
09/02/2025
শিক্ষা সফরের গাড়ি দুর্ঘটনার কবলে।
ঢাকা সিলেট মহাসড়কের সুতাং নামক স্থানে শিক্ষা সফরের ইউনিক পরিবহনের একটি বাস ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষে যাত্রীরা গুরুতর আহত হন। কুমিল্লা থেকে শিক্ষা সফরের উদ্দেশ্য সিলেট জাফলং যাওয়ার পথে রোববার ভোরে সুতাং এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে ১৩ ইবি মাধবপুর আর্মি ক্যাম্প এর ওয়াঃ অফিঃ হুমায়ুনের টহল চলাকালীন সময়ে বিষয়টি নজরে আসলে সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন হসপিটালে প্রেরণ করেন। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা সহযোগীতা করেছে।