Nafiya's Daily Life

Nafiya's Daily Life Welcome To My Page Nafiya's Daily Life
please guys follow me and Support me
and thanks for your Support❤️🫶🤝
(1)

12/10/2025

সব পথের দিকে চেয়ে থাকতে নেই__
সবসময় প্রত্যাশা করতে নেই।
প্রত্যাশা বরাবরই দুঃখ বয়ে আনে।
🖤🥀

10/10/2025

🥀Pre Winter Festival - Habiganj 2025
📍আমিরচাঁন কমপ্লেক্স ২য় তালা

মনের কথা বলতে গেলে কান্না আসে ,-আর চুপ থাকলে কষ্ট বাড়ে !!
04/10/2025

মনের কথা বলতে গেলে কান্না আসে ,
-আর চুপ থাকলে কষ্ট বাড়ে !!

মানুষকে ভুলতে চাওয়া বোকামি। তারা কোথাও না কোথাও থেকেই যায়। হয়তো ভালোবাসায়---!!নয়তো ঘৃণায়। অভিযোগ, অভিমান, অপেক্ষা বা উপে...
02/10/2025

মানুষকে ভুলতে চাওয়া বোকামি।
তারা কোথাও না কোথাও থেকেই যায়।
হয়তো ভালোবাসায়---!!
নয়তো ঘৃণায়।
অভিযোগ, অভিমান, অপেক্ষা বা উপেক্ষায়।
কখনো আংশিক, কখনো বা পুরোপুরি।
অনেকদিনের মনে না পড়া একদিন ফোয়ারার মতো ফেটে বেরিয়ে আসতে থাকে।
কথার শব্দ-!!
হাসির আওয়াজ, চেহারার অস্প'ষ্ট ঝলক,
মন কষাকষির সেই বিচ্ছিরি স্মৃতি সব এক-এক করে মনে পড়তে থাকে।
সত্যি বলতে কেউ কাউকে ভুলতে পারে না।
যা হয় তা হচ্ছে দূরত্ব বাড়ে এবং
স্বীকার করা ছেড়ে দেয় যে-!!!
তোমাকে আমার খুব করে মন পড়ছে----!

