19/03/2025

বদরের যুদ্ধই একমাত্র যুদ্ধ ছিল যে যুদ্ধে সরাসরি ফেরেশতারা অংশগ্রহণ করেছিল আল্লার নির্দেশ অনুযায়ী।

রাসূল (সাঃ) কোনরকম যুদ্ধের প্রস্তুতি নিয়ে বের হন নাই বদরের প্রান্তরের দিকে। মক্কার ব্যাবসায়ী কাফেলা ঠেকাইতে বের হয়েছিল। কারণ, রাসূল (সাঃ) চিন্তিত ছিলেন যে এই কাফেলা যদি মক্কায় পৌছে যায় তাহলে সে কাফেলার সব সম্পদই ব্যায় করা হবে মদীনার মুহাজিরগনকে ধ্বংসের কাজে।

রাসূল (সাঃ) মাত্র ৩১৩ থেকে ৩১৭ জনের একটি কাফেলা নিয়ে রওহা হয়েছিলেন। তিন শতাব্দীক লোকের মধ্যে ঘোড়া ছিল মাত্র ২টি আর উট ছিল ৭০টি। পালাক্রমে পায়ে হেঁটে এবং উটে সওয়ার হয়ে রওনা হয় বদরের প্রান্তরের দিকে।

অপরদিকে আবু জাহেল পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিয়ে ১৩০০ মাক্কী ফৌজ নিয়ে বের হয়েছিল মক্কা থেকে। পুরো যুদ্ধ শুরু হওয়ার আগমুহূর্তে রাসূল (সাঃ) একমুষ্টি বালি তুলে শত্রুদের দিকে নিক্ষেপ করে বললেন, 'চেহারাগুলো বিকৃত হোক' ফলে মুশরিকদের এমন কেউ বাদ যায়নি যার চোখের ভিতর ঐ বালু প্রবেশ করেনি।

বালু নিক্ষেপের পর রাসূল (সাঃ) নিজ বাহিনীকে বললেন, "তোমরা এগিয়ে যাও জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান ও যমীন পরিব্যাপ্ত।"

রাসূল (সাঃ) বার বার আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করতে থাকেন, "হে প্রভু তুমি যদি এই দলকে ধ্বংস করে দাও, তাহলে জনপদে তোমার ইবাদাত করার আর কেউ থাকবে না।"

আল্লাহ সাহায্য পাঠিয়েছিলেন। গোড়ার লাগাম ধরে ধূলো উড়াতে উড়াতে এগিয়ে এসেছিল সে যুদ্ধে জিব্রীল (আঃ)। আল্লাহ নির্দেশ দিলেন, যাও তোমরা মুশরিকদের গর্দানে আঘাত হানো এবং তাদের জোড়ায় জোড়ায়মারো। মুহূর্তের মধ্যেই তুলোধুনো হলো মুশরিক বাহিনী। হাদিসের কোন কোন বর্ননায় এসেছে যে ফেরেশতারা কোন মুশরিকের উপর আক্রম করার ইচ্ছে করতেই আপনা আপনি তার মস্তক দেহ হতে বিচ্ছিন্ন হয়ে যেত।

সেই বদরের যুদ্ধ মাত্র অল্প সংখ্যক সৈন্য নিয়ে রাসূল (সাঃ) জয়লাভ করেছিলেন মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর সাহায্যে।

আজ ফিলিস্তিনিদের দিকে তাকান, তারা কত দূর্বল। অকাতরে তাদের হত্যা করা হচ্ছে। বাবা সন্তানের লাশ বুকে নিয়েও বলে যাচ্ছেন, " আমার জন্যে আল্লাহই যথেষ্ট"

তাদের ঈমানের দৃঢ়তা দেখে আশ্চর্য হই। আরও আশ্চর্য হই আরব দেশগুলোর এমন স্বার্থেন্বেষী কাপুরুষতা দেখে। আল্লাহ তাদেরও পাকড়াও করবে একদিন। জাহেলী যোগের আরবরা ধ্বংস হয়েছিল রসূলকে (সাঃ) অস্বীকার করে, আল্লাহ ব্যাতিত অন্য বস্তুর উপাসনা করে। বর্তমানের এই আরবরা ধ্বংস হবে ইহুদিদের পূজা করে।

ফিলিস্তিন একদিন আজাদ হবে। ইহুদীরা ধ্বংস হবে। পালাতে চাইবে গাছের আড়ালে, পাথরের আড়ালে। সেদিন গাছ কথা বলবে, পাথর ডেকে ডেকে বলবে, আমার পিছনে একজন লুকিয়ে আছে দেখ, তাকে হত্যা করো। এই কান্না, এই আহাজারি একদিন ইনকিলাবের জন্ম দিবেই দিবে। ইনশাআল্লাহ।

"বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে"- সূরা ইউসুফ: ১১০.

19/03/2025
19/03/2025
19/03/2025

মানুষের জীবনে সবচেয়ে বড়ো একটা লস কী, জানেন?

জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটাকে আপনি একদিন তীব্রভাবে ভালোবাসতেন।

তবে আপনার জীবনে তার চেয়েও হাজারগুণ বড়ো লস কোনটা, জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত।

যেদিন বুঝবেন, আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে-আদরে যে-মানুষটা তীব্র মমতায় ভালোবাসত, সে আপনাকে আর ভালোবাসে না, সেদিন বুকে চিনচিন ব্যথা করবে, ঘুমাতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে।

আপনি ভালোবাসেন, এমন কাউকে হারিয়েছেন, তার জন্য নয়; বরং আপনাকে ভালোবাসত, এমন কাউকে হারিয়েছেন, এই আফসোসে আপনি একদিন কাতরাবেন। আপনি যাকে ভালোবাসেন, তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে, কিন্তু আপনাকে ভালোবাসত, এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর কোনও ব্যথা ছাড়াই জ্বালাপোড়া করবে।

পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে, যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন, আবার ভুলেও যাবেন। কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে, এমন মানুষ আপনার গোটা জীবনে বড়োজোর এক-দুই জন পাবেন; বেশিরভাগ সময়ই, এক জনও পাবেন না।

বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন, গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন, জমি বেচে-কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন, কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না।

আপনার পথ চেয়ে কুকুরের মতন যে-মানুষটা অপেক্ষা করত, সে এখনও অপেক্ষা করে, তবে আপনার জন্য নয়। আপনার চোখের দিকে তাকিয়ে যে-মানুষটা মরে যেতে দ্বিধা করত না, সে এখনও মরে যেতে দ্বিধা করে না, তবে তা আপনার জন্য নয়। আপনার বুকে মাথা রেখে যে-মানুষটা হাজার বছর বাঁচতে চাইত, সে এখনও বাঁচতে চায়, তবে আপনার বুকে মাথা রেখে নয়।

এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলায় হারিয়ে ফেললেন, এর ক্ষতিপূরণ পুরো জীবনটাই দিয়ে দিলেও হয় না।

মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণছানার মতো নদীর পাড়ে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনোমতে থেকে যেতে চায়।

কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই, আপনি তাকে এক বারও ধরে আটকালেন না, হাতে ধরে জোয়ারের পানি থেকে টেনে পাড়ে তুললেন না। মনে করলেন, সে তো থাকতেই চায়, আটকাতে চায়, তাই সে কোনো না কোনোভাবে ঠিকই আটকে থাকবে।

অথচ একদিন রোদজ্বলা মিষ্টি ভোরে ঘুম ভেঙে জেগে দেখলেন, ঝড় থেমে গেছে, জোয়ার নেমে গেছে, কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষটা আর নেই, জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে বা ভিন্ন কোনো সাগরে। অনেকসময় মানুষ নিজে সরে না গেলেও, আটকে রাখতে না জানলে, ঝড় তাকে ঠিকই সরিয়ে নিয়ে যায়।

আপনি তাকে ছুঁয়ে দেখবেন, তার কাছ ঘেঁষে তাকে গিয়ে বলবেন, আমাকে একটু মাথায় হাত বুলিযে দাও। দেখবেন, মানুষটার ছোঁয়ায়, মায়ায় কিংবা কায়ায় কোথাও আপনি নেই।

ঠিক এই জায়গাটায় আপনার সবচেয়ে বড়ো পরাজয়, বড়ো লসটা হয়ে গেল।

মানুষটা আছে, অথচ, মানুষটা নেই।

এই যে হারিয়ে ফেললেন, একদিন দেখবেন, মানুষের ভারে নুয়ে-পড়া দুনিয়াটাকে আপনার কাছে মানুষশূন্য মরুভূমি মনে হবে।

হাজার-কোটি মানুষ আছে চারদিকে, অথচ আপনার কোনো মানুষ নেই। আপনাকে পায়, এমন হাজারো মানুষ আছে; অথচ আপনি পান, এমন মানুষ এক জনও নেই।

এমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ হয় না, এমন সুজন হারানোর পর তার অলটারনেটিভ কোনো পরিপূরক হয় না।

হয় না, হয় না, সত্যিই হয় না। একবার হারিয়ে দেখুন, খুব স্পষ্ট করে সব বুঝে যাবেন।

12/03/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

03/03/2025
03/03/2025
বাংলাদেশে জন্মগ্রহণ করার এই একটাই সুবিধা। মন খারাপ করে বসে থাকার কোনো চান্সই নেই😂
03/03/2025

বাংলাদেশে জন্মগ্রহণ করার এই একটাই সুবিধা।

মন খারাপ করে বসে থাকার কোনো চান্সই নেই😂

28/01/2025

চাচা ফেব্রুয়ারি কোথায় ...?🤗😀

Address

Habiganj Sadar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Xilal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Xilal:

Share