শব্দকথা প্রকাশন

শব্দকথা প্রকাশন পাইকারি বিক্রয় কেন্দ্র:
বুক ব্যাংক, ৩৬ বাংলাবাজার, ঢাকা-১০০০
মোবাইল: ০১৮৬১ ৫৭ ৫৫ ১২

তরুণদের কোমল হৃদয়ে স্থান করে নিয়েছে— থ্রিলার উপন্যাস "রুম নম্বর ১০১"। লেখক তানজিম তানিম এর জন্য নিঃসন্দেহে বড় সাফল্য। ♥️...
23/10/2025

তরুণদের কোমল হৃদয়ে স্থান করে নিয়েছে— থ্রিলার উপন্যাস "রুম নম্বর ১০১"। লেখক তানজিম তানিম এর জন্য নিঃসন্দেহে বড় সাফল্য। ♥️

—একটি শব্দকথা প্রকাশনা

একটি নিঃশব্দ রাত। আশফাক সাহেব আত্মহ*ত্যার সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছেন। কালিয়াকৈর বাজার থেকে আনা এক কৌটা বিষ, জল্লাদের গিঁট দেওয়া দড়ি, এক পাতা ক্লোনাজেপাম -সবই বিকল্প হিসেবে পাশে রাখা।

পাশের ঘরে ছেলে আদনান ঘুমাচ্ছে নির্ভার, আর তিনি নিজে নিঃশব্দে এগোচ্ছেন এক চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। ওয়ালেটে গুঁজে রেখেছেন শেষ বার্তা:

"আমি আর এ দুঃস্বপ্নের ভার বইতে পারছি না।" কিন্তু ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত কিছু।

রাত গভীর হলে দেখা যায়-আদনান ছুরি হাতে বসে আছে তার ঘরের সোফায়। দৃশ্যটা যেন কোনো পুরনো দুঃস্বপ্নের পুনরাবৃত্তি। বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে তিনি আবার ঘুমিয়ে পড়েন। ফের জেগে ওঠেন, এবং এবার-ঘটনাটি সত্যি!

এই উপন্যাস শুধুমাত্র এক ব্যক্তির আত্মহননের গল্প নয়-এ এক শ্বাসরুদ্ধকর মানসিক ভ্রমণ, দুঃস্বপ্ন, দায়বদ্ধতা ও পারিবারিক মানসিক ভারসাম্যের এক নির্মম খতিয়ান।

👉🏻 অর্ডার করতে ক্লিক করুন: https://rkmri.to/6OXESF14IFRX

আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৯৭তম জন্মদিন আজ শনিবার। ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরানো ঢাকার মাহুতটু...
22/10/2025

আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৯৭তম জন্মদিন আজ শনিবার। ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরানো ঢাকার মাহুতটুলির ৪৬ নম্বর বাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা কবিতার এ প্রাণপুরুষ।

আমাদের ছেড়ে চলে গেলেও আজীবন কবিতায় সমর্পিত এ কবি বেঁচে আছেন বাঙালির সত্তায়। তার সৃষ্টি আজও আমাদের উজ্জীবিত করে। বাংলা কবিতায় তিনি নতুন ধারা সৃষ্টি করেছিলেন। উভয় বাংলায় সমকালীন সময়ে অন্যতম কবির মর্যাদায় প্রতিষ্ঠিত হন তিনি।

এ কবির কবিতায় শুধু স্বাধীনতাই নয়, মৌলবাদ, ধর্মান্ধতা, প্রেম, দ্রোহ, বিশ্বজনীনতা সবই উঠে এসেছে। পঞ্চাশ দশক থেকে বাঙালি জাতির নানা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, সামাজিক জীবনের অসঙ্গতি, ব্রিটিশ ও পশ্চিমাদের শোষণের বিরুদ্ধে তার সোচ্চার কণ্ঠ কবিতায় নির্মিত হয় এক অনন্য বাক-প্রতিমা। এজন্য তাকে স্বাধীনতার কবি হিসেবে আখ্যায়িত করা হয়।

১৯৬৮ সালের দিকে পাকিস্তানের সব ভাষার জন্য অভিন্ন রোমান হরফ চালু করার প্রস্তাব করেন আইয়ুব খান, যার প্রতিবাদে আগস্টে ৪১ জন কবি, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক ও সংস্কৃতিকর্মী বিবৃতি দেন যাদের একজন ছিলেন শামসুর রাহমানও। কবি ক্ষুদ্ধ হয়ে লেখেন মর্মস্পর্শী কবিতা ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’।

১৯৬৯ সালের ২০ জানুয়ারি গুলিস্তানে একটি মিছিলের সামনে একটি লাঠিতে শহীদ আসাদের রক্তাক্ত শার্ট দিয়ে বানানো পতাকা দেখে মানসিকভাবে মারাত্মক আলোড়িত হন শামসুর রাহমান এবং তিনি লিখেন ‘আসাদের শার্ট’ কবিতাটি।

