08/07/2025
আজ এইরকম দিনে ২০১১ সালের জুলাই মাসের ৮ তারিখ রোজ শুক্রবার বিকাল ০৪:০৭ মিনিটে আমার আদরের ছোট ভাই তামিম চৌধুরী দুনিয়াতে এসেছিল, আমরা সবাই খুব খুশি আনন্দে আত্মহারা সেইদিন। সেইসময় ছিলেন আমার প্রিয় নানাভাই মরহুম আলহাজ্ব আজীম উদ্দিন চৌধুরী (গাজী মিয়া), সেদিন নানাভাই বাড়ি ছেড়ে নাতিকে নিয়ে সময় কাটিয়েছেন, আজ দুঃখ লাগে নানাভাই আমাদের কাছে নেই আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। - আমিন। সেইসময় ছিলেন কুমিল্লার নানু তিনি হাসপাতালে ৩ দিন থেকে তামিমকে অনেক যত্ন করেছেন আজ তিনি কোমড়ের অপারেশন করে সেবায় নিয়োজিত আছেন আল্লাহ উনাকে সুস্থতার সাথে নেক হায়াৎ দান করুন। - আমিন। সেইসময় ছিলো আমার মেজো ভাই ফাহিম চৌধুরী ২০২৩ থেকে আজ সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কানাডায় বসবাসরত আছে আল্লাহ তাকে সফল হওয়ার নেক তৌফিক ও নেক হায়াৎ দান করুন। - আমিন। সেইসময় আমি, আব্বু-আম্মু থেকে আমরা সবাই তার আগমনে শুধু খুশি আর খুশি। আলহামদুলিল্লাহ আজ মহান আল্লাহর অশেষ রহমতে তার ১৪ বছর পূর্ণ হলো, আজ তার জন্মদিন 🎂🎈 আর জন্মদিনে বড় ভাই হিসেবে তাকে জন্মের পর থেকে এখন পর্যন্ত সংগ্রহ করা স্মৃতিগুলো উপহার দিলাম। আপনাদের সবাইকে ও দেখার অনুরোধ রইলো। শেষ কথা বলতে চাই শুভ জন্মদিন আমার আদরের ভাই, আমি সবসময় মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমাদের সকলের মুখ উজ্জ্বল করার নেক তৌফিক দান করুন এবং সর্বদা ঈমানি পথে চলার নেক হায়াৎ দান করুন।
- আমিন।