Hungry Boy's In Mohonpur

Hungry Boy's In Mohonpur আমাদের উদ্দেশ্য পাড়ার সকলে মিলেমিশে থাকা।

16/12/2024

Hungry Boys Food

07/12/2024

Hungry Boy's In Mohonpur.


#ফুড
#হবিগঞ্জ
's'
# #

27/11/2024

Code Of Hungry Boy's In Mohonpur

আমরা সকল নিয়ম কানুন মেনে চলবো।
....... কি করা যাবে না.......

১. খাবার বিষয় সংক্রান্ত নিয়ে আলোচনা করা যাবে। কোন অবস্থাতে অন্য কারো রেস্টুরেন্টে এর বদনাম করা যাবে না।
২. সবাই চ্যাট করার সময় এটা মনে রাখতে হবে যেনো, তোমার কথার ধারায় অন্য কেউ আঘাত প্রাপ্ত না হয়।
৩. কোনো রকম রাজনৈতিক, অসামাজিক কার্যকলাপ, ভাইরাল ইস্যু ইত্যাদি যে গুলো খাবার সংক্রান্ত বাহিরে তা নিয়ে এখানে আলোচনা করা যাবে না।
৪.ছোট বা বড় সবাই একে অন্যকে সম্মান প্রদর্শন করবো।
৫. কেউ যদি ভূল করে সে নিজের থেকে এসে দুঃখিত বলবে। দুঃখিত বললে কিন্তু সম্মান কমবে না এতে আরো বেশি সম্মান বাড়বে।
৬. কারো সাথে কারো ব্যক্তিগত সমস্যা অথবা ঝগড়া থাকতে পারে। তাই বলে থাকে সকল ধরনের আমন্ত্রণ থেকে বাদ দেওয়া যাাবে না। তাকে ও দাওয়াত দিতে হবে এবং প্রোগ্রাম এর সকল বিষয় সংক্রান্ত অন্য কারো মাধ্যমে জানাতে হবে।
৭. প্রোগ্রাম চলার সময় কোনো ধরনের উল্টা পাল্টা কথাবার্তা অথবা খারাপ ব্যবহার করা যাবে না।
৮. প্রোগ্রাম চলাকালীন সময় যারা খাবার আয়োজন করবে তাদের কথা সবাই মেনে চলবো।
........ কি করা যাবে........

১. খাবাব বিষয় নিতে মতামত করতে পারবে।
২. এলাকার কেউ মারা গেলে তাদের বিষয় এখানে শেয়ার করতে পারবে।
৩. এখানে কোনো সদস্য এর বিয়ে হলে তার বিয়ে ছবি বিডিও শেয়ার করা যাবে।
৪. আমাদের কোনো সদস্য বাহিরে অথবা জন্মদিন হলে তার বিষয়ে উইস করা যেতে পারে।
৫. কোনো কিছু করা হলে সকল সদস্য এর সম্মতি নেওযা হবে।
৬. আমাদের প্রোগামের বিডিও সবাই নিজ দায়িত্বে শেয়ার করবো।
এর মধ্যে কোনো কিছু মিসিং হলে এখান এড করা যাবে।
............... হ্যাপি..............

Hungry Boy's In Mohonpur

13/04/2024

Location: Olive, Habiganj Sadar.

09/03/2024

Hungry Boy's In Mohonpur Vlogs 01




's

Address

Mohonpur R/A
Habiganj Sadar
3300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hungry Boy's In Mohonpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category