JARS ECT.

JARS ECT. Wellcome. RSAM ETC is a fictional name. On this page you will find quality writing and all kinds of video content. Thanks for staying with syamanginiy.

22/07/2025

কতটা হৃদয়বিদারক, কথাগুলো শুনলে বুঝবেন। #মাইলস্টোন

কি হৃদয়বিদারক কি যন্ত্রণাদায়ক মৃত্যুআহা বাগানের ফুলগুলা ঝরে গেলো!💔
22/07/2025

কি হৃদয়বিদারক কি যন্ত্রণাদায়ক মৃত্যু
আহা বাগানের ফুলগুলা ঝরে গেলো!💔

My Love💓My Lifeline 💞
05/07/2025

My Love💓
My Lifeline 💞

Happy 1st marriage anniversary my husband 😘🎉. অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে আপনার ভবিষ্যতের জন্য। এতোদিন তো আমাকে অনেক...
05/07/2025

Happy 1st marriage anniversary my husband 😘🎉. অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে আপনার ভবিষ্যতের জন্য। এতোদিন তো আমাকে অনেক সহ্য করেছেন দোয়া করি ভবিষ্যতেও এই ধৈর্য অটুট থাকুক আপনার। শুনেছি নজর খুব খারাপ জিনিস। কখনো সখনো মায়ের নজরও লেগে যায় সন্তানের ওপর। তাই ভয় পাচ্ছি আপনার এতো ভালোবাসায় যদি আমার নিজের ই নজর লেগে যায়😧।আমাকে আগলে রাখার জন্য ধন্যবাদ। আমাকে ঠিক ভুল চিনিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। আমাকে সর্ব অবস্থায় সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আমাকে আপনার বাম পাজরে ঠাই দেয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে এতো এতো ভালোবাসার জন্য।আজকে এতো সুন্দর একটা দিনে আপনার পাশে থাকতে পারছি না আমি😔তার জন্য আমাকে ক্ষমা করবেন।আমার নিয়তি আমাকে এই দিনে আপনার পাশে থাকতে দিচ্ছে না আমি তার জন্য দু:খিত।আশা করছি আগামী বছর অবশ্যই আপনার পাশে থাকবো।আল্লাহর কাছে আমার চাওয়া তিনি যেন আপনাকে আর আমাকে দীর্ঘ দিন একসাথে রাখেন।আপনার সাথে আমার হাজার বছর কাটানোর ইচ্ছা।আপনাকে আল্লাহ সুস্থ রাখুন। আমার শেষ নি:শ্বাস পর্যন্ত তিনি যেন আপনাকে আমার পাশেই রাখেন।

ভালোবাসি আপনাকে আমি। অনেক ভালোবাসি। 😘🥰

আপনার বাকাহাড়।🥰

আরাভ মাসাবীহ

প্রিয় বউ মায়া পরী আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে তোমাকে অভিনন্দন। আমাকে এতটা সহ্য করার জন্য সত্যিই তোমাকে অনেক অনেক ধন্...
05/07/2025

প্রিয় বউ মায়া পরী
আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে তোমাকে অভিনন্দন। আমাকে এতটা সহ্য করার জন্য সত্যিই তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যদিও আমাদের এখনও দেখা হয়নি, আর আমাদের বিয়েটা হয়েছে ফোনের মাধ্যমে, তবুও আমার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা আর শ্রদ্ধা একটুও কম নয়। এই এক বছরে আমরা দুজন দুজনকে চিনেছি ফোনের মাধ্যমে, আর আমার মনে হয় এটাই আমাদের ভালোবাসার গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে।

