It’s Suman

It’s Suman Digital creator.Video creator.Music video content,Blogging.

09/04/2023

ধিক্কার জানাই,ধিক্কার সেই সব মুসলিম পরাশক্তির দেশ গুলিকে যাদের চুখ থাকিতে অন্ধ।

08/04/2023

আমি মনে হয় সফল ভাবে এই সমস্যার সমাধান করতে পারছি,ধন্যবাদPrincipal M. Moklisor Rahman Sufi Entertainment Emon Talukdar Sufian Bin Enam

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে প্রথম স্থান অর্জন করায় হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে জানাই প্রানঢালা...
07/04/2023

দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে প্রথম স্থান অর্জন করায় হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে জানাই প্রানঢালা অভিনন্দন।

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী হাফেজগণ ইতিমধ্যে সমীহ জাগানিয়া অবস্থান তৈরী করে ফেলেছেন। এটা জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। হাফেজ তাকরিম সেই দলের গূরুত্বপূর্ণ সদস্য হিসেবে সাকিব আল হাসানের মতই দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স করে যাচ্ছেন।

ওর চেহারার সরলতা, মৃদূ মিষ্টি হাসি আর চোখজুড়ে খেলতে থাকা দ্বীপ্তিময় আভা আমার খুব ভাল লাগে। অভিনন্দন জানাই হাফেজ তাকরিমের পরিবারকে। স্যালুট জানাই তাঁর শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীকে। শুভেচ্ছা রইলো তাকরিমের শিক্ষা প্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা- মাদ্রাসা ম্যানেজমেন্টের জন্য। দ্রুততম সময়ে কিশোর সেলিব্রিটি হাফেজ তাকরিমের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষন করি। অভিনন্দন তাকরিম, পুরো দেশ আজ তোমার জন্য গর্বিত, আনন্দে বাঁচো…

ভালবাসা অবিরাম…

06/04/2023

Principal M. Moklisor Rahman Sufi Entertainment Emon Talukdar ভাইরাল হইতে আসি নাই,সমস্যা সমাধান করতে আইছি,আমরা নিজেদের মধ্যে কেন এত বাকবিতন্ডা করতেছি,সব ভুলে গিয়ে মিলে মিশে কাজ করি।

06/04/2023

আমার মাথায় আসেনা,আপনারা নিজেরা নিজেদের মধ্যে কেন এত বাকবিতন্ডায় জরাচ্ছেন?
Principal M. Moklisor Rahman
Sufian Bin Enam
Sufi Entertainment
Emon Talukdar

01/01/2023

এ বছরে কি পেয়েছি, কি পাইনি তার হিসেব মিলাতে যাইনি কখনও!!আজও হিসেব কষবোনা! শুধু চাই ছুটে চলতে!তাই চলছি অবিরত!তবে মাঝে মাঝে একটু বাঁক পরিবর্তন করতে হয়,কিন্তু বেশি
ঘৃণা করি নিজের ব্যক্তিত্বকে পরিবর্তন করে বহুরূপী সাজতে!
Happy New Year-2023
Best wishes to all.

25/10/2022

The society is completely ruined. The whole society is full of selfish people. How much people can do for self-interest. I have promised to give priority to my own interest from now on.

সমাজটা একেবারেই নষ্ট হয়ে গেছে।স্বার্থপর লোকে ভরে গেছে পুরো সমাজটাই।স্বার্থের জন্য মানুষ কত কি না করতে পারে।প্রতিজ্ঞা করেছি এখন থেকে নিজের স্বার্থকে আগে প্রাধান্য দেব।

24/10/2022

বর্তমান সমাজটাই এমন
সৎ মানুষ অবহেলিত
আর অসৎ মানুষ সম্মানিত

Such is the current society
Honest people are neglected
And dishonest people are respected

24/10/2022

জীবনে এমন কিছু করে যাও,মরনের পরেও যেন মানুষ মনে রাখে

Do something in life that people remember even after death.