১৯৭০ সালের ২৮ নভেম্বর ঘূর্ণিদুর্গত দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষের দুঃখ-দুর্দশায় ও মৃত্যুতে কাতর কবি লেখেন ‘আসুন আমরা আজ ও একজন জেলে’ নামক কবিতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পরিবার নিয়ে চলে যান নরসিংদীর পাড়াতলী গ্রামে। এপ্রিলের প্রথম দিকে তিনি লেখেন যুদ্ধের ধ্বংসলীলায় আক্রান্ত ও বেদনামথিত কবিতা ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’।

শামসুর রাহমান ১৯৮৭ সালে এরশাদের স্বৈরশাসনের প্রতিবাদে দৈনিক বাংলার প্রধান সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। তিনি ১৯৮৭ থেকে পরবর্তী চার বছরের প্রথম বছরে ‘শৃঙ্খল মুক্তির কবিতা’, দ্বিতীয় বছরে ‘স্বৈরাচারের বিরুদ্ধে কবিতা’, তৃতীয় বছরে ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা’ এবং চতুর্থ বছরে ‘সন্ত্রাসের বিরুদ্ধে কবিতা’ লেখেন।

কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস বর্তমান নরসিংদী জেলায়। দীর্ঘ ৭৭ বছরের বর্ণময় জীবনে তিনি নিমগ্ন ছিলেন কবিতা সৃজনের মোহে ও অনুরাগে। তিনি একাধারে কবি, সাংবাদিক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, কলামিস্ট, অনুবাদক ও গীতিকার।

লেখালেখির জন্য তিনি পেয়েছেন- একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণপদক, জীবনানন্দ পুরস্কার, আবুল মনসুর আহমেদ স্মৃতি পুরস্কার, মিতসুবিসি পুরস্কার (সাংবাদিতার জন্য) ও আনন্দ পুরস্কার।

এছাড়া ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কবি শামসুর রাহমানকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে।

শুভ জন্মদিন হবিগঞ্জের প্রধান কবি, শিশুসাহিত্যিক ও নজরুল গবেষক জনাব তাহমিনা বেগম গিনি। শুভ জন্মদিনে আপনার সুস্বাস্থ্য ও দ...
22/10/2025

শুভ জন্মদিন হবিগঞ্জের প্রধান কবি, শিশুসাহিত্যিক ও নজরুল গবেষক জনাব তাহমিনা বেগম গিনি।
শুভ জন্মদিনে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

21/10/2025

আমারে বানাইবানি তোমার প্রেমেরি কান্ডারি....

20/10/2025

"হিয়ারেখা" নিয়ে কথা বলছেন লেখক মীর ফয়সল আহমেদ।

20/10/2025
লেখক ও প্রকাশক চুক্তি সম্পন্ন।জীবনানন্দ দাশের বিখ্যাত নাটোরের বনলতা সেনের দেশের কবি সাজ্জাদ হোসেন—এর "সাদর সম্ভাষণ” কাব্...
19/10/2025

লেখক ও প্রকাশক চুক্তি সম্পন্ন।

জীবনানন্দ দাশের বিখ্যাত নাটোরের বনলতা সেনের দেশের কবি সাজ্জাদ হোসেন—এর "সাদর সম্ভাষণ” কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। বইটি অমর 🎀একুশে বইমেলা ২০২৬🎀 উপলক্ষে প্রকাশিত হবে শব্দকথা প্রকাশন থেকে। লেখক সাজ্জাদ হোসেন একজন মেধাবী শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি কবিতা আবৃত্তি করতে বেশ পছন্দ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ সাদর সম্ভাষণের জন্য শুভকামনা রইল।

লেখক ও প্রকাশক চুক্তি সম্পন্ন। কবি ও আবৃত্তিশিল্পী ফাতেমা জুঁই এর "কাহার লাগি পরান পোড়ে" কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক চুক্তি...
19/10/2025

লেখক ও প্রকাশক চুক্তি সম্পন্ন।
কবি ও আবৃত্তিশিল্পী ফাতেমা জুঁই এর "কাহার লাগি পরান পোড়ে" কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। বইটি অমর 🎀একুশে বইমেলা ২০২৬🎀 উপলক্ষে প্রকাশিত হবে শব্দকথা প্রকাশন থেকে। ইতিমধ্যেই তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ "আশ্চর্য ছায়াপথ" পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

17/10/2025

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা গানে গানে জমে ওঠেছে.....

16/10/2025

মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্যিক রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র জন্মদিন আজ

15/10/2025

🎀 গানে গানে আড্ডা 🎀

শব্দকথা কার্যালয় প্রাঙ্গণ।

📍আমাদের টিমের সদস্য হতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন। ⤵️

কেমন হয়েছে বুকমার্ক।
14/10/2025

কেমন হয়েছে বুকমার্ক।

Address

Habiganj
Habiganj Sadar
3300

Alerts

Be the first to know and let us send you an email when শব্দকথা প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শব্দকথা প্রকাশন:

Share

Category