15/07/2025
ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ শাহাবুদ্দিন আদালতে আত্মসমর্পণ করিলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ।
হবিগঞ্জে ফৌজদারি মামলায় ছয় মাসের সশ্রম সাজাপ্রাপ্ত আসামি শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার সাময়িক বরখাস্ত অধ্যক্ষ শাহাবুদ্দিন আদালতে আত্মসমর্পণ করিলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছেন।
মোসবার (১৪ জুলাই) দুপুরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং বিচার আদালতে হাজির হলে বিচারক তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামী শাহাবুদ্দিন চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের গাতাবলা গ্রামের ইয়াকুব আলীর পুত্র, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি মোঃ শাহাবুদ্দিন বিগত ২৫-৫-২০১৭ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় হবিগঞ্জ জেলা কাজী সমিতির সভাপতি ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বিবাহ রেজিস্টার কাজী মাওলানা আব্দুল জলিলের বিরুদ্ধে মানহানিকর কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করেন,
এ ঘটনায় কাজী মাওলানা আব্দুল জলিল বাদী হয়ে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার- ২ আদালত হবিগঞ্জ, এ সিআর ৪১৪/১৭ মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সিআর ৪১৪/১৭ মামলায় ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীন আসামী শাহাবুদ্দিনকেকে বিগত ২২/০৩/২০২২ ইং দন্ডবিধির ৫০০ ধারায় দোষী সাব্যস্ত করে ০১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
উক্ত আদেশের পর আসামী দায়রা জজ আদালত হবিগঞ্জে হাজির হয়ে আত্মসর্ম্পন করে দণ্ডাদেশের বিরুদ্ধে ফৌজদারি আপিল নং ১৫৭/২০২২ দাখিল করেন, আপিল মামলা শুনানি শেষে গত ২৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক জনাব সৈয়দ মোঃ কায়সার মোশাররফ ইউসুফ পর্যবেক্ষণসহ আপিল না- মঞ্জুর করেন এবং দন্ডবিধির ৫০০ ধারায় দোষী সাব্যস্ত করে ০৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। আসামিকে আগামী ৩০ দিনের মধ্যে বিজ্ঞ বিচারিক আদালতে হাজির পূর্বক সাজা ভোগ করা নির্দেশ প্রদান করেন, আসামি শাহাবুদ্দিন গতকাল মোসবার (১৪ জুলাই) হাজির হয়ে আত্মসর্ম্পন করিলে আদালত তাদেরকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং বিচার আদালতের পেশকার মোঃ আব্দুল কুদ্দুস। তিনি বলেন সংশ্লিষ্ট মামলার আসামি আদালতে হাজির হলে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।