19/08/2025
প্রশ্নঃ আপনারা, ইসলামী আন্দোলন, ক্ষমতায় গেলে শরীয়াহ আইন বাস্তবায়ন করবেন কিনা।
জবাবে, বিএনপি বলছে তারা ক্ষমতায় গেলে শরীয়াহ বিরোধী আইন করবে না।
আওয়ামীলীগের বিগত ইশতেহারে ছিলো- ক্ষমতায় গেলে কুরআন সুন্নাহ বিরোধী কিছু করবেন না। আসলে সবাইতো শরীয়াহর পক্ষে, তবে সমস্যা হলো শরীয়াহ না বোঝা।
শরীয়াহ বলতে রাসূল সা. এর রেখে যাওয়া সকল দীনি কাজের সমন্বিত রূপকেই শরীয়াহ বলা হয়। একজন মুসলমান রাসূল সা. এর আদর্শ চাইতেই পারে।
আলহামদুলিল্লাহ।
পীর সাহেব চরমোনাই, কোটি কোটি মানুষের ভ্রান্তি নিরসনের জন্য উপযুক্ত জবাব দিয়েছেন। এরপরও কী রাতকানারা বুঝবে না,,,।