শব্দকথা প্রকাশন

শব্দকথা প্রকাশন পাইকারি বিক্রয় কেন্দ্র:
বুক ব্যাংক, ৩৬ বাংলাবাজার, ঢাকা-১০০০
মোবাইল: ০১৮৬১ ৫৭ ৫৫ ১২

24/09/2025

গানে গানে আড্ডা || ব্যান্ড দল ব্যঞ্জক || শব্দকথা শরৎ উৎসব ২০২৫ || শব্দকথা লেখক পাঠক ফোরাম

#শব্দকথা_শরৎ_উৎসব_২০২৫

রনি আহমেদ পায়েল। হবিগঞ্জের তরুণ কবি। বেশ কিছুদিন যাবত কবিতা লিখে যাচ্ছেন। তার প্রথম কাব্যগ্রন্থ ❝অনুভূতির দিগন্ত❞ দিয়ে আ...
22/09/2025

রনি আহমেদ পায়েল। হবিগঞ্জের তরুণ কবি। বেশ কিছুদিন যাবত কবিতা লিখে যাচ্ছেন। তার প্রথম কাব্যগ্রন্থ ❝অনুভূতির দিগন্ত❞ দিয়ে আমরা কাজ শুরু করেছি।
বইমেলা-কে কেন্দ্র করে শব্দকথা প্রকাশন -এর পুরো টিম ইতিমধ্যেই প্রস্তুতির ব্যস্ততায় রয়েছে। বই প্রকাশের আগে আমরা সবসময় প্রুফ রিডিং-কে বিশেষ গুরুত্ব দিই। তাই তাড়াহুড়ো নয়, নিখুঁত কাজের দিকেই আমাদের মনোযোগ। এবারের মেলাতেও আমরা নতুনদের নিয়ে এগিয়ে যাচ্ছি, হাতে রয়েছে বেশ কিছু সম্ভাবনাময় পাণ্ডুলিপি। এই শিল্পমাধ্যমে যুক্ত হোক মেধাবী তরুণরা। তাদের কবিতা চর্চাকে এগিয়ে নিতে আমাদের থাকবে নিরলস প্রচেষ্টা।

21/09/2025

শব্দকথা'র কার্যালয় প্রাঙ্গণে আড্ডা।

📚 আমরা বিশ্বাস করি— তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের আগামী দিনকে আরও আলোকিত করবে।
সে লক্ষ্যে দেশজুড়ে উপজেলা, জেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রমান্বয়ে গড়ে তোলা হচ্ছে প্রাণবন্ত কমিটি।

👉 আপনিও যদি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার আলোকযাত্রায় যুক্ত হতে চান, তবে ইনবক্সে যোগাযোগ করুন।
চলুন, একসাথে গড়ে তুলি একটি "সৃজনশীল বাংলাদেশ"।

❝শব্দকথা লেখক পাঠক ফোরাম❞ গ্রুপ লিংক⤵️
https://www.facebook.com/groups/447494889435913/?ref=share&mibextid=NSMWBT

বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক রেজাউদ্দিন স্টালিনকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। অভ...
21/09/2025

বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক রেজাউদ্দিন স্টালিনকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।
উল্লেখ্য, কবি রেজাউদ্দিন স্টালিন “শব্দকথা সাহিত্য উৎসব ২০২৪”- এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শব্দকথা'র সাপ্তাহিক রিহার্সাল ও সাহিত্য বিষয়ক আড্ডা।📚 আমরা বিশ্বাস করি— তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তা, সাহিত্যচর্চা ও সা...
20/09/2025

শব্দকথা'র সাপ্তাহিক রিহার্সাল ও সাহিত্য বিষয়ক আড্ডা।

📚 আমরা বিশ্বাস করি— তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের আগামী দিনকে আরও আলোকিত করবে।
সে লক্ষ্যে দেশজুড়ে উপজেলা, জেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রমান্বয়ে গড়ে তোলা হচ্ছে প্রাণবন্ত কমিটি।

👉 আপনিও যদি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার আলোকযাত্রায় যুক্ত হতে চান, তবে ইনবক্সে যোগাযোগ করুন।⤵️
চলুন, একসাথে গড়ে তুলি একটি "সৃজনশীল বাংলাদেশ"।

২০.০৯.২০২৫

20/09/2025

গানে গানে শব্দকথা'র সাপ্তাহিক আড্ডা।

২০.০৯.২০২৫ খ্রিস্টাব্দ

🎀বইমেলা আসছে ডিসেম্বরে!🎀শব্দকথা প্রকাশন-এর পুরো টিম ইতিমধ্যেই প্রস্তুতির ব্যস্ততায় রয়েছে। বই প্রকাশের আগে আমরা সবসময় প্র...
20/09/2025

🎀বইমেলা আসছে ডিসেম্বরে!🎀
শব্দকথা প্রকাশন-এর পুরো টিম ইতিমধ্যেই প্রস্তুতির ব্যস্ততায় রয়েছে। বই প্রকাশের আগে আমরা সবসময় প্রুফ রিডিং-কে বিশেষ গুরুত্ব দিই। তাই তাড়াহুড়ো নয়, নিখুঁত কাজের দিকেই আমাদের মনোযোগ। এবারের মেলাতেও আমরা নতুনদের নিয়ে এগিয়ে যাচ্ছি, হাতে রয়েছে বেশ কিছু সম্ভাবনাময় পাণ্ডুলিপি।

শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে কবি ও বাচিকশিল্পী ফাতেমা জুঁই-এর নতুন কাব্যগ্রন্থ “কাহার লাগি পরান পোড়ে”।

19/09/2025

আগে কী সুন্দর দিন কাটাইতাম || শাহ আব্দুল করিম || নুরুন্নাহার শিমুল || শব্দকথা শরৎ উৎসব ২০২৫

#শব্দকথা #বাউল #গান #বাংলাগান #হবিগঞ্জ

এবার অমর একুশে বইমেলা ডিসেম্বরে! আপনার পাণ্ডুলিপি রেডি তো! মানসম্মত প্রকাশনা প্রতিষ্ঠান খুঁজছেন? শব্দকথা প্রকাশন দিচ্ছি ...
17/09/2025

এবার অমর একুশে বইমেলা ডিসেম্বরে! আপনার পাণ্ডুলিপি রেডি তো!
মানসম্মত প্রকাশনা প্রতিষ্ঠান খুঁজছেন? শব্দকথা প্রকাশন দিচ্ছি নির্ভুল ঝকঝকে বই ছাপার নিশ্চয়তা। বই প্রকাশে ক্ষেত্রে মেলার আগ মুহূর্তে তাড়াহুড়ো করলে ভুলের সম্ভবনা বেশি থাকে। তাই আগেই সিদ্ধান্ত নেওয়া একজন বুদ্ধিমান লেখকের কাজ।
সার্বিক যোগাযোগ : 01861575512
ইমেইল : [email protected]

ধন্যবাদ— প্রথমআলো।
17/09/2025

ধন্যবাদ— প্রথমআলো।

বাংলার ঋতুচক্রে শরৎকাল মানেই ভিন্ন আবহ। শ্রাবণের মুষলধারার অবসান ঘটলে প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে। সবুজ ধানক....

15/09/2025

শব্দকথা শরৎ উৎসব ২০২৫-এ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগীত শিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু।

Address

Habiganj
Habiganj Sadar
3300

Alerts

Be the first to know and let us send you an email when শব্দকথা প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শব্দকথা প্রকাশন:

Share

Category