আদর্শ লাইব্রেরী - Aadarsho Library

আদর্শ লাইব্রেরী - Aadarsho Library অফলাইনে বইয়ের জগতে আমাদের রয়েছে দীর্?

(বই সম্পর্কে বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।)
বই সংগ্রহ করতে আমাদেরকে মেসেজ করুন।
অথবা, কল করুন 01750-228204 নাম্বারে।
আপনি_আমাদের_থেকে_কেন_বই_কিনবেন?
১। অফলাইনে বইয়ের জগতে আমাদের রয়েছে দীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতা।
২। সারাদেশে বিশ্বস্ততার সহিত আমরা অনলাইনে বিগত ২ বছর যাবৎ সার্ভিস দিয়ে আসছি।
৩। আমরা সৃজনশীল সেবায় বিশ্বাসী।
৪। আমাদের বইগুলো সবসময় অত্যন্ত যত্নসহকারে পলির‍্যাপিং করা থাকে।
৫। আমরা সবসময়

নির্বাচিত বইসমূহ সংগ্রহ করে থাকি।
৬। বই সংগ্রহের ক্ষেত্রে আমরা কোয়ালিটিকে প্রাধান্য দেই।
৭। আমরা বইয়ের ন্যায্য মূল্য নিশ্চিত করে থাকি।
৮। পোস্ট অফিস ও কুরিয়ারের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে আমরা বই পৌঁছে দেই।
৯। দেশের যেকোনো প্রান্তে বই পাঠানোর ক্ষেত্রে পোস্ট অফিস বা কুরিয়ার কর্তৃপক্ষ যত টাকা খরচ ধার্য করে, আমরা তত টাকাই গ্রাহকদের কাছ থেকে নিয়ে থাকি।
১০। আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে। তবে এই ক্ষেত্রে কুরিয়ার কর্তৃপক্ষ খরচ একটু বেশি নেয়। সাধারণ ভাবে একটি বই পাঠাতে তারা খরচ নেয় ৪০ টাকা। আর ক্যাশ অন ডেলিভারিতে খরচ নেয় ১৩০ টাকা। তাই গ্রাহকদেরকে আমরা সবসময় অগ্রীম পেমেন্ট করে বই নিতে অনুরোধ করে থাকি।
১১। তবে পোস্ট অফিস মারফতে বই নিলে আমাদেরকে কোনো অগ্রীম পেমেন্ট করা লাগে না। কারণ, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে পোস্ট অফিস কোনো বাড়তি চার্জ নেয় না।
১২। কুরিয়ারে বই নিতে চাইলে অর্ডার কনফার্ম করার দিন থেকে ২/৩ কার্যদিবসের মধ্যে বই হাতে পাবেন।
১৩। পোস্ট অফিস থেকে বই নিতে চাইলে অর্ডার কনফার্ম করার দিন থেকে ৫/৬ কার্যদিবসের মধ্যে বই হাতে পাবেন।
১৪। বিকাশ, রকেট, নগদ ও ব্যাংকিং মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন।
(বই সংগ্রহ করার শতভাগ ইচ্ছা থাকলেই কেবল অর্ডার কনফার্ম করবেন। নতুবা অর্ডার কনফার্ম করবেন না দয়া করে। কারণ, অনেক দায়িত্বহীন ব্যক্তি অর্ডার কনফার্ম করে, কিন্তু পরবর্তীতে বই পোস্ট অফিস থেকে সময়মত সংগ্রহ করেন না। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই।)

সিদ্ধার্থ গৌতম (বুদ্ধ) নেপালের কপিলাবস্তুর একজন রাজপুত্র ছিলেন। রাজ পরিবারে তাঁর জন্ম হয়েছিল। প্রচুর্যপূর্ণ রাজপ্রাসাদে ...
03/10/2024

সিদ্ধার্থ গৌতম (বুদ্ধ) নেপালের কপিলাবস্তুর একজন রাজপুত্র ছিলেন। রাজ পরিবারে তাঁর জন্ম হয়েছিল। প্রচুর্যপূর্ণ রাজপ্রাসাদে তিনি বেড়ে উঠেন, ষোল বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাঁর ঔরসে এক সন্তানের জন্ম হয়।

