স্বপ্নের জগৎ

স্বপ্নের জগৎ - অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে.!😥

- যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারিনি.!😥🍂..........

20/07/2025

আজ রবিবার এই দিন কেমন কাটল সকল বন্দু গণ

19/07/2025

😐😐😐😄

19/07/2025

চুনারুঘাট পৌরসভা তেকে সরাসরি

19/07/2025

"জীবনটা আসলে এতটা সহজ না, যতটা মানুষ ভাবতে চায়।
অনেক সময় এমনভাবে নিজেকে উপস্থাপন করতে হয়, যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ—
কারণ, তুমি যদি কাউকে বলো 'আমি কষ্টে আছি',
তখন তারা সহানুভূতি নয়, বরং উপহাস করবে।

এই পৃথিবীতে কষ্ট শেয়ার করার মানুষ খুব কম।
তাই আমি শিখেছি—
নিজেকে নিজের মতো করে রাখতে হয়,
ভেতরের ব্যথাগুলো শুধু নিজের মধ্যেই লুকিয়ে রাখতে হয়।
সব অনুভূতি প্রকাশ করার জন্য নয়, কিছু কিছু অনুভূতি শুধু অনুভব করার জন্য।

বাহিরটা হাসিখুশি দেখালেও ভেতরে যে ঝড় বয়ে যায়—
তা কেবল আমি জানি, আমার প্রিয় রব জানে।

16/07/2025
14/07/2025

হবিগঞ্জ চুনারুঘাট পৌরসভা বিন পির শু ডাউন আজ বেলা ৩:২৫ মিনিটে

08/07/2025

শুভ রাত্রি বন্ধুরা সবাই কেমন আছেন

03/07/2025

চুনারুঘাট বাজারে জতার হাতে আটক পকেটমার ধরা খাইছে হাতে না হাতে পকেট সাবধান একটা শেয়ার করেন দিন তারে চিনে রাখুন সবাই ৩/৭/২০২৫ ইং

01/07/2025

বর্তমানে আমি যে পেশায় আছি, বলতে পারেন এক ধরনের ফ্রি টাইমের মতো। আর ফ্রি টাইম মানেই আমার সময় চলে যায় মোবাইলে নিউজ দেখে, ফেসবুকে বিভিন্ন পোস্টের কমেন্ট পড়ে। এভাবেই দিন কাটে, আলহামদুলিল্লাহ ভালোই চলছে।

আজ হঠাৎ করে একটি ফোন কল এলো। অপর প্রান্ত থেকে বলল, “হ্যালো জয়, কেমন আছো?”
একটু অবাক হয়ে গেলাম, কারণ ‘জয়’ নামটা সাধারণত অনেকেই তো জানে না। স্বাভাবিকভাবেই বললাম, “আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন?”
সে বলল, “আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে তোমায় দেখছি অনেক বদলে গেছো।”
আমি বললাম, “সবকিছুই তো পরিবর্তনশীল, আর আমি তো মানুষ, স্বাভাবিকভাবেই বদলাতে হয়।”

আমার কথাটা শুনে হয়তো বেশি ভালো লাগেনি, তাই বেশি কথা না বাড়িয়ে সে জিজ্ঞেস করল, “এখন কোথায় আছো?”
আমি বললাম, “এই তো, চুনারুঘাট, উত্তর বাজার।”
সে বলল, “ও আচ্ছা, তাহলে চুনারুঘাট আসলে দেখা হবে অবশ্যই।”
আমি বললাম, “ইনশাআল্লাহ, একই এলাকার মানুষ তো, দেখা হয়ে যেতে পারে।”

যার সঙ্গে কথা বলছিলাম, সে আমার অতীত—কিন্তু শুধু অতীত বললেই ভুল হবে, সে আমার খুব কাছের এক অতীত। একসময় আমাদের সম্পর্ক ছিল খুব ভালো, প্রতিদিন কথা হত, কোন বিষয়েই কোনো বাক্যালাপের ঘাটতি থাকত না।

কিন্তু আজ, যখন কিছু বলতে যাচ্ছি, তখন অনেক চিন্তা করতে হয়, ১০০ বার মনের মধ্যে ঝাঁকুনি দিতে হয়, আসলেই কি এটা বলা উচিত, না উচিত?
সময়ের সাথে মানুষ বদলে যায়, সম্পর্ক বদলায়। হয়তো আমরা এখন আলাদা পথে, কিন্তু অতীতটা আজো হৃদয়ে বেঁচে আছে।

29/06/2025

কিম যদি জানতে পারে, বাঙালিরা তার মেয়েকে তার স্ত্রী বানায় দিছে তাহলে একটা মি'সা'ইল বাংলাদেশেও পড়বে🤣🤣

Address

Chunarughat Bazar

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নের জগৎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্নের জগৎ:

Share