27/11/2024
Code Of Hungry Boy's In Mohonpur
আমরা সকল নিয়ম কানুন মেনে চলবো।
....... কি করা যাবে না.......
১. খাবার বিষয় সংক্রান্ত নিয়ে আলোচনা করা যাবে। কোন অবস্থাতে অন্য কারো রেস্টুরেন্টে এর বদনাম করা যাবে না।
২. সবাই চ্যাট করার সময় এটা মনে রাখতে হবে যেনো, তোমার কথার ধারায় অন্য কেউ আঘাত প্রাপ্ত না হয়।
৩. কোনো রকম রাজনৈতিক, অসামাজিক কার্যকলাপ, ভাইরাল ইস্যু ইত্যাদি যে গুলো খাবার সংক্রান্ত বাহিরে তা নিয়ে এখানে আলোচনা করা যাবে না।
৪.ছোট বা বড় সবাই একে অন্যকে সম্মান প্রদর্শন করবো।
৫. কেউ যদি ভূল করে সে নিজের থেকে এসে দুঃখিত বলবে। দুঃখিত বললে কিন্তু সম্মান কমবে না এতে আরো বেশি সম্মান বাড়বে।
৬. কারো সাথে কারো ব্যক্তিগত সমস্যা অথবা ঝগড়া থাকতে পারে। তাই বলে থাকে সকল ধরনের আমন্ত্রণ থেকে বাদ দেওয়া যাাবে না। তাকে ও দাওয়াত দিতে হবে এবং প্রোগ্রাম এর সকল বিষয় সংক্রান্ত অন্য কারো মাধ্যমে জানাতে হবে।
৭. প্রোগ্রাম চলার সময় কোনো ধরনের উল্টা পাল্টা কথাবার্তা অথবা খারাপ ব্যবহার করা যাবে না।
৮. প্রোগ্রাম চলাকালীন সময় যারা খাবার আয়োজন করবে তাদের কথা সবাই মেনে চলবো।
........ কি করা যাবে........
১. খাবাব বিষয় নিতে মতামত করতে পারবে।
২. এলাকার কেউ মারা গেলে তাদের বিষয় এখানে শেয়ার করতে পারবে।
৩. এখানে কোনো সদস্য এর বিয়ে হলে তার বিয়ে ছবি বিডিও শেয়ার করা যাবে।
৪. আমাদের কোনো সদস্য বাহিরে অথবা জন্মদিন হলে তার বিষয়ে উইস করা যেতে পারে।
৫. কোনো কিছু করা হলে সকল সদস্য এর সম্মতি নেওযা হবে।
৬. আমাদের প্রোগামের বিডিও সবাই নিজ দায়িত্বে শেয়ার করবো।
এর মধ্যে কোনো কিছু মিসিং হলে এখান এড করা যাবে।
............... হ্যাপি..............
Hungry Boy's In Mohonpur