30/09/2025
তার সাথে আামার দেখা হয় ২০১৪ সালে,আমি আমার গ্রামের বাড়ির কাউকে হবিগঞ্জে নিজ স্কুলে পেয়ে অনেক খুশি হয়েছিলাম🥰 ওর নাম ছিলো (আইরিন)🥰 তার পর সেই সুন্দর সময় গুলো খুব জলদি চলে যায়,আবার ওর বাবার transfer হয়ে যায়,ওরা গোপালগঞ্জ চলে যায়,তার পর অনেক দিন আর ওর সাথে কোনো যোগাযোগ হয় নি।২০১৮ সালে আবার ওর সাথে কথা হয় প্রায় ২ ঘন্টা আমরা ফোনে কথা বলি😊 তার পর মাঝে মাঝেই আমাদের কথা হতো🥰 ২০১৮ সালের শেষের দিকে আমি যখন আমার গ্রামের বাড়িতে যাই তখন ওর সাথে দেখা করতে ওদের বাসায় যাই 🥰 ২ বছর পর একজন আরএকজনকে দেখে প্রায় কান্না করে ফেলি🥲 তার পর আবার কিভাবে যেনো যোগাযোগ বিছিন্ন হয়ে যায়,২০২১ সালে ফেসবুকে আবার দুজন দুজনকে খুজে পাই এইবার দুজনই নতুন জীবনে এগিয়ে গেছি,মানে ২জনই বিবাহিত 🥰 নিজেদের বিয়ে স্বামী সংসার নিয়ে ২-২.৩০ ঘন্টার মতো কথা হলো,এখন আর যোগাযোগ বিছিন্ন হয় নি ,২০২২ আমার বেবি হলো তখন অনেক কঠিন একটা সময় পার করছিলাম আমি,একতো আমার পরীক্ষা যেটা আমি ওর pregnant অবস্থায় দিচ্ছিলাম,আর তার মধ্যেই আমার ছেলে পৃথিবীতে আসে, বেবি হওয়ার ২ দিন পরই আরএকটা exam ছিলো সেটাও দিলাম, কিন্তু সবকিছুর মাঝে আমার ছেলে হওয়ার কথাটা আমি *আইরিন* কে জানাতে পারি নি🥲
আমার ছেলের ৭ দিনের রাতে আইরি আমাকে মেসেজ করে আমি অনেক সার্থপর আমি অনেক খারাপ ,আমার মতো সার্থপর মেয়ে সে আর একটাও দেখে নি🥲 যে মেয়েটার সবচেয়ে কাছের মানুষ ছিলাম আমি সে আমাকে এইসব বলছে আমি ওকে বুঝাতে পারলাম না যে আমি কি অবস্থায় ছিলাম, আমি ইচ্ছে করে ওকে এতো আনন্দের কথাটা যানাই নি তা না। কিন্তু , ও আমাকে ব্লক করে দিলো শুনলো না আমার কথা🥲
এই পর অনেক বার চেষ্টা করেছি যোগাযোগ করার পারি নি🥲 ২০১৯ এর পর আর বাড়িতে যাওয়া হয়নি,২০২৪ সালে পিংকি আমাকে কল দেয় (পিংকি আমার আর আইরিনের বান্ধবী ) কলদিয়ে বলে আইরিনের কোনো খবর জানস আমি বল্লাম নারে ও তো আমাকে ব্লক করেরাখছে, কিন্তু যানি ওর একটা ছেলে হয়েছে।
পিংকি বল্লো আইরিন মারা গেছে🥲 যা শুনে আমার মনে হলো আমার heart beat টা যেনো বন্ধ হয়ে গেছে❌ আমি শ্বাস নিতে পারছি না, পিংকি বল্লো কি রে শুনতেছোস আমি হু কেমনে কি হলো রে
আমি হাওমাও করে কান্না করছিলাম,
ও বল্লো stroke করে, ওর ২য় বাচ্চা মেয়েটা হওয়ার পর হাই প্রেসারে স্টোক করে🥲
আমি এখনো ওর *মৃত্যুটা* মেনে নিতে পারছি না মাত্র ২৪ বছরই তো হয়েছিলো
তার থেকে বড় কষ্ট পাচ্ছিলাম এই ভেবে যে ওতো আমাকে ভুল বুঝেই চলেগেলো,আমি ওর কাছে খমা ওচাইতে পরলাম না🥲 এই কষ্টটা আমাকে সব সময় কাদায়,বিশেষ করে এই গানটা যখন শুনি তখন ওর কাথা মাথায় আসে আর আমি কাদি🥲
আমার জীবন থেকে আনেকেই চলেগেছেন আল্লাহর কাছে কিন্তু কারো জন্য আমি এই ভাবে কাদিনা🥲🥲
ও বেচে আছে আমার কল্পনা ,আমাদের রেখা আসা স্মৃতিতে 🥰
আল্লাহ যেনো ওকে কবরে ভালো রাখেন🤲
゚