30/09/2025

তার সাথে আামার দেখা হয় ২০১৪ সালে,আমি আমার গ্রামের বাড়ির কাউকে হবিগঞ্জে নিজ স্কুলে পেয়ে অনেক খুশি হয়েছিলাম🥰 ওর নাম ছিলো (আইরিন)🥰 তার পর সেই সুন্দর সময় গুলো খুব জলদি চলে যায়,আবার ওর বাবার transfer হয়ে যায়,ওরা গোপালগঞ্জ চলে যায়,তার পর অনেক দিন আর ওর সাথে কোনো যোগাযোগ হয় নি।২০১৮ সালে আবার ওর সাথে কথা হয় প্রায় ২ ঘন্টা আমরা ফোনে কথা বলি😊 তার পর মাঝে মাঝেই আমাদের কথা হতো🥰 ২০১৮ সালের শেষের দিকে আমি যখন আমার গ্রামের বাড়িতে যাই তখন ওর সাথে দেখা করতে ওদের বাসায় যাই 🥰 ২ বছর পর একজন আরএকজনকে দেখে প্রায় কান্না করে ফেলি🥲 তার পর আবার কিভাবে যেনো যোগাযোগ বিছিন্ন হয়ে যায়,২০২১ সালে ফেসবুকে আবার দুজন দুজনকে খুজে পাই এইবার দুজনই নতুন জীবনে এগিয়ে গেছি,মানে ২জনই বিবাহিত 🥰 নিজেদের বিয়ে স্বামী সংসার নিয়ে ২-২.৩০ ঘন্টার মতো কথা হলো,এখন আর যোগাযোগ বিছিন্ন হয় নি ,২০২২ আমার বেবি হলো তখন অনেক কঠিন একটা সময় পার করছিলাম আমি,একতো আমার পরীক্ষা যেটা আমি ওর pregnant অবস্থায় দিচ্ছিলাম,আর তার মধ্যেই আমার ছেলে পৃথিবীতে আসে, বেবি হওয়ার ২ দিন পরই আরএকটা exam ছিলো সেটাও দিলাম, কিন্তু সবকিছুর মাঝে আমার ছেলে হওয়ার কথাটা আমি *আইরিন* কে জানাতে পারি নি🥲
আমার ছেলের ৭ দিনের রাতে আইরি আমাকে মেসেজ করে আমি অনেক সার্থপর আমি অনেক খারাপ ,আমার মতো সার্থপর মেয়ে সে আর একটাও দেখে নি🥲 যে মেয়েটার সবচেয়ে কাছের মানুষ ছিলাম আমি সে আমাকে এইসব বলছে আমি ওকে বুঝাতে পারলাম না যে আমি কি অবস্থায় ছিলাম, আমি ইচ্ছে করে ওকে এতো আনন্দের কথাটা যানাই নি তা না। কিন্তু , ও আমাকে ব্লক করে দিলো শুনলো না আমার কথা🥲
এই পর অনেক বার চেষ্টা করেছি যোগাযোগ করার পারি নি🥲 ২০১৯ এর পর আর বাড়িতে যাওয়া হয়নি,২০২৪ সালে পিংকি আমাকে কল দেয় (পিংকি আমার আর আইরিনের বান্ধবী ) কলদিয়ে বলে আইরিনের কোনো খবর জানস আমি বল্লাম নারে ও তো আমাকে ব্লক করেরাখছে, কিন্তু যানি ওর একটা ছেলে হয়েছে।
পিংকি বল্লো আইরিন মারা গেছে🥲 যা শুনে আমার মনে হলো আমার heart beat টা যেনো বন্ধ হয়ে গেছে❌ আমি শ্বাস নিতে পারছি না, পিংকি বল্লো কি রে শুনতেছোস আমি হু কেমনে কি হলো রে
আমি হাওমাও করে কান্না করছিলাম,
ও বল্লো stroke করে, ওর ২য় বাচ্চা মেয়েটা হওয়ার পর হাই প্রেসারে স্টোক করে🥲
আমি এখনো ওর *মৃত্যুটা* মেনে নিতে পারছি না মাত্র ২৪ বছরই তো হয়েছিলো
তার থেকে বড় কষ্ট পাচ্ছিলাম এই ভেবে যে ওতো আমাকে ভুল বুঝেই চলেগেলো,আমি ওর কাছে খমা ওচাইতে পরলাম না🥲 এই কষ্টটা আমাকে সব সময় কাদায়,বিশেষ করে এই গানটা যখন শুনি তখন ওর কাথা মাথায় আসে আর আমি কাদি🥲
আমার জীবন থেকে আনেকেই চলেগেছেন আল্লাহর কাছে কিন্তু কারো জন্য আমি এই ভাবে কাদিনা🥲🥲
ও বেচে আছে আমার কল্পনা ,আমাদের রেখা আসা স্মৃতিতে 🥰
আল্লাহ যেনো ওকে কবরে ভালো রাখেন🤲

কথাতেই যত্ন ,কথাতেই মায়া,কথাতেই সম্মান ,কথাতেই টান__ কথাতেই সম্পর্কের স্থায়ীত্ব🥀আবার সেই কথাতেই বিচ্ছেদ.!):🍁
29/09/2025

কথাতেই যত্ন ,কথাতেই মায়া,কথাতেই সম্মান ,কথাতেই টান__
কথাতেই সম্পর্কের স্থায়ীত্ব🥀
আবার সেই কথাতেই বিচ্ছেদ.!):🍁

28/09/2025

আশিক ভাইয়ের বাউল ঘর রেস্তোরাঁ 🥰 ゚ #বাউলঘর

24/09/2025

সংসার সংসার সংসার 🤣🤣🤣। ゚

22/09/2025

"পূর্নজন্ম হবে না, সংক্ষিপ্ত জীবনটাকে এই জন্মেই উপভোগ করুন।🏔️💚

Address

Habiganj
Habiganj Sadar
3300

Telephone

+8801716980298

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nafiya's Daily Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nafiya's Daily Life:

Share

Category