আমাদের শায়েস্তাগঞ্জ ২৪ - Our shayestaganj 24

আমাদের শায়েস্তাগঞ্জ ২৪ - Our shayestaganj 24 আমাদের একমাত্র লক্ষ্য সত্য উৎঘাটন করা।

17/07/2025

শায়েস্তাগঞ্জ পুরান বাজারের সাবেক হোটেল ব্যবসায়ী মোঃ মোতাকাব্বির উরপে মতা মিয়ার জা*না*জা শায়েস্তাগঞ্জ পুরান বাজার শাহী ঈদগাহ ময়দানে সম্পন্ন হয়েছে।

 #ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউনশায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড উত্তর উবাহাটা শায়েস্তাগঞ্জ পুরান বাজার নিবাসী আব...
17/07/2025

#ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন

শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড উত্তর উবাহাটা শায়েস্তাগঞ্জ পুরান বাজার নিবাসী আব্দুল্লাহ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর মালিক লুৎফুর রহমানের পিতা ও পুরান বাজারের সাবেক হোটেল ব্যবসায়ী (মোঃ মোতাকাব্বির উরপে মতা মিয়া) আজ সকাল ১০টা ৪৫ মিনিটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উক্তা মরহুমের জানাজার নামাজ আজ আসর নামাজের পর শায়েস্তাগঞ্জ পুরান বাজার শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে৷

আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন।
আমিন৷

16/07/2025

গোপালগঞ্জে এনসিপি'র সমাবেশে হামলার প্রতিবাদে সাড়া দেশের ন্যায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ ঢাকা সিলেট মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করা হয়।

16/07/2025

রফিক চাচার জা*না*জা সম্পন্ন

শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড উত্তর উবাহাটা শায়েস্তাগঞ্জ পুরান বাজার নিবাসী_পুরান বাজারের সাবেক বিশিষ্ঠ ব্যবসায়ী ও মরহুম শামীম মিকারের আব্বা (মোঃ রফিক মিয়া) জা*না*জা আজ (১৬ জুলাই) বাদ আসর শায়েস্তাগঞ্জ পুরান বাজার শাহী ঈদগাহ ময়দানে সম্পন্ন হয়।

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে আ.লীগের হা*ম*লা
16/07/2025

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে আ.লীগের হা*ম*লা

চাঁদাবাজ নির্মূলে তথ্য দিন সহযোগিতা করুনজনস্বার্থে: জেলা পুলিশ, হবিগঞ্জ।
16/07/2025

চাঁদাবাজ নির্মূলে তথ্য দিন সহযোগিতা করুন
জনস্বার্থে: জেলা পুলিশ, হবিগঞ্জ।

 #ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউনশায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড উত্তর উবাহাটা শায়েস্তাগঞ্জ পুরান বাজার নিবাসী_পু...
16/07/2025

#ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন

শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড উত্তর উবাহাটা শায়েস্তাগঞ্জ পুরান বাজার নিবাসী_পুরান বাজারের সাবেক বিশিষ্ঠ ব্যবসায়ী ও মরহুম শামীম মিকারের আব্বা (মোঃ রফিক মিয়া) আজ (১৬ জুলাই) সকাল ৯ ঘটিকার সময় সিলেট উসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উক্তা মরহুমের জানাজার নামাজ (বাদ আসর) শায়েস্তাগঞ্জ পুরান বাজার শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে৷

আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন।
আমিন৷

যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।যোগাযোগঃ ০১৭৫৪৪৪২...
15/07/2025

যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
যোগাযোগঃ ০১৭৫৪৪৪২০৭৮

15/07/2025

আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল | অবৈধ স্থাপনা উচ্ছেদ এর মুহুর্তে
স্থানঃ অলিপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।

ফৌজদারি  মামলায়  সাজাপ্রাপ্ত  শায়েস্তাগঞ্জ  মডেল কামিল মাদ্রাসার সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ শাহাবুদ্দিন আদালতে আত্মসমর্...
15/07/2025

ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ শাহাবুদ্দিন আদালতে আত্মসমর্পণ করিলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ।

হবিগঞ্জে ফৌজদারি মামলায় ছয় মাসের সশ্রম সাজাপ্রাপ্ত আসামি শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার সাময়িক বরখাস্ত অধ্যক্ষ শাহাবুদ্দিন আদালতে আত্মসমর্পণ করিলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছেন।
মোসবার (১৪ ‍জুলাই) দুপুরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং বিচার আদালতে হাজির হলে বিচারক তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামী শাহাবুদ্দিন চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের গাতাবলা গ্রামের ইয়াকুব আলীর পুত্র, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি মোঃ শাহাবুদ্দিন বিগত ২৫-৫-২০১৭ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় হবিগঞ্জ জেলা কাজী সমিতির সভাপতি ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বিবাহ রেজিস্টার কাজী মাওলানা আব্দুল জলিলের বিরুদ্ধে মানহানিকর কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করেন,
এ ঘটনায় কাজী মাওলানা আব্দুল জলিল বাদী হয়ে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার- ২ আদালত হবিগঞ্জ, এ সিআর ৪১৪/১৭ মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সিআর ৪১৪/১৭ মামলায় ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীন আসামী শাহাবুদ্দিনকেকে বিগত ২২/০৩/২০২২ ইং দন্ডবিধির ৫০০ ধারায় দোষী সাব্যস্ত করে ০১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
উক্ত আদেশের পর আসামী দায়রা জজ আদালত হবিগঞ্জে হাজির হয়ে আত্মসর্ম্পন করে দণ্ডাদেশের বিরুদ্ধে ফৌজদারি আপিল নং ১৫৭/২০২২ দাখিল করেন, আপিল মামলা শুনানি শেষে গত ২৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক জনাব সৈয়দ মোঃ কায়সার মোশাররফ ইউসুফ পর্যবেক্ষণসহ আপিল না- মঞ্জুর করেন এবং দন্ডবিধির ৫০০ ধারায় দোষী সাব্যস্ত করে ০৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। আসামিকে আগামী ৩০ দিনের মধ্যে বিজ্ঞ বিচারিক আদালতে হাজির পূর্বক সাজা ভোগ করা নির্দেশ প্রদান করেন, আসামি শাহাবুদ্দিন গতকাল মোসবার (১৪ জুলাই) হাজির হয়ে আত্মসর্ম্পন করিলে আদালত তাদেরকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং বিচার আদালতের পেশকার মোঃ আব্দুল কুদ্দুস। তিনি বলেন সংশ্লিষ্ট মামলার আসামি আদালতে হাজির হলে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

 #ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন চুনারুঘাট উত্তর বাজার নিবাসী, চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর (কাজ...
14/07/2025

#ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন
চুনারুঘাট উত্তর বাজার নিবাসী, চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর (কাজী মাওলানা আব্দুল মোছাব্বির) আজ (১৪ জুলাই) সোমবার বেলা ১১.৩০ মিনিটের সময় সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন।

মরহুমের জানাযার নামাজ আজ (১৪ জুলাই) সোমবার বাদ মাগরিব চুনারুঘাট সদর ঈদগাহ ময়দানে সম্পন্ন হয়েছে।

আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন।
আমিন৷

আশা-নরপতি স্বাস্থ্য কেন্দ্র, চুনারুঘাট, হবিগঞ্জ।
14/07/2025

আশা-নরপতি স্বাস্থ্য কেন্দ্র, চুনারুঘাট, হবিগঞ্জ।

Address

Shaistaganj

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের শায়েস্তাগঞ্জ ২৪ - Our shayestaganj 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের শায়েস্তাগঞ্জ ২৪ - Our shayestaganj 24:

Share

Category