11/09/2024
তোমার, আমায় নিয়ে আরেকবার ভাবা উচিৎ!
তোমার আমায় নিয়া আরেকবার ভাবা উচিৎ,
যেভাবে আমায় নিয়ে ভেবেছে সমুদ্র-
ঐ চাঁদের টানে দূরে সরে গিয়েও আবার আমার কাছে ঠিকই ফিরে এসেছে, ঢেউয়ের ঝাপটায় আলিঙ্গন করেছে আমায়।
তুমি বৃষ্টির মতো হলেও চলবে।
একেবারে না পাওয়ার চেয়ে মাঝে মাঝে আসলে-
বৃষ্টি শুধু আমার শরীর ছুয়ে থেমে যায় না, আমার মনটাকেও ছুঁতে পরে।
না হয় তুমি মেঘ হয়ে যেও,
ক্লান্ত শান্ত শরীর নিয়ে, দূর থেকে তোমায় এক পলক দেখেও শান্তি খুঁজে নেবো। তারপর? তারপর, ঐ তো চলেই যাবে! যাবার আগে দু’মুঠো শান্তি তো চাইতেই পারি, না কি?
যাবার আগে তোমার আমায় নিয়ে আরেকবার ভাবা উচিত। সুর্যের মতো আর একবার হলেও আমায় আলিঙ্গন করে যেও -
শেষ আলিঙ্গনে প্রয়োজনে আমি পুড়তে রাজি, তবে অতৃপ্ত আফসোস নিয়ে কচুরিপানার মতো ভাসতে রাজি নই।।
১১ সেপ্টেম্বর ২০২৪
তাসরিফ খান।
#এলোমেলোশব্দমিছিল