পারিবারিক রাজকীয়তা বা ধন-সম্পদ তাঁকে সন্তুষ্ট করতে পারেনি। তাই ঊনত্রিশ বছর বয়সে তিনি একটি ভিন্ন জীবনধারা বেছে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। রাজপ্রাসাদ থেকে পালিয়ে একজন তপস্বী বা সন্যাস হিসেবে বাকি জীবন কাটিয়ে দেবেন বলে বের হয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি যে ধরনের সন্যাসজীবন খোঁজছিলেন, তা’র সন্ধান তিনি কোথাও পাননি; যে সুখ ও মঙ্গল তিনি কামনা করেছিলেন, তা’র ধরা তিনি পাননি। ধন-সম্পদ বা চরম সন্যাসজীবন কোনোটাই তাঁকে সন্তুষ্ট করতে পারেনি। একসময় তিনি বুঝতে পেরেছিলেন যে, একজন জ্ঞানী ব্যক্তি কখনোই জীবনের আনন্দকে উপেক্ষা করেন না। জ্ঞানীরা জীবনের সকল আনন্দ উপভোগ করে বাঁচেন। তবে, একটা বিষয়ে সর্বদা সচেতন থাকা উচিৎ— কেউ যেন কখনো ধন-সম্পদের দাসত্বে পরিণত না-হয়।

তিনি সিটিয়ামের জেনো সিনিকদের সাথে তাঁর পড়াশোনা শুরু করেছিলেন। একসময় সিনিকরাও সমস্ত পার্থিব আনন্দকে পিছনে ফেলে তপস্বী বা সন্যাসজীবন বেছে নিয়েছিলেন। তারা রাস্তায় বাস করতো। তাদের একমাত্র সম্বল ছিল তাদের পিঠের ঝুলিতে থাকা বস্ত্র, আর কিছুই না।

এই সিনিসিজম জীবনধারা তাকে সন্তুষ্ট করতে পারেনি। তাই তিনি জেনো’র মতবাদ বা বৈরাগ্যদর্শন লাভ করার সিদ্ধান্ত নেন। এই দর্শনের মৌলিকতা হলো— যতক্ষণ পর্যন্ত আপনি রিপুর তাড়নার উপর কর্তৃত্ব টিকিয়ে রাখতে পারবেন, ততক্ষণ পর্যন্ত জীবনের আনন্দ উপভোগ করায় কোনো বাধা বা ভুল নেই। যেমন: আপনি হয়তো জীবনের আনন্দ প্রতিনিয়ত উপভোগ করে যাচ্ছেন। তবে একদিন আপনার আনন্দ লাভের সক্ষমতা ফুরিয়ে আসবে। এটা সত্য, সবকিছুই একদিন ফুরিয়ে যায়। তাই এ জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে।

সিনিসিজমের মতো বৈরাগ্যদর্শনের আসল উদ্দেশ্য আমাদের জীবন থেকে সমস্ত অনুভূতি ও আনন্দ দূর করা নয়। তবে এই দর্শন অবশ্যই নেতিবাচক আবেগগুলো থেকে আমাদেরকে মুক্ত করার জন্য কাজ করে।

শুরু থেকেই বৌদ্ধধর্ম ও বৈরাগ্যদর্শন উভয়েরই অন্যতম উদ্দেশ্য হলো— আমাদের আনন্দ, আবেগ ও আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা। এই দর্শন দু’টির মাঝে যদিও যথেষ্ট পার্থক্য রয়েছে, তবুও একটা বিষয়ে বেশ সাধারণ মিল রয়েছে। মিলটা হলো— উভয়েরই লক্ষ্য আমাদের অহং ও নেতিবাচক আবেগগুলোকে নিয়ন্ত্রণ করা, এবং উভয়ের মূলেই রয়েছে সুস্থ জীবনধারা অনুশীলনের পদ্ধতি।

বৈরাগ্যদর্শন মতে, আমাদের আনন্দ ও আকাঙ্ক্ষা উপভোগ করায় কোনো সমস্যা নেই। যতক্ষণ না পর্যন্ত আনন্দ ও আকাঙ্ক্ষা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, ততক্ষণ পর্যন্ত আমরা এসব উপভোগ করতে পারি। বৈরাগ্যবাদীদের মতে— যারা আবেগ নিয়ন্ত্রন করতে সক্ষম হন, তারা সবসময় সদাচারী হিসেবে পরিগণিত হন।

