KhairunNesa. & Daily Life

KhairunNesa. & Daily Life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KhairunNesa. & Daily Life, Digital creator, Habiganj Sadar.

পাসপোর্ট জটিলতার কারনে লোকটিকে (হজযাত্রী)  নিরাপত্তা বাহিনিরা আটকে দেয়। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান,তখন সে কান্না করতে থাক...
27/05/2025

পাসপোর্ট জটিলতার কারনে লোকটিকে (হজযাত্রী) নিরাপত্তা বাহিনিরা আটকে দেয়। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান,তখন সে কান্না করতে থাকেন। নিরাপত্তা বাহিনিরা তাকে শান্তনা দিয়ে বলেন" মন খারাপ করোনা,আল্লাহ হয়তো তোমার জন্য এবারের হজ্জ কবুল করেনি। -লোকটি উত্তর দেয়,আমি হজ্জের নিয়তে এসেছি,আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে আমাকে নিতে। পরক্ষণেই খবর এলো যান্ত্রিক ত্রুটি থাকার কারনে বিমান পুনরায় ফেরত আসছে।
L
আসার পর ত্রুটি সেরে নেয় এবং ক্যাপ্টেইন তাকে না নিয়ে প্লেন নিয়ে ২ বারের মতো উড়াল দেয়।

এরপর ঝড়ের কারনে বিমান আবার ৩য় বারের মতো ফিরে এসে জরুরি অবতরন করেন। এরপর ক্যাপ্টেইন ওই যাত্রীকে বলেন " আল্লাহর কসম আমি আর উড়বোনা,যতোক্ষণ না আপনি প্লেনে উঠেন। অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়েই সৌদি আরবে হজ্জের উদ্দেশ্যে রওনা দেয়।❤️

একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তু...
22/05/2025

একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।

আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না। একটা আক্ষেপ জন্ম নিবে তোমার ভিতরে।

রাত গভীর হলে আমার ফেইসবুক ওয়াল ঘুরতে মন চাইবে। হয়তো সব বাঁধা ভেঙ্গে, মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে। হাসবে। রাগ করবে। কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না। এর চেয়ে আর বড় কি কষ্ট থাকতে পারে?

কোন এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙ্গে ফোন চেক করে দেখবে আমার কোন টেক্সট আছে কি না। আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল। আমি তো কোন অন্যায় করি নি।

এখন যার সাথে আছ তাকে নিয়ে যতই সুখে থাক, যতই ভাল থাক আমি জানি আমাকে তোমার মনে পড়বেই। কারন আমি তোমাকে ঠকাই নি। তার সাথে কাটানো প্রতিটি সুখময় মুহুর্তে আমি থাকবো তোমার মস্তিষ্কের একটা কোনায়। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে?

আমাকে কষ্ট দেয়ার প্রতিটি পাপ তোমাকে ঘিরে ধরবে। একদিন তুমিও অসুখী হবে। একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাবে। কিন্তু চোখের পানি আর আসবে না।

এক শীতে সমুদ্র স্নান করতে যাবে। সাথে প্রিয় মানুষটা থাকবে। অথচ সেখানে আমার থাকার কথা ছিল।

এক জোৎস্নার রাতে আকাশ দেখে তোমার চোখের কোনায় পানি জমবে। এত সুন্দর রুপালি জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে আর কষ্ট তোমাকে জাপ্টে ধরবে না তা হবে না।

একদিন আমাকে দেখার জন্য আকুল হবে। রাস্তায় খুঁজবে। পাবে না। সেদিন আঘাত লাগবে। সেদিন বুঝবে কি অন্যায় করেছ। একদিন বুঝবে ভাল একটা সম্পর্ক শেষ করে কেউ ভাল থাকে না। একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায়। সেদিন চাইলেও আর নিজেকে ভাল রাখতে পারবে না।

একদিন আমিও সুখী হব। কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজব না। তোমার দেয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে। কিন্তু আমি আর তোমাকে

মনে করবো না!

21/05/2025

শুভ রাত্রি
🥱

11/05/2025

প্রতিটা মূহুর্তে মেজাজ হারাচ্ছি, হুট করে কোথায় থেকে রাগ উঠে যায়, চোখের সামনে অন্যায় দেখে মেনে নিতে পারিনা রাগ হয়, আবার একটু পরই বিষন্নতা চেপে ধরে,খুব কান্না পায়,আমাকে কেউ ভুল বুজলে মেনে নিতে কষ্ট হয়, উত্তর দিতে মনে হয়ে চুপ করে থাকতে পারি না, মিথ্যা দিয়ে বুজানো টা অল্পতেই বুজে পেলি সেটাও মানতে পারছিনা, যতখন হাসিখুশি থাকি ঠিক ততখন ই ভালো, একা হয়ে গেলে দুনিয়ার সব কিছু চোখের সামনে বা কে কি বললো সব কিছু মনে পরে যায়, তখন খুব টেনশন হয় মাথায় ধরে যায়, বিতরে বিতরে জীৎ উঠে, কেন আমাকে বললো আমি তো কোন অন্যায় করি নাই 🥺 এই যে মিনিটে মিনিটে অনুভূতি পাল্টাচ্ছে, এটা নিয়ে আমি নিজেও এখন খুব ক্লান্ত মনে হয়, কাছের মানুষ গুলো অবহেলা করছে বুজতেছে না আমি কি চাই, আমি বুজাতে ও পারিনা 😤 রাতে ঘুম হয়, কেউ আমাকে জোর করলে মেনে নিতে পারি না, আমার যা ইচ্ছে মন চায় তাই করতে ইচ্ছে করে, এক কাজ বারবার করতে মন চায় না, আমি জানি না আমার কী হয়েছে! জানি না আমার কী করা দরকার! 😌
জানি না আমার কীসের অভাব আমি নিজের এতো বদলানোর কারণটাও জানি না।
শুধু জানি, আমি আগ্রহ হারাচ্ছি! ধীরে ধীরে… সবকিছুর উপর থেকে..
জানিনা কি করা উচিত আমার সমস্যা টা কোথায়..?

নাকি কোনো ডাক্তারের পরামর্শ নিবো 🙂🖤

সেই স্বাদ পাওয়া মতো রেসিপি, কচুর লতি চিংড়ি
06/05/2025

সেই স্বাদ পাওয়া মতো রেসিপি,
কচুর লতি চিংড়ি

05/05/2025

আলহামদুলিল্লাহ

27/04/2025

আল্লাহ তুমি আমাকে ধৈর্য্য দাও আমি যে আর পারছিনা ডিপ্রেশনে আমাকে শেষ করে দিচ্ছে

27/04/2025

জীবনের সাথে আজও হিসেবটা মিলাতে পারি নি, যে কপাল সেই কপাল ই রয়ে গেল 😢

25/04/2025

শুভ রাত্রি
🥰

মামার বাড়ি আম কুরাতে সুখ,  কিন্তু মামার বাড়ির আম খাওয়ার ভাগ্য নাই, শুশোড় বাড়ি  কাচা আমের ভর্তা 😋😋
25/04/2025

মামার বাড়ি আম কুরাতে সুখ, কিন্তু মামার বাড়ির আম খাওয়ার ভাগ্য নাই, শুশোড় বাড়ি কাচা আমের ভর্তা 😋😋

Address

Habiganj Sadar

Website

Alerts

Be the first to know and let us send you an email when KhairunNesa. & Daily Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share