19/09/2025
পাঁচবিবিতে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দিয়ে মোবাইল ছেড়ে পড়ালেখার উপদেশ দিলেন ইউএনও
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের মোবাইলে গেম খেলা ছেড়ে ভালোভাবে পড়াশোনা করার উপদেশ দিলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উচাই জেরকা এসসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণের স্কুল ব্যাগ বিতরণ ও অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন বক্তব্য রাখেন তিনি। এ সময় অভিভাবকদের প্রতিও দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনার ছেলে মেয়ে কখন কি করে খেয়াল রাখবেন হবে।
প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি প্রভাষক মোঃ সামছুল হোদা মন্ডলের সভাপতিত্বে উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশে এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, থানার এসআই মোঃ আসাদুজ্জামান আসাদ, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু, পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আওরঙ্গজেব আকন্দ, প্রধানশিক্ষক মোঃ আব্দুল হাই, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আসাদুর রহমান তপন সহ শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে ৬ষ্ঠ শ্রেণির শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।