পাঁচমিশালি প্রতিবেদন 'Assorted'

পাঁচমিশালি প্রতিবেদন 'Assorted' Stay close with this page🙏
You will be updated...
Be smart.. Be changed
Be a good Human. ✌️

Evening photo..Hello everyone.
14/07/2025

Evening photo..
Hello everyone.

কী অপূর্ব সুন্দর সবকিছু!! আল্লাহু আকবার   #সুন্দর
17/05/2025

কী অপূর্ব সুন্দর সবকিছু!! আল্লাহু আকবার

#সুন্দর

আল্লাহ রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ 💗💥ইমার্জেন্সি ল্যান্ডিং এর পর তোলা ছবি।
17/05/2025

আল্লাহ রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ 💗💥
ইমার্জেন্সি ল্যান্ডিং এর পর তোলা ছবি।


Good night friends 🍂💥
04/05/2025

Good night friends 🍂💥

02/05/2025

মহান মে দিবস ২০২৫
প্রতিপাদ্য
‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

29/04/2025

Good night 🌃💥

27/04/2025

Good night friends 🌃

শুভ দুপুর...কে কোথায় আছেন??
27/04/2025

শুভ দুপুর...
কে কোথায় আছেন??

শুভ সকাল.... ভা*র*ত নিয়ন্ত্রিত কাশ্মী*রের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান মধ্যকার টেনশনের জন্য আমরা খুব চমৎকার একটা জি...
27/04/2025

শুভ সকাল....
ভা*র*ত নিয়ন্ত্রিত কাশ্মী*রের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান মধ্যকার টেনশনের জন্য আমরা খুব চমৎকার একটা জিনিস মিস করতেছি। কি সেটা? একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জিও-ইকোনমিক সংঘর্ষ । চীন বনাম আমেরিকা।

আপনারা জানেন রিসেন্টলি আমেরিকা চীনা পণ্যের উপর ১৩৫% পর্যন্ত ট্যারিফ আরোপ করেছে। চীনও চুপ করে বসে থাকেনি। পাল্টা জবাবে তারা ১৪৫% পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ চাপিয়েছে আমেরিকান পণ্যে।

কিন্তু আসল খেলা শুরু হয়েছে লাক্সারি মার্কেটকে কেন্দ্র করে। কি রকম খেলা?

বিশ্বের সবচেয়ে বেশি লাক্সারি ব্র্যান্ড প্রোডাকশন হয়ে থাকে চীনে। যেমন: Luis Vuitton, Dior, Chanel, Hermes, Gucci, Armani, Prada, Balenciaga, Burberry, Yves Saint Laurent, এমনকি Apple, Samsung, Sony-এর যন্ত্রাংশ পর্যন্ত ম্যানুফ্যাকচার হয় চীনেই।

তাহলে চীন কী করছে?

শুধু ট্যারিফেই নয়, তারা একটা সাইকোলজিক্যাল ও মার্কেটিং বোমা ফাটিয়েছে। লাক্সারি ব্র্যান্ডগুলোর রিয়েল প্রোডাকশন কস্ট এক্সপোজ করে দিয়েছে। টিকটক খুললেই দেখতে পারবেন কি পরিমাণ মার্কেটিং তারা চালাচ্ছে।

ধরেন:

যে Hermes Birkin Bag বিক্রি হয় $25,000 ডলারে, চীনে সেটার প্রোডাকশন কস্ট মাত্র $180।

Dior-এর একজোড়া হিল বিক্রি হয় $1200-এ, অথচ ফ্যাক্টরি কস্ট $40।

Gucci Belt যা বাজারে $700, চীনে প্রোডাকশন কস্ট $25 । Gucci -র একটা টি শার্ট বাজারে $400 কিন্তু চীনে প্রডাকশন কস্ট - $20

এমনকি আইফোনের মডিউলার পার্টস—প্রতি সেটের কস্ট মাত্র $100 । ক্যান ইউ ইম্যাজিন? শুধু সফটওয়্যার ইনস্টল দিয়ে ওরা আইফোনের প্রাইস বানাই দিচ্ছে $1000- $1500.

মজার বিষয় হচ্ছে চীন শুধু এটা এক্সপোজ করেই থেমে থাকেনি। তারা সরাসরি রিয়েল প্রাইস-এ ওই প্রোডাক্টগুলোর OEM (Original Equipment Manufacturer) ভার্সন বিক্রির জন্য অনলাইন মার্কেটপ্লেস পর্যন্ত খুলতেছে।

এই সাইটগুলোতে এখন আপনি ১০,০০০ ডলারের স্যুট পাবেন ১০০ ডলারে। একই মেটেরিয়াল, একই ফিনিশিং, পার্থক্য শুধু লোগোতে। অর্থাৎ লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি উৎকৃষ্ট মানের প্রোডাক্ট কেনেন না আপনি কেনেন ব্রান্ডের লোগো।

চীনের এই কৌশল শুধু মার্কেট ডিসরাপ্ট করছে না, বরং আমেরিকার ব্র্যান্ড ইকুইটির উপর বড় ধরনের থ্রেট তৈরি করছে। এটা নিঃসন্দেহে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় Economic Warfare - যেখানে চীন সরাসরি আমেরিকান কনজ্যুমার মার্কেটের পারসেপশন অফ ভ্যালু ভেঙে দিচ্ছে।

চীন বুঝিয়ে দিচ্ছে—Luxu🍂

Need Actions, please 💥
26/04/2025

Need Actions, please 💥

নেপালে অবস্থানরত বাংলাদেশিরা যে চরম সংকটে, তা পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানে কি?

নেপালে অবস্থানরত প্রায় ৯০০-১০০০ বাংলাদেশি নাগরিক কিছু মাস আগে ক্রোয়েশিয়ান ওয়ার্ক পারমিট ভিসার জন্য ভিএফএস গ্লোবাল নেপালের মাধ্যমে আবেদন করেন, কিন্তু দীর্ঘ ১০০-১৫০ দিন পরও দিল্লিতে অবস্থিত ক্রোয়েশিয়ান দূতাবাস থেকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অধিকাংশ আবেদনকারীর নেপালি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং নেপালি অভিবাসন কর্তৃপক্ষ প্রতিদিন ৮ ডলার জরিমানা আরোপ করছে, যা অনেকের পক্ষে বহন করা অসম্ভব। পাসপোর্ট জমা দেওয়ায় তারা বাংলাদেশে ফিরে যেতে পারছেন না। ফলে তারা একটি আটকে পড়া অবস্থায় রয়েছেন, যেখানে না আছে বৈধ অবস্থান, না ফিরে যাওয়ার সুযোগ।

এমনকি নেপালি নাগরিকদের জন্য একই ধরনের আবেদন মাত্র ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি হলেও, বাংলাদেশিদের ক্ষেত্রে এই বিলম্ব বৈষম্য সৃষ্টি কেন?

Address

Habiganj
Habiganj Sadar
3331

Telephone

01771849384

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাঁচমিশালি প্রতিবেদন 'Assorted' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাঁচমিশালি প্রতিবেদন 'Assorted':

Share