বই: ইকিগাই
অনুবাদ: আখতার উজ্জামান সুমন

14/09/2024

ভবিষ্যতে তোমার জীবনে যেসব ইতিবাচক ঘটনাগুলো ঘটবে, সেসব যদি তুমি এখনি জেনে যাও, তাহলে তা তোমাকে সুখ ও বিস্ময় উপহার দেবে, তা হয়তো ঠিক। কিন্তু যেসব ঘটনাগুলো নেতিবাচক বা তোমাকে কষ্ট দেবে, সেগুলো সম্পর্কে যদি তুমি আগেই জেনে যাও, তাহলে তোমার কষ্ট কমবে না, বরং বাড়বে। কষ্টের কথা চিন্তা করতে করতে তখন ঘটনা ঘটার পূর্বেই তুমি মুষড়ে পড়বে।

ভবিষ্যতের রহস্যটা বর্তমানেই লুকিয়ে থাকে। তুমি যদি তোমার বর্তমানের দিকে সতর্ক দৃষ্টি রাখো, তাহলেই তোমার ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে এবং আসন্ন সবকিছু তোমার পক্ষে থাকবে। তুমি বর্তমানটাকে ভালো করার চেষ্টা কর, দেখবে ভবিষ্যতে তোমার সাথে ভালোকিছুই ঘটবে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা বাদ দাও। প্রতিটা দিন আল্লাহ’র অনুশাসন অনুযায়ী যাপন কর। মনে রেখ- আল্লাহ তাঁর সকল সৃষ্টিকে সমানভাবে ভালোবাসেন, যেমন তোমাকেও বাসেন। আসলে আমাদের জীবনের প্রতিটা দিনের মাঝে পরকালের অস্তিত্ব নিহিত আছে।

বই: দ্য অ্যালকেমিস্ট
ভাষান্তর: আখতার উজ্জামান সুমন

বই পর্যালোচনা: আলোচক: ড. সুভাষ চন্দ্র দেব, ইউজিসি পোস্ট ডক্টরাল ফেলো, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।আলোচ্য বই: "তোত্তোচ...
12/07/2024

বই পর্যালোচনা:
আলোচক: ড. সুভাষ চন্দ্র দেব, ইউজিসি পোস্ট ডক্টরাল ফেলো, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
আলোচ্য বই: "তোত্তোচান: জানালার পাশে ছোট্ট মেয়েটি”
মূল লেখক: তেৎসুকো কুরোয়ানাগি
ভাষান্তর: আখতার উজ্জামান সুমন

এশিয়া পাবলিকেশনস থেকে প্রকাশিত মূল জাপানি ভাষার বইটি ইংরেজি থেকে বাংলায় ভাষান্তর করেছেন জনাব আখতার উজ্জামান সুমন।

বহুমাত্রিক কথাসাহিত্যিক ও অনুবাদক জনাব সুমন ইতোমধ্যেই তাঁর প্রকাশিত বেশকিছু সাহিত্যকর্ম দিয়ে পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি বরাবরই গতানুগতিকতার বাইরে এসে সাহিত্যকে সহজ সরল পাঠে উপস্থাপন করেন, যা পাঠকের কাছে প্রাত্যহিক জীবনের প্রতিচ্ছবি বলে মনে হয় এবং মনোজগতে স্থায়ী একটা প্রভাব তৈরি করে।