আমাদের এই নতুন সম্পর্কটা সত্যিই অন্যরকম। যেখানে অনেকেই সামনাসামনি দেখেই একে অপরের প্রেমে পড়ে, সেখানে আমরা ফোনের মাধ্যমেই একে অপরের মন জয় করেছি। তোমার কণ্ঠস্বর, তোমার হাসি, তোমার প্রতিটি কথা আমার জীবনে এক নতুন আনন্দ নিয়ে এসেছে। আমি জানি, এই প্রথম বছরটা হয়তো অনেক চ্যালেঞ্জের ছিল, কিন্তু আমরা দুজনই একে অপরের পাশে থেকেছি, একে অপরকে সমর্থন দিয়েছি। এটাই আমাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি।

আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই দিনের জন্য, যেদিন আমরা সামনাসামনি হবো। আমি বিশ্বাস করি, আমাদের এই দীর্ঘ অপেক্ষা আমাদের সম্পর্ককে আরও মজবুত করবে। তুমি আমার জীবনে আসা এক আশীর্বাদ। তোমার সাথে কথা বলা আমার সারাদিনের ক্লান্তি দূর করে দেয়, আর তোমার ভালোবাসার স্পর্শ অনুভব করি প্রতিটি মুহূর্তে। এই নতুন দিগন্তের সূচনায়, আমি তোমার সাথে আরও অনেক সুন্দর স্মৃতি তৈরি করার স্বপ্ন দেখি।

আমাদের এই প্রথম বিবাহ বার্ষিকীতে আমি শুধু একটাই প্রার্থনা করি, আমাদের ভালোবাসা যেন এভাবেই অটুট থাকে। আমি জানি, আমাদের এই পথচলা হয়তো সহজ হবে না, কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ যে তোমার সাথে প্রতিটি বাধা পেরিয়ে যাবো। আমি তোমার সাথে আমার বাকি জীবনটা কাটাতে চাই। তোমার সাথে দেখা হওয়ার দিনটার অপেক্ষায় আছি, যখন আমরা একে অপরের চোখে চোখ রেখে বলতে পারবো, "আমি তোমাকে ভালোবাসি।"
অনেক ভালোবাসা আর শুভকামনা।
(হৃদু)

Happy birthday Dear husband ❤️👑
27/06/2025

Happy birthday Dear husband ❤️👑

27/06/2025

-𝐇𝐚𝐩𝐩𝐲 𝐁𝐢𝐫𝐭𝐡𝐝𝐚𝐲 😺 my king👑

-𝐌𝐚𝐧𝐲 𝐌𝐚𝐧𝐲 𝐇𝐚𝐩𝐩𝐲 𝐑𝐞𝐭𝐮𝐫𝐧𝐬 𝐎𝐟 the day😺😺
_ আপনার , জীবনের প্রতিটা ক্ষণ আনন্দময় হোক এই কামনা করি🤲🍒
_ আশা করি সারা জীবন আমাকে নিয়ে সুখে থাকবেন।
সবসময় ভালো থাকবেন, এই কামনাই করি'!

_আজকের এই দিনে সবকিছু নতুন করে শুরু করুন।

__সুখের স্মৃতি টুকু আর আমাকে কাছে রাখুন।
দুঃখ যা ছিলো তা মুছে ফেলুন।🌼🌻

__ পরিবার আর প্রিয় মানুষদের নিয়ে সবার সাথে মিলেমিশে আপনার প্রতিটা দিন ভালো কাটান।

__আমাকে আপনার জীবনে জড়িয়ে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ভালোবাসায় আরো হাজার বছর পাশাপাশি একসাথে বেচে থাকতে চাই। আপনার সঙ্গ আমার জীবনের শেষ দিন পর্যন্ত চাই।

-জন্মদিনের শুভেচ্ছা জানাই আবারো। 🍒

𝗛𝗮𝗽𝗽𝘆 𝗯𝗶𝗿𝘁𝗵𝗱𝗮𝘆 🎂🍰🍦
𝘄𝗶𝘀𝗵 𝘆𝗼𝘂 𝗺𝗮𝗻𝘆 𝗺𝗮𝗻𝘆 𝗵𝗮𝗽𝗽𝘆 𝗿𝗲𝘁𝘂𝗿𝗻'𝘀 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗱𝗮𝘆...🍰🎂

