05/03/2025
আলহামদুলিল্লাহ গ্রুপ পর্বের পরে কোয়ালিফাইয়ের প্রথম ম্যাচে প্রায় জেতা খেলাটা হেরে যায় ভাইকিংস
ওনেকে ভেবেছিলো বা ধরেই নিছিলো ভাইকিংস বাদ পড়ে যাবে।
কিন্তু না তা হতে দিলো না ভাইকিংস এর ব্যাটার এবং বোলাররা
টসে জেতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ফর্মে থাকা দুই ব্যাটার জয় ও জাহাঙ্গীর এর উইকেট ভেঙে যায়
তার পরে দলীয় ক্যাপ্টেনের সাথে ছোট কাট দুইটা পার্টনারশিপ দেন দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সোয়েব এবং রুহুল তার পরেই ভাইকিংস এর ব্যাটসম্যান শরিফ কে সাথে নিয়ে শুরু হয় করেন হার্ট হিটার বাপ্পার দানবীয় ইনিংস মাত্র ২৭ বলে করেন ৭৬ রান*।
বোলিংয়ে নেমে শুরুতেই
মোক্তাদির রায়হান এবং বাপ্পার এট্যাকিং বোলিংয়ে বিপক্ষ ঠিমের মনুবল ভেঙে দেন ভাইকিংস এর বোলাররা
গুড বোলিং রায়হান ,বাপ্পা দেব,,মোক্তাদির ,সিফাত,জামাল,সোয়েব🤍
ওয়েল ডান ভয়েস🥵 ইনশাল্লাহ চ্যাম্পিয়নস হবো সবাই এক্টিভ থাকলে
ম্যান অব দ্যা ম্যাচ বাপ্পা দেব এবং গেইম চেইঞ্জার মোক্তাদির