16/07/2025
প্রকৃত মৃত্যু হচ্ছে ক্বলবের মৃত্যু, আর ক্বলবের মৃত্যু ঘটে জিকির থেকে দূরে থাকার মাধ্যমে। আফসোসের বিষয় হচ্ছে, আমরা মানুষের মৃত্যুতে ব্যথিত হই, কিন্তু ক্বলবের মৃত্যুতে ব্যথিত হই না! কারণ, ক্বলবের মৃত্যু ঘটে আমাদের খুব অগোচরে। আমরা নিশ্চিন্তে তাজা দেহের ভেতরেই একটা মরা ক্বলব নিয়ে চলাফেরা করি। কী বোকা আমরা!