আলোচ্য অনুবাদ গ্রন্থ "তোত্তোচান" এ আমরা দেখতে পাই তিনি মূল গল্পের রূপ রস গন্ধে ভাষান্তরটি এমনভাবে মাতৃভাষায় গ্রথিত করেছেন যাতে উপন্যাসের মূল চরিত্র ছোট্ট শিশু তোত্তোচান আমাদের খুব কাছ থেকে দেখা আদরের আপন কেউ বলেই মনে হয়। আমাদের পারিবারিক এবং রাষ্ট্রীয় শিশু শিক্ষার ক্ষেত্রে ছোট্ট তোত্তোচানের স্কুল জীবন এক অনবদ্য দর্শনের ইঙ্গিত দেয়। আমাদের বড়দের অসহিষ্ণুতা এবং শিশুর মনোজগতে প্রবেশের ব্যার্থতা কীভাবে শিশুদের স্বাধীনতাকে খর্ব করে আলোচ্য গ্রন্থে এটি প্রকাশ পেয়েছে। আনন্দের মাধ্যমে পাঠদান এবং শিশুর চিন্তাশীলতার বিকাশে পর্যাপ্ত স্পেস দেয়ার বিষয়টি একজন শিক্ষকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আমরা দেখতে পাই ছটফটে, বুদ্ধিমতী শিশু তোত্তোচানের প্রথম স্কুলের শিক্ষিকা শিশুর মনোজগতের ধারে কাছে না গিয়ে উল্টো করে ভেবেছেন এবং শিশুটিকে বহিষ্কারের মতো অনুচিত কাজটিও করেছেন। কিন্তু তোত্তোচানের মা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বিষয়টি নিয়েছেন এবং বহিষ্কারের বিষয়টি না জানিয়ে তোত্তোচানকে 'তোমোই গাকুএন' নামের নতুন একটি স্কুলে ভর্তি করিয়েছেন। এখানে এসেই তোত্তোচান তাঁর জীবনের শ্রেষ্ঠ শিক্ষক মি. কোবায়াশিকে পেয়েছেন, যিনি মনে করতেন শিক্ষকের কাজ শিশুদের উত্তম বৈশিষ্ট্যগুলোর প্রকাশ এবং বিকাশ ঘটানো যাতে শিশুরা স্বাধীন সত্ত্বা নিয়ে স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারে। আদর্শ শিক্ষক কোবায়াশি'র চমৎকার দৃষ্টিভঙ্গি তাঁর শিশু স্কুলের অন্যান্য শিক্ষকের মধ্যেও প্রভাব ফেলেছিলো। তিনি বলতেন, বাচ্চাদেরকে পূর্বকল্পিত কোনো ছাঁচে না ফেলে ওদেরকে প্রকৃতির কাছে ছেড়ে দিতে হবে। ওদের বড়ো বড়ো স্বপ্ন দেখার সুযোগ দিতে হবে।

ছোট্ট শিশু তোত্তোচান বড়ো হয়ে দেশের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্টিত হওয়ার কৃতিত্ব দিয়েছেন তাঁর প্রিয় স্কুল তোমোই গাকুএন এবং জনপ্রিয় প্রধান শিক্ষক মি. কোবায়াশিকে।

সচরাচর আমরা অনুবাদগ্রন্থে দেখি সঠিক শব্দ প্রয়োগের অভাবে ছন্দপতন ঘটে। কিন্তু আলোচ্য গ্রন্থে অনুবাদক চমৎকার যথাযথ শব্দের ব্যবহার করে ভাবের ব্যঞ্জনায় বাক্যের গঠন এবং আবেগ-উচ্ছ্বাসকে এমনভাবে সাজিয়েছেন যেনো গল্পের ধারাবাহিকতায় কোথাও ছেদ না পড়ে। মনে হয় যেন গল্পটি পড়া হচ্ছে না , চোখের সামনে চরিত্রগুলো জীবন্ত হয়ে কথা বলছে! এখানেই অনুবাদক জনাব আখতার উজ্জামান সুমন'র মুন্সিয়ানা।

বইটির কভার ডিজাইন, বাইন্ডিং এবং প্রিন্ট এক কথায় চমৎকার। আমি আশা করছি বইটি বহুল পঠিত ও পাঠক প্রিয় হবে। যারা শিশু শিক্ষা নিয়ে কাজ করেন, যাদের বাসায় ছোট্ট তোত্তোচানেরা আছেন কিংবা যারা শিশুকে ভালোবাসেন তাঁরা বইটি নিশ্চয়ই পড়বেন। অবশ্যই শিশুর আনন্দময় জীবন গঠনে তোত্তোচান আপনাকে পথ দেখাবে। পাঠক, লেখক এবং প্রকাশক সকলের জন্য শুভকামনা।

বই সংগ্রহের লিংক: https://www.rokomari.com/book/413039/tottochan-janalar-pashe-chotto-meyeti

বইগুলো সংগ্রহের লিংক কমেন্টে প্রদত্ত।
01/06/2024

বইগুলো সংগ্রহের লিংক কমেন্টে প্রদত্ত।

31/07/2022

Address

Habiganj

Telephone

+8801816691265

Website

Alerts

Be the first to know and let us send you an email when আদর্শ লাইব্রেরী - Aadarsho Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আদর্শ লাইব্রেরী - Aadarsho Library:

Share