Life Struggle

Life Struggle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Life Struggle, Habiganj.
(1)

02/07/2025

HSC 🔥 শেষ মুহূর্তের প্রস্তুতি! পাশ মার্ক নিশ্চিত করুন 🤩

02/07/2025

অবিশ্বাস্য, অসাধারণ, দুর্দান্ত! 🔥

র‍্যাংকিং ৭৩ ধাপ এগিয়ে থাকা মায়ানমারকে ২-১ গোলে পরাজিত করলো বাংলার বাঘিনীরা! 🇧🇩❤️

30/06/2025

কাজের প্রতি মনোযোগী হোন। অন্যের দোষ খুজা শেষ হলে , নিজের দোষ খুঁজে বের করুন। এবং ভুলগুলো শুধরে নিন।

29/06/2025

PSG এক হালি পূর্ণ করলো ৪৫ মিনিটে.....আরো ৪ টি দিলে কেমন হয়?
আজ ইন্টার মায়ামি শেষ 😁

29/06/2025

সিলেট বোর্ডের বাংলা ২য় পত্র পরীক্ষা কেমন কমন পড়লো??

বিয়ের দিন যখন মেয়ে পালিয়ে যায়, তখন গরিব বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।কাঁধে লাখ টাকার দেনা, চোখে সবার তিরস্কার, আর ভিতরে...
29/06/2025

বিয়ের দিন যখন মেয়ে পালিয়ে যায়, তখন গরিব বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।
কাঁধে লাখ টাকার দেনা, চোখে সবার তিরস্কার, আর ভিতরে শুধু একটা প্রশ্ন—"আমি কি এতটাই ব্যর্থ একজন বাবা?😭
তাই সবার কাছে একটা ঐ অনুরোধ কখন মা - বাবা কে সবার কাছে ছোট করবেন 🙏

আমার বেতনে পোষায় নাই বলে ম্যাজিস্ট্রেসি (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) ছেড়ে সাংবাদিকতায় এসেছি। আপনার বেতনে না...
23/06/2025

আমার বেতনে পোষায় নাই বলে ম্যাজিস্ট্রেসি (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) ছেড়ে সাংবাদিকতায় এসেছি। আপনার বেতনে না পোষালো আপনি সে চাকরি করবেন কেনো? আমি কোনোদিন আমার যোগ্যতার কম বেতনে চাকরি করিনি। আমার যোগ্যতা অনুযায়ী শুরু থেকে বেতন পেয়ে এসেছি, এখনো পাই। বেতন সৃষ্টি করে বাজার। নিজেকে অপরিহার্য করে গড়ে তোলেন। বেতন এমনিতেই বেড়ে যাবে। টাকা পয়সা,খ্যাতি এমনিতেই হইব একদিন।
কে বলেছে সাংবাদিকতা মহান পেশা? পৃথিবীতে মহান পেশা বলে কোনো পেশা নেই। পেশা কখনো মহান হতে পারে না। মহান হয় ব্যক্তি।
----খালেদ মুহিউদ্দিন

বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি, যিনি 'বিসিএস' পরীক্ষায় দুইবার প্রথম হয়েছেন ! বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “জনাব,...
23/06/2025

বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি, যিনি 'বিসিএস' পরীক্ষায় দুইবার প্রথম হয়েছেন !

বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “জনাব, নাজিম উদ্দিন, আপনি কেন আগেরবার প্রথম হয়েও সিভিল সার্ভিসে যোগদান করলেন না?”
ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করেছে।
পাশ করেই বিসিএস পরীক্ষা দিল এবং প্রচণ্ড পরিশ্রমের ফল হিসেবে প্রথম হল (১০ম বিসিএস পরীক্ষা)।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই ছেলে চাকরিতে যোগদান করলো না।

পরবর্তীতে ১২তম বিসিএস পরীক্ষা চলে এলো এবং সেই ছেলে আবার ভাইভাতে উপস্থিত!
ভাইভা বোর্ডের উপস্থিত সবাই অবাক হয়ে দেখল এই ছেলে ১০ম বিসিএস পরীক্ষায় প্রথম মেধাস্থানে ছিল।
বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন,
“জনাব, নাজিম উদ্দিন, আপনি কেন আগেরবার প্রথম হয়েও সিভিল সার্ভিসে যোগদান করলেন না?”

উত্তরে নাজিম উদ্দিন জানালেন,
আগেরবার বিসিএস পরীক্ষায় প্রথম হওয়ার পরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করেন,
তাই আর সিভিল সার্ভিসে যোগদান করেন নি।

তারপর, বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “এবার কেন আপনি আবার বিসিএস পরীক্ষা দিয়েছেন?”
উত্তরে নাজিম উদ্দিন যা জানালেন তাতে বোর্ড কর্তাদের চক্ষু চড়কগাছ!
নাজিম উদ্দিনের সরল উত্তর, “আসলে আমি একটু যাচাই করে দেখলাম, আমার সেই মেধা আর প্রস্তুতি ঠিক আছে কিনা”।

নাজিম উদ্দিন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সি‌স্টেমস বিভাগের প্রফেসর নাজিম উদ্দিন ভূঁইয়া, এফসিএমএ।

তিনি দ্বিতীয় বারেও বিসিএস পরীক্ষায় প্রথম হন।

কিন্তু যোগদান করেননি, পেশা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকেই বেছে নেন।

বাংলাদেশের ইতিহাসে একজন মানুষই বিসিএসে দুইবার প্রথম হয়েছেন, কিন্তু তিনি নিজেকে মহাজ্ঞানী ভেবে যাকে-তাকে তুচ্ছতাচ্ছিল্য করেননি।

কারণ, তিনি জানতেন, “যিনি যত বেশি জ্ঞানী, তিনি তত বেশি বিনয়ী।

#অনুপ্রেরণা #ঢাবি

নাজমুল হাসান শান্তর শতক!
21/06/2025

নাজমুল হাসান শান্তর শতক!

একাকিত্ব কখনো বিশ্বাস ঘাতকতা করে না।
19/06/2025

একাকিত্ব কখনো বিশ্বাস ঘাতকতা করে না।

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Struggle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life Struggle:

Share