🥀🤗
ℍ𝕒𝕡𝕡𝕪 𝔹𝕚𝕣𝕥𝕙𝕕𝕒𝕪

স্বামীজান👑❤️

আরাভ মাসাবীহ -𝐇𝐚𝐩𝐩𝐲 𝐁𝐢𝐫𝐭𝐡𝐝𝐚𝐲 😺 my king👑-𝐌𝐚𝐧𝐲 𝐌𝐚𝐧𝐲 𝐇𝐚𝐩𝐩𝐲 𝐑𝐞𝐭𝐮𝐫𝐧𝐬 𝐎𝐟 the day😺😺_ আপনার , জীবনের প্রতিটা ক্ষণ আনন্দময় হোক ...
27/06/2025

আরাভ মাসাবীহ

-𝐇𝐚𝐩𝐩𝐲 𝐁𝐢𝐫𝐭𝐡𝐝𝐚𝐲 😺 my king👑

-𝐌𝐚𝐧𝐲 𝐌𝐚𝐧𝐲 𝐇𝐚𝐩𝐩𝐲 𝐑𝐞𝐭𝐮𝐫𝐧𝐬 𝐎𝐟 the day😺😺
_ আপনার , জীবনের প্রতিটা ক্ষণ আনন্দময় হোক এই কামনা করি🤲🍒
_ আশা করি সারা জীবন আমাকে নিয়ে সুখে থাকবেন।
সবসময় ভালো থাকবেন, এই কামনাই করি'!

_আজকের এই দিনে সবকিছু নতুন করে শুরু করুন।

__সুখের স্মৃতি টুকু আর আমাকে কাছে রাখুন।
দুঃখ যা ছিলো তা মুছে ফেলুন।🌼🌻

__ পরিবার আর প্রিয় মানুষদের নিয়ে সবার সাথে মিলেমিশে আপনার প্রতিটা দিন ভালো কাটান।

__আমাকে আপনার জীবনে জড়িয়ে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ভালোবাসায় আরো হাজার বছর পাশাপাশি একসাথে বেচে থাকতে চাই। আপনার সঙ্গ আমার জীবনের শেষ দিন পর্যন্ত চাই।

-জন্মদিনের শুভেচ্ছা জানাই আবারো। 🍒

𝗛𝗮𝗽𝗽𝘆 𝗯𝗶𝗿𝘁𝗵𝗱𝗮𝘆 🎂🍰🍦
𝘄𝗶𝘀𝗵 𝘆𝗼𝘂 𝗺𝗮𝗻𝘆 𝗺𝗮𝗻𝘆 𝗵𝗮𝗽𝗽𝘆 𝗿𝗲𝘁𝘂𝗿𝗻'𝘀 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗱𝗮𝘆...🍰🎂

🥀🤗
ℍ𝕒𝕡𝕡𝕪 𝔹𝕚𝕣𝕥𝕙𝕕𝕒𝕪

স্বামীজান👑❤️

25/06/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Mojaffar Ahmad, Kobita Akter

23/06/2025

যেমন কর্ম তেমন ফল।

এত সংকট। এত বিস্ময়। এত অপ্রাপ্তি।যোগফল টানতে টানতে খাতা ফুরিয়ে যায়।আহা, জীবন! 🦋💔
14/06/2025

এত সংকট। এত বিস্ময়। এত অপ্রাপ্তি।
যোগফল টানতে টানতে খাতা ফুরিয়ে যায়।
আহা, জীবন! 🦋💔

12/06/2025

মনে রাইখো জীবনে অনেক মানুষ পাইবা, কিন্তু আমার মত গুরুত্ব দিবে এমন মানুষ পাবা নাহ্.!😊💔

Address

Habiganj
Habiganj Sadar
3301

Alerts

Be the first to know and let us send you an email when JARS ECT. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JARS ECT.:

Share