01/02/2025
ব্রেকিং নিউজ‼️ভিডিওতে দেখুন কিভাবে স্বরসতী মায়ের প্রতিমা ভাঙচুর করছে! আগামী সোমবার স্বরসতী মায়ের পূজা উপলক্ষে প্রতিমা নির্মাণের কাজ চলছিল এবং নির্মাণ প্রায় শেষ, এখন শুধু রং করা বাকি! শেষ মুহূর্তে এভাবে মায়ের বিগ্রহটা ভেঙে ফেলল.....
উল্লেখ্য, আজ রাত ১১:২০ ঘটিকার সময় (৩১-০১-২৫) শুক্রবারে ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুরে স্বরসতী মায়ের প্রতিমা ভাঙ্গার সময় এই লোকটি হাতে নাতে ধরা পড়েছে। সে গত বছরের ০৭ ই ফেব্রুয়ারী(২০২৪) শ্রী শ্রী রাধা গোবিন্দ ইসকন, ফরিদপুর মন্দিরে স্বরসতী প্রতিমা ভেঙ্গেছিলো! স্থানীয় পুলিশ প্রশাসনও কনফার্ম করেছেন।
তখন যদি সঠিক বিচার৷ হত এবং আইনের সঠিক প্রয়োগ হতো তাহলে সে আবারও একই কাজ করার সাহস পেতো না। একে কি আবারও পাগল/মানসিক ভারসাম্যহীন বলে ছেড়ে দেওয়া হবে? নাকি সঠিক বিচার হবে?