Eyafi Hasan vlog

Eyafi Hasan vlog Digital content creator
(7)

Shamima Afrin Omi.Tik tok কের জনপ্রিয় সেলি'ব্রিটি ওমির একটা ভিডিও সামনে আসলো, দেখলাম উনার বাবা নাকি প্রায় ১৮ বছর পরে দেশ...
06/09/2025

Shamima Afrin Omi.Tik tok কের জনপ্রিয় সেলি'ব্রিটি ওমির একটা ভিডিও সামনে আসলো, দেখলাম উনার বাবা নাকি প্রায় ১৮ বছর পরে দেশে আসছে, দেখেই কেমন যেনো খা'রা'প লাগা লাগলো আমার নিজের কাছেই!

একটা মানুষ কিভাবে একটানা ১৮ টা বছর নিজের পরিবার এর জন্য বাইরের দেশে ক''স্ট করে যেতে পারে!😓

বুঝলাম উনি হয়তো আসতে চাই নি, বা কোনো কারনে আসাও হয়নি, তাহলে উনার পরিবার কি করলো? উনার পরিবারের মানুষজন কি একবারো আসতে বলে নি? চা''প দেয় নি আসার জন্য?

এরপর যখন এই ভিডিও এর কমেন্ট ব'ক্স চেক করলাম তখন আরো বেশি খা'রা'প লাগলো, আমি ভেবেছিলাম যে উনি একেবারের জন্য চলে আসছে যেহেতু কিনা ১৮ বছর একটানা ছিলো, কিন্তু অ'বা'ক করার বিষয় বলো উনি আসছে ছুটিতে, আবার চলেও যাবে!

যে পরিবার এর জন্য ২২ বছর প্রবাসে, সে পরিবার এর কিনা এখন উনাকে দেখে রাখার প্রয়োজন নাই? যাইহোক উনার জন্য মন থেকে দুয়া করি 😭

মাস দুয়েক হল, ইলিশ মাছের পানিখোলা রেসিপিটা শিখেছি। একটা অদ্ভুত বিষয় হল, এই রেসিপিটা খাওয়ার পর আর অন্য কোন রেসিপি গালে ধ...
03/09/2025

মাস দুয়েক হল, ইলিশ মাছের পানিখোলা রেসিপিটা শিখেছি। একটা অদ্ভুত বিষয় হল, এই রেসিপিটা খাওয়ার পর আর অন্য কোন রেসিপি গালে ধরছে না। তাই এই মরসুমে যতবারই ইলিশ খেয়েছি, ততবারই প্রায় ইলিশের পানিখোলা খেয়েছি। অথচ রেসিপিটা একেবারেই সহজ, পানির মতই সরল।

ইলিশের পানিখোলার এই অনির্বচনীয় স্বাদের রহস্য হল, এই রেসিপিতে কোন কড়া স্বাদযুক্ত মশলা ব্যবহার করা হয় না। জিরে, মরিচ, আদা, রসুন দূরের কথা, এখানে এমনকি হলুদও ব্যবহার হয় না। উপকরণ বলতে কেবল লবণ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সর্ষের তেল। ব্যাস শেষ।

এ কেবল পানির খেলা, তাই পানিখোলা। পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভালো করে কচলে নিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে পুরো তেল-মশলা ইলিশের পিসের গায়ে ভালো করে মাখিয়ে মিনিট দশেক বিশ্রামে রাখুন। তারপর ঐ মেখে রাখা মাছে ঝোলের জন্য পরিমাণমতো পানি ঢেলে আঁচে বসিয়ে দিন। মাছের সাইজ অনুযায়ী তিন থেকে পাঁচ মিনিট পরে মাছ সিদ্ধ হলে নামিয়ে নিন।

বিধিবদ্ধ সতর্কীকরণঃ
ইলিশের পানিখোলা মূলত ওপার বাংলার রেসিপি। তাই উৎসের বিচারে এই রেসিপি এপারে 'অনুপ্রবেশকারী'। তাছাড়া রেসিপিতে পানি শব্দটি রয়েছে এবং এটি তৈরিতে পানি লাগবেই। তাই পানিবিরোধী সাংস্কৃতিক ভাষাজেঠুরা ভুলেও এই পদ রাঁধবেন না বা খাবেন না। বিপদ হতে পারে!

