23/09/2025
❤️ মনে থাকা অশান্তি ও শরীরে থাকা ক্লান্তি দূর করতে আপনাকে অবশ্যই আসতে হবে আল্লাহর ঘর,🕌
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই ।📢
— কাজী নজরুল ইসলাম।
তাই আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের প্রিয় শায়েস্তানগর টাউন মসজিদটি, এখানে একবার উপস্থিত হয়ে দেখবেন কতই না শান্তি - দূর হবে আপনার ক্লান্তি।
এখানে উপস্থিত আমাদের প্রিয় মুয়াজ্জিন হুজুর (মোঃ সিরাজুল ইসলাম) ও ইমাম সাহেব (হাজী মোহাম্মদ আব্দুল মোছাব্বির) হুজুররা খুবই সৎ ও আদর্শবান। আল্লাহ তাদেরকে সবসময় আমাদের মাঝে চলার নেক হায়াৎ দান করুন। - আমিন। আর মসজিদে থাকা বাকি সদস্য ও কমিটির পক্ষ থেকে আমাদের মসজিদের উন্নয়ন ও পরিকল্পনা গঠন করার জন্য ধন্যবাদ। যারা দূর-দূরান্ত থেকে দেখছেন যদি আল্লাহর ঘর মসজিদে দান করতে চান তাহলে যোগাযোগ হিসেবে আমাদের মসজিদের প্রিয় মুয়াজ্জিন হুজুরের সাথে কথা বলে আপনার পরিকল্পনা বর্ননা করতে পারেন। আল্লাহ সবাইকে মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং মুক্ত হস্তে দান করাকে কবুল করুন। - আমিন।
📍 লোকেশন: জে,কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজ সংলগ্ন, ট্রাফিক পয়েন্ট, শায়েস্তানগর, হবিগঞ্জ।
✅ যোগাযোগ: মোঃ সিরাজুল ইসলাম।
☎️ মোবাইল: 01746-048745
#মসজিদ #হবিগন্জ #মক্কা #মদিনা #আল্লাহ #আল্লাহু #ইসলাম #রাসূল