MD Mahin Uddin Chowdhury Lifestyle

MD Mahin Uddin Chowdhury Lifestyle This page can be geared toward my Personal Lifestyle, Travel, Restaurants and Event Vlogs.

08/07/2025

আজ এইরকম দিনে ২০১১ সালের জুলাই মাসের ৮ তারিখ রোজ শুক্রবার বিকাল ০৪:০৭ মিনিটে আমার আদরের ছোট ভাই তামিম চৌধুরী দুনিয়াতে এসেছিল, আমরা সবাই খুব খুশি আনন্দে আত্মহারা সেইদিন। সেইসময় ছিলেন আমার প্রিয় নানাভাই মরহুম আলহাজ্ব আজীম উদ্দিন চৌধুরী (গাজী মিয়া), সেদিন নানাভাই বাড়ি ছেড়ে নাতিকে নিয়ে সময় কাটিয়েছেন, আজ দুঃখ লাগে নানাভাই আমাদের কাছে নেই আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। - আমিন। সেইসময় ছিলেন কুমিল্লার নানু তিনি হাসপাতালে ৩ দিন থেকে তামিমকে অনেক যত্ন করেছেন আজ তিনি কোমড়ের অপারেশন করে সেবায় নিয়োজিত আছেন আল্লাহ উনাকে সুস্থতার সাথে নেক হায়াৎ দান করুন। - আমিন। সেইসময় ছিলো আমার মেজো ভাই ফাহিম চৌধুরী ২০২৩ থেকে আজ সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কানাডায় বসবাসরত আছে আল্লাহ তাকে সফল হওয়ার নেক তৌফিক ও নেক হায়াৎ দান করুন। - আমিন। সেইসময় আমি, আব্বু-আম্মু থেকে আমরা সবাই তার আগমনে শুধু খুশি আর খুশি। আলহামদুলিল্লাহ আজ মহান আল্লাহর অশেষ রহমতে তার ১৪ বছর পূর্ণ হলো, আজ তার জন্মদিন 🎂🎈 আর জন্মদিনে বড় ভাই হিসেবে তাকে জন্মের পর থেকে এখন পর্যন্ত সংগ্রহ করা স্মৃতিগুলো উপহার দিলাম। আপনাদের সবাইকে ও দেখার অনুরোধ রইলো। শেষ কথা বলতে চাই শুভ জন্মদিন আমার আদরের ভাই, আমি সবসময় মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমাদের সকলের মুখ উজ্জ্বল করার নেক তৌফিক দান করুন এবং সর্বদা ঈমানি পথে চলার নেক হায়াৎ দান করুন।

- আমিন।

06/07/2025

🧁 বনফুল - Banoful Sweets Shop🍦
Location: kushumbag,Moulovibazar.

04/07/2025

1️⃣ To 9️⃣9️⃣ plus Collection Shop,
Location - Kushumbag, Moulovibazar.

02/07/2025

আমার ছেলে মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী (হামজা চৌধুরী) সাহেবের আকিকা অনুষ্ঠান। 🐐✅

23/06/2025

🌙 কুরবানী ঈদ ২০২৫ 🐂 #কুরবানী #ঈদুল_আযহা #ঈদ োবারক ゚シ゚ ゚videoviralシallシ2025

21/06/2025

🛒 মৌলভীবাজারের সবথেকে বড় বাজার,
পশ্চিম বাজার, মৌলভীবাজার। #মৌলভীবাজার #বাজার ゚シ゚ ゚videoviralシallシ2025

16/06/2025

আসসালামু আলাইকুম,
অনেক দিন ধরে ফেসবুক থেকে নিখোঁজ ছিলাম, খাওয়া দাওয়া, ঘুমানো, আত্মীয়-স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারি নি, মাথায় অনেক চাপ ছিল। বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত কাউকে ঈদের শুভেচ্ছা জানাতে পারি নি, আজকে অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম একটি খুশির খবর আপনাদের নতুন মেহমান আমাদের চৌধুরী পরিবারের এক নতুন মুখ। আজ থেকে গত ছয় দিন আগে এই জুন মাসের ১০ তারিখ রোজ মঙ্গলবার রাত ৮:১৭ মিনিটে মহান আল্লাহর অশেষ রহমতে আমার ছেলে দুনিয়াতে আগমন করলেন। আলহামদুলিল্লাহ আমি প্রথম ছেলে সন্তানের পিতা হলাম। সবকিছু মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে সম্পন্ন হলো তিনি আমাকে মায়া করেন বলে পিতা ডাকটা শোনালেন। আল্লাহ আপনি মহান, রহিম-রহমান, আপনার প্রশংসা করে শেষ করা যাবে না আপনি আমাদের পালনকর্তা।
নবীজীর সুন্নাত অনুযায়ী ৭ দিনে মধ্যে আকিকা করা উওম তাই আম্মু-আব্বুকে নিয়ে উনাদের নাতির জন্য হুজুরকে দিয়ে আমার ছেলের নাম রাখার অনুষ্ঠানটি আদায় করলাম। ইসলামিক নাম অনুযায়ী আমি আমার ছেলের নাম আমার নামের সাথে মিল রেখে ফুল নাম মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী রাখলাম আর তার দাদা-দাদুর পছন্দ অনুযায়ী সংক্ষিপ্ত ডাক নাম হিসেবে হামজা চৌধুরী রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন।
আপনাদের সকলের কাছে চাওয়া আমার ছেলের জন্য বেশি বেশি দোয়া করবেন, সে বড় হয়ে ইসলামের পথে চলতে পারে, আত্মীয় স্বজনদের হক আদায় করতে পারে, লেখা-পড়া করে একজন আদর্শ মানুষ হয়ে সাধারণ মানুষের সেবা ও আমাদের চৌধুরী পরিবারের মুখ উজ্জ্বল করতে পারে। আল্লাহ তাকে সকল বিপদ-আপদ থেকে দূরে থাকার এবং জটিল রোগ সমূহ থেকে সুস্থ থাকার নেক হায়াৎ দান করুন। - আমিন।

#হামজা
゚シ゚

Address

Sylhet
Habiganj Sadar
3300

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Mahin Uddin Chowdhury Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share