বোন মানেই বেহায়া কারণ বোনরা ভাইদের থেকে হাজার কষ্ট পেলেও তারা ভাইদের মতো ভুলে থাকতে পারেনা। বোনরা দূর থেকেও ভাইদের ভালোব...
02/09/2025

বোন মানেই বেহায়া কারণ বোনরা ভাইদের থেকে হাজার কষ্ট পেলেও তারা ভাইদের মতো ভুলে থাকতে পারেনা। বোনরা দূর থেকেও ভাইদের ভালোবাসে বোনরা দূর থেকেও ভাইদের কথা মনে করে চোখের পানি ফেলে।😥এই কষ্ট গুলো সেই মেয়েরাই ফিল করতে পারবে যারা ভাইয়ের ভালোবাসা মায়া আদর স্নেহ থেকে বঞ্চিত। 🥹
মিস করি অনেক, কত দুরত্ব তৈরী হয়ে গেছে। 🥹🥺😥😪😪😪😪

゚ ゚viralシypシ゚viralシhtag

এই যে মানসিক ভারসাম্যহীন ভদ্র মহিলাকে দেখছেন উনি আমার ম্যাডাম।আমার আম্মুর পরে উনার কাছে আমার হাতেখড়ি।উনি আমার জীবনের প্র...
01/09/2025

এই যে মানসিক ভারসাম্যহীন ভদ্র মহিলাকে দেখছেন উনি আমার ম্যাডাম।আমার আম্মুর পরে উনার কাছে আমার হাতেখড়ি।উনি আমার জীবনের প্রথম স্কুল চৌধুরী কিন্ডার গার্ডেনের শিক্ষিকা ছিলেন এবং আমাদের প্রতিবেশীও।উনি একসময় অনেক ফ্যাশন মেইনটেইন করতেন।থ্রী-পিস,শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি পড়তেন।অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলতেন।তখন উনার রুপ,গুণের কাছে নায়িকা ফেইল করতো।যারা উনাকে দেখেছে তারা জানে।😍

অথচ আজকে উনি কি বলে,কি করে,কিভাবে থাকে নিজেই জানে না।🥲একটা বিয়ে উনার জীবনটা এভাবে উলটপালট করে দিয়েছেন।উনার রুপে মুগ্ধ হয়ে এক মুখোশধারী ভদ্রলোক উনার বাবা-মাকে ধরে উনাকে বিয়ে করেন।উনি তখন বিয়েতে রাজি ছিলেন না।বিয়ের পরে দেখে ওই লোক নেশাগ্রস্ত।উনাকে প্রায় সময় মা/র/ধ/র করতো।উনি চাকরি করে বাবা-মার খরচ এবং সংসার চালাতেন।একটা সময় অ/ত্যা/চা/র সহ্য করতে না পেরে ডি/ভো/র্স নিয়ে নেন।এরপর থেকেই কিছুদিন পর পর উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন।আগে কিছুদিন অসুস্থ থাকত আবার সুস্থ হয়ে যেত কিন্তু কয়েক বছর যাবত উনি পুরোপুরি অসুস্থ হয়ে গেছে।এখন উনাকে নরসিংদী স্টেশনসহ আরো বিভিন্ন জায়গায় এভাবে দেখা যায়।অনেক সময় দেখি অন্যরা উনাকে পা/গ/ল বলে ডাকে,উত্যক্ত করে।ওরা তো আর উনার অতীত জানে না।আমি উনাকে যখনি দেখি সালাম দেই কিন্তু উনার কাছ থেকে কোন উত্তর আসে না তখন আমার চোখের কোণে পানি আসে।এখনো পর্যন্ত উনি আমার পছন্দের ম্যাডামদের মধ্যে একজন এবং সারাজীবন পছন্দের একজন মানুষ হিসেবে থাকবে ইনশাআল্লাহ।এমনকি উনার ফ্যাশন আমি অনেকটা ফলো করি।🙂

উনাকে দেখলে আমি বুঝি বিয়ে একটা মেয়ের জীবনকে কিভাবে পরিবর্তন করে দিতে পারে।মেয়েদের কপালে ভালো স্বামী জুটলে তারা দুনিয়াতে এক টুকরো জান্নাত পায় আর খারাপ স্বামী জুটলে জীবনটা জাহান্নাম হয়ে যায়।💔
Cp

মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল......বলছি ধীরেন্দ্রনাথ দত্তের কথা! যদি জিজ্ঞেস করি ...
01/09/2025

মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল......

