Mizanur Rahman azhari

Mizanur Rahman azhari ১.”ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই। “ ২.”প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন।” ৩.”তোমারে যে চাহিয়াছে ভুল

ইলমে হাদিসের জগতে একটি উজ্জ্বল নক্ষত্রের বিদায়। موت العالم موت العالم  একজন আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। (إِنَّا لِ...
07/10/2025

ইলমে হাদিসের জগতে একটি উজ্জ্বল নক্ষত্রের বিদায়।
موت العالم موت العالم একজন আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু।
(إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)
কিছুক্ষণ আগে দুনিয়া ছেড়ে চলে গেলেন বিশ্ববরেণ্য হাদিস বিশারদ,ইলমের ভান্ডার,মিসর আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.আহমদ উমর হাশেম।
জ্ঞানের জগতে আল্লাহ পাক ওনার বিশাল খিদমত কবুল করুন। আমিন।

06/10/2025

কি বলে শুনবনা মোরা সুন্নিরা
নবীর দেওয়ানা

06/10/2025

এই দেশে এখনো পবিত্র কুরআন অবমাননা হয়,
কিন্তু আশা অনুপাতে বিচার হয় না।
নর্থ সাউথে পবিত্র কোরআন অবমাননায় সেই kuলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি mriত্যুদণ্ড কামনা করছি। মোঃ জসিম উদ্দিন

03/10/2025

বাংলাদেশ উইন আলহামদুলিল্লাহ

03/10/2025

নবীর দুশমনের আলামত গুলো জেনে নিন!👇

👉মাজারে যাবে না, অথচ মন্দিরে যাবে।
👉মিলাদ পড়বে না, অথচ মন্দিরে গীতা পাঠ করবে।
👉মিলাদের তাবাররুক খাবে না, অথচ প্রসাদ খাবে।
👉কাহারো গলায় তাবিজ দেখলে শিরিক বলবে,
👉অথচ নিজের গলায় মূর্তির ছবি ওয়ালা মাফলার পেঁচিয়ে রাখবে।
👉পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জুশনে জুলুছ করলে বিদআত বলবে, 👉
অথচ পহেলা বৈশাখের নামে অপসংস্কৃতি যে মিছিল নিয়ে বের হবে।

বাণীঃ মুফতী জয়নাল আবেদীন ফারুকী।

03/10/2025

নামাজ নিয়ে কি মজার কথা

02/10/2025

নুরুল হাসানের সোহানের বিধ্বংসী ব্যাটিংয়ে অবশেষে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

02/10/2025

ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত:

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ পবিত্রতা ছাড়া নামায ক্ববূল হয় না। আর হারাম উপায়ে প্রাপ্ত মালের সাদকাও ক্ববূল হয় না। হান্নাদ ‘বিগাইরি তুহূর’ –এর স্থলে ‘ইল্লা বিতুহূর’ উল্লেখ করেছেন।

সহীহ। ইবনু মাজাহ- (২৭২)

জামে' আত-তিরমিজি: ১
হাদিসের মান: সহিহ হাদিস

01/10/2025

আমি টেনশন করেও দেখেছি, কান্না করেও দেখেছি,
শান্তি কেবল ধৈর্য ধরে, আল্লাহর উপর ছেড়ে দেওয়া আলহামদুলিল্লাহ।

Big thanks to Md Jashimfor all your support! Congrats for being top fans on a streak 🔥!
01/10/2025

Big thanks to Md Jashim

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

30/09/2025

জান্নাতবাসী অধিকাংশই দরিদ্র এবং জাহান্নামবাসী অধিকাংশই নারী এবং নারী সম্পর্কিত ফিতনার বর্ণনা

হাদ্দাব ইবনু খালিদ, যুহায়র ইবনু হারব, মুহাম্মাদ ইবনু আবদুল আলা, ইসহাক ইবনু ইবরাহীম ও আবূ কামিল ফুযায়ল ইবনু হুসায়ন (রহঃ) ... উসামা ইবনু যায়দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম। দেখলাম, অধিকাংশই যারা জান্নাতে প্রবেশ করছে, মিসকীন আর সম্পদশালীরা বন্দী অবস্থায়। যারা জাহান্নামী তাদের জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। আমি জাহান্নামের প্রবেশ পথে দাঁড়ালাম। দেখলাম যে, অধিকাংশই যারা জাহান্নামে প্রবেশ করেছে, নারী।

Address

Habiganj Sadar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mizanur Rahman azhari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mizanur Rahman azhari:

Share