Mohsin The Junior

Mohsin The Junior আমি চেষ্টা করবো দেশের আকর্ষণী পর্যটন কেন্দ্র এবং ঐতিহাসিক স্থাপনাগুলো সম্পর্কে সুন্দর ধারণা দেওয়ার।

15/07/2024

যে ব্যক্তি যুক্তি ব্যবহার করা ছেড়ে দিয়েছে, তার সাথে তর্ক করা মৃত ব্যাক্তির কাছে ওষুধ সরবরাহ করার সমান। - টমাস পেইন।

ভাই আপনাদের সম্মান করি এই সব পোস্ট করা বাদ দিয়ে দেন। ৩০বছর পার হলে থাকবে না পদ থাকবে কোনো জব।

আমরাতো আর টাকার পাহাড়ে বসে আছি না। কিনতে পারবো না ১৫লাখ টাকার ছাগল, না কিনতে পারবো কোনো ঢাকায় বাড়ি।

আমাদের কিছু একটা করে খেতে হবে। তাই বিবেক একবারে বিসর্জন দিতে পারি না। গরীবের স্বপ্ন দুনিয়াতে যাই করি শেষ বিচারে যে আল্লাহ কাছে বলতে পারি আল্লাহ পাপ যতো তোমার সাথে করছি মাপ করো। তোমার কোনো বান্দার হক নষ্ট করছি না।

আপনাদের কোনো পোস্টে প্রেম নিবেদন করতে পারছি না।

19/05/2024

বাংলাদেশ থেকে কে কে বুশরা বিজয়ে অংশগ্রহণ করবে?

#কুরুলুস_উসমান

17/05/2024

চারুকলার নারীবাদী বিয়ে করেছিলাম ভেবেছিলাম বিবাহিত জীবনটা সুখের হবে। কিন্তু এখন বৌয়ের ফ্যাশন সেন্স দেখলেও বমি আসে। কপালে ইয়া বড় লাল টিপ, ব্লাউজ ছাড়া শাড়ি, এটাই নাকি তার জীবনের একমাত্র ফ্যাশন। বিয়ে, অফিস, ঝড়,বৃষ্টি , বাসর রাত সবখানে এক পোশাক।

প্রথম রাতে মোমবাতি জ্বালিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করতে চেয়েছিলাম। কিন্তু বৌ মোমবাতির সামনে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করেছিল। বৌয়ের বীভৎস চিৎকার শুনে বাবা মা দৌড়ে এসেছিল। পরিবারের সবাইকে শান্ত করে বললাম কিছুই হয়নি তোমরা ফিরে যাও।
বৈশাখ মাসে তার মনের অবস্থা ভালো থাকে না। শাহবাগের চত্ত্বরে ঘুরে বেড়ায়। সারাবছর ইংরেজি মদ খেলেও বৈশাখে খায় ইলিশ আর পান্তা। আর বন্ধুদের সাথে আন্দোলন করে যখন বাড়ি ফেরে তখন গায়ের গন্ধে এলাকার মাছিও মারা যায়।

তার জন্য ভালোবেসে টেডি কিনে এনেছিলাম। সে ওটা ছুড়ে ফেলে দিয়েছে। বলেছে মঙ্গল শোভাযাত্রার পেঁচা ছাড়া কিছুই তার পছন্দ নয়। একটু রাগারাগী করেছিলাম তাই আমাকে পিটিয়ে পাশের ঘর বন্ধ করে গান চালিয়েছিল -

আমরা নারীবাদী,
আমরা সুখী হতে চাই
আমরা নারীবাদী

বলেছিলাম সন্তানকে ডাক্তার বানাবো। উনি রেগে বললেন সন্তানকে জাফর ইকবাল, হুমায়ুন আজাদ বানাবে। আমি মেনে নিয়েছি। কারন এগুলো সব মেনে নেওয়া যায়। কিন্তু এটা কিভাবে মানবো যে, সন্তান নিতে গেলেই বলে মুড নাই। বৈবাহিক ধর্ষণের ভয় দেখায়।
হঠাৎ শুনলাম ওনার পেটে সন্তান এসেছে। আমি জিজ্ঞেস করলাম কিভাবে সম্ভব? ওনার উত্তর ছিল -

একজন নারীকে এসব প্রশ্ন জিজ্ঞেস করতে শরম করে না? ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছু আছে তাই না! স্বামী বলে যা ইচ্ছা তাই বলবেন। Please Respect Women.

সংগৃহীত নূর ইসলাম

06/05/2024

পুরাতন ভিডিও। কিন্তু এইটা কি ঠিক হইছিলো?

26/04/2024

গায়ে হলুদ এর অনুষ্টান সব সময় রাতে ২টার পর হয়।

তারপরও সবাই হলুদ সন্ধ্যা বলে কেনো??

এই গরম না শাস্তি আমাদের প্রাপ্য নয় কি?ছবি সংগৃহীত।
22/04/2024

এই গরম না শাস্তি আমাদের প্রাপ্য নয় কি?
ছবি সংগৃহীত।

21/04/2024

তোমরা এতো গরমে বিয়ে করতে যাও কি ভাবে!!

সাহস আছে তোমাদের।

11/04/2024

যৌবনে কোনো নিয়ম নাই।

09/04/2024

সবার এতো এতো ব্যাক্তিগত চাঁদ মধ্যে লজ্জায় ...... ঈদের চাঁদ উঠেনি।😃😃

09/04/2024

চাঁদ উঠবে আকাশে...
সালামী দিবো বিকাশে।

08/04/2024

উচ্চ আকাঙ্ক্ষা কবর দিতে পারলেই জীবন সুন্দর।

07/04/2024

আমি শিহরিত!!!

আজকে রাতে একবার ও কারেন্ট গেলো না।😳

Address

Habiganj Sadar

Alerts

Be the first to know and let us send you an email when Mohsin The Junior posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohsin The Junior:

Share