বলছি ধীরেন্দ্রনাথ দত্তের কথা! যদি জিজ্ঞেস করি কে সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার প্রস্তাব রাখেন? সেই ইতিহাস আমরা অনকেই মনে রাখি নি। ইতিহাসে যিনি আড়ালেই থেকে গেলেন। আসুন একটু জেনে নিই-

পাকিস্তান স্বাধীন হয় ১৯৪৭ খ্রীষ্টাব্দের ১৪ই আগস্ট। মাত্র ছয় মাসের মাথায় করাচিতে ২৩শে ফেব্রুয়ারি ১৯৪৮ খ্রীষ্টাব্দে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যিনি স্পষ্ট ভাষায় দাবি তুলেন - “বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক”, সেই মানুষটির নাম ‘ধীরেন্দ্রনাথ দত্ত’।

ধীরেন্দ্রনাথ দত্তই সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে ছিলেন। ধীরেন্দ্রনাথ দত্তের সেই দাবি পাকিস্তান পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। তারপরই ভাষা আন্দোলনের সূচনা ঘটে। ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, ‘‘পূর্ব পাকিস্তানের ৬ কোটি ৯০ লাখ মানুষের মধ্যে ৪ কোটি ৪০ লাখ মানুষ বাংলায় কথা বলে, তাই আমার বিবেচনায় বাংলা হওয়া উচিত রাষ্ট্রভাষা।’’ তার এই বক্তব্যকে জিন্নাহর ‘‘উর্দু হবে রাষ্ট্রভাষা’’ ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ বলা যায়। সুতরাং তাঁকে ‘ভাষা আন্দোলনের জনক’ বললেও অত্যুক্তি হবে না।

আজ আমরা উনাকে মনে রাখি না। অথচ পাকিস্তানের শাসকেরা তাঁকে মনে রেখেছিল!
ধীরেন্দ্রনাথ দত্তকে ১৯৭১ খ্রীষ্টাব্দের ২৯শে মার্চ পাক-আর্মিরা ধরে নিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে নিষ্ঠুরভাবে হ'ত্যা করে। ৮৪ বছর বয়সী মানুষটিকে হাত-পা ভে'ঙ্গে প'ঙ্গু এবং দুই চোখে কলম ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়েছিল। মৃ'ত্যুর পর গায়ে থুতু দেয়ার জন্য তাঁর ম'রদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সহ সকল শহীদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।
cp

আসলেই কি এমন দেখা যা-ই?? 🫤 couple রা একটু জানাবেন plz🤲🙂
01/09/2025

আসলেই কি এমন দেখা যা-ই?? 🫤 couple রা একটু জানাবেন plz🤲🙂

রিপন মিয়া - পেশায় একজন কাঠমিস্ত্রি, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হলো, তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সফল কন্টেন্ট ...
31/08/2025

রিপন মিয়া - পেশায় একজন কাঠমিস্ত্রি, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হলো, তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সফল কন্টেন্ট ক্রিয়েটর। 🌟

এত বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েও তার মুখে একটাই কথা- “কাজ করতে ভালো লাগে।”

ভাবুন তো, মানুষ কতটা সহজ-সরল আর সাদা মনের হলে বারবার এমন কথা বলা সম্ভব! যেখানে অনেকেই সাফল্যের পর কাজ ভুলে যায়, সেখানে রিপন মিয়া নিজের শিকড়কেই আঁকড়ে ধরে রেখেছেন।

সত্যিই, তিনি প্রমাণ করেছেন, মাটির কাছাকাছি থাকলেই আসল সম্মান আসে, ভালোবাসা জেতা যায় একদম সহজ সরল জীবন যাপন করে।

রিপন মিয়া শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, তিনি এক অনুপ্রেরণা।
এটাই বাস্তব, আই লাভ ইউ Ripon Mia! ❤️

✍️Ajminur Oarish✨

Address

Habiganj

Telephone

+8801711064535

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eyafi Hasan vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eyafi Hasan vlog:

Share