22/10/2025
🛣️ জাতীয় নিরাপদ সড়ক দিবসের শুভেচ্ছা 🚦
আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস।
আমরা যারা সড়কের সঙ্গে যুক্ত — চালক, পরিবহন মালিক, পথচারী কিংবা যাত্রী — প্রত্যেকেরই একটি দায়িত্ব আছে।
সড়ক যেন হয় নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও দুর্ঘটনামুক্ত, এজন্য আমাদের সচেতন হতে হবে আজ থেকেই।
🔹 মেয়াদোত্তীর্ণ গাড়ি ব্যবহার থেকে বিরত থাকুন।
🔹 ট্রাফিক আইন মেনে চলুন, অপ্রয়োজনীয় ওভারটেক করবেন না।
🔹 গাড়ির নিয়মিত সার্ভিসিং করুন, ব্রেক, টায়ার, লাইট ঠিক রাখুন।
🔹 সিটবেল্ট ব্যবহার করুন এবং যাত্রীদেরও তা ব্যবহার করতে উৎসাহ দিন।
🔹 ক্লান্ত অবস্থায় গাড়ি চালাবেন না।
আমি একজন ড্রাইভিং পরিচালক হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি —
নিজে সচেতন থাকব, অন্যদেরও সচেতন করব।
চলুন সবাই মিলে নিরাপদ সড়ক গড়ে তুলি — যেখানে জীবন আগে, গন্তব্য পরে। ❤️
#জাতীয়_নিরাপদ_সড়ক_দিবস
#নিরাপদসড়ক_আমার_দায়িত্ব
#ট্রাফিকশৃঙ্খলা
#ড্রাইভিং_পরিচালক
#সড়ক_সচেতনতা