর দিয়ে আমার মাকে নিয়ে প্রবন্ধ লেখা সম্ভব নয়"

Address

Habiganj Sadar
3300

Telephone

+8801314522828

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shadow97 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shadow97:

Share

Category