24/06/2022

২০১৬ তে জীবিকার তাগিদে বরিশালে আসা। তারপর থেকে কন্টিনিউ বরিশাল টু সিলেট যাওয়া আসা করতে হয়। এই যাওয়া আসার পথের প্রধান সমস্যা দৌলতদিয়া-পাটুরিয়া আর মাওয়া-কেওড়াকান্দি ফেরিঘাট। যেখানে সারা বছর বিভিন্ন কারনে জ্যাম লেগেই থাকে, শীতকালে নাব্যতা সংকট বা কুয়াশা তো বর্ষাকালে অতিরিক্ত পানির চাপ আর গরমকালে আছে ঝড়বৃষ্টি সহ আরো কত সমস্যা।
এই কয়টি বছর এই পথে চলাচল করতে যেয়ে কত যে ভোগান্তিতে পড়েছি আর কত ভোগান্তি চোখে দেখেছি যার কোনো হিসাব নাই। আমি নিজেও ৯ ঘন্টা পর্যন্ত জ্যামে বসে থেকেছি আমার পরিচিত একজনকে ২১ ঘন্টা পর্যন্ত জ্যামে বসে থাকতে শুনেছি।
এই জ্যামে বসে কত রোগীর আর্তনাদ শুনেছি ছোট বাচ্চাদের অবিরাম কান্না, মা বোনদের শারীরিক অস্বস্তি, ফেরিওয়ালা আর হিজড়াদের অত্যাচার!
আর ঈদের ছুটিতে মানুষের বাড়ি ফেরার গল্প নাই বা বললাম।
চোখেমুখ বুজে সহ্য করতে হয়েছে কিছুই তো করার ছিল না।
মাঝেমাঝে এ অত্যাচার সহ্য হতো না পরিবারের মানা সত্তেও জ্যামে বসে না থেকে লঞ্চে উঠে নদী পার হয়ে যেতাম। লঞ্চ পারাপার গাড়ির টিকিট কেটে বাসায় বলতাম ফেরি পারাপারের টিকিট কেটেছি। আর রওনা দেয়ার সময় মনেমনে প্রস্তুতি নিয়ে বের হতাম, শখের ফোনটা পলিথিনের মধ্যে ভরে নিতাম সাথে ছোট একটা কাঁধ ব্যাগ। যাতে লঞ্চ ডুবি হলে অন্তত সাঁতরে নিজেকে ভাসিয়ে রাখতে পারি।
ঝড়ের রাতে দুরুদুরু বুকে উত্তাল পদ্মায় লঞ্চের এক কোণে শক্ত হাতে লোহার রেলিং ধরে দাঁড়িয়ে যাত্রীদের কান্না আর আহাজারির সাক্ষী হয়েছি, ভরা বর্ষায় ফেরি পারাপারের সময় ক্ষণেক্ষণে ফেরির কাপুনিতে অথৈ জলরাশির মধ্যে নিজের জানটুকু হাতে নিয়ে কত যে নদী পার হয়েছি তার কোনো ইয়ত্তা নেই।

এমনি ভোগান্তি আর বাস্তব ঘটনার সাক্ষী শুধু আমি একা নই। প্রতিনিয়ত এমন ভোগান্তির শিকার হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ। তারপরও শতভোগান্তি সহ্য করে অসহায়ের মতো চলাচল করতে হয়েছে আমাদের।

আর মাত্র কয়েকটা ঘন্টা, এরপর হাজার হাজার বছরের দূরত্ব ঘুচিয়ে দুই পাড়ের মেলবন্ধন হবে।
পদ্মা সেতুটা অনেকের কাছে কেবলই কংক্রিটের একটি সেতু।
কিন্তু আমাদের কাছে এটি একটি স্বপ্ন। একটি আবেগ।
প্রজন্ম থেকে প্রজন্মের অপেক্ষা শেষে একটি ইচ্ছেপূরণ।

আমার টাকায় আমার সেতু
বাংলাদেশের পদ্মা সেতু

ধন্যবাদ! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

24/06/2022
21/06/2022

আলহামদুলিল্লাহ আজ নিজেকে বাঙ্গালি বলতে গর্ব বোধ হচ্ছে,আজ বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানোই মানুষের ধর্ম
অনেক মানুষ আজ
ত্রান সামগ্রী বিতরণ করেছেন এবং যারা সাহায্যের হাত বারিয়ে দিয়েছেন তাদের
জন্য আল্লহর কাছে দো-হাত তুলে দোয়া করিতেছি আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দেন এবং এভাবে মানুষের সেবা করতে পারেন।

সিলেটে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গ...
21/06/2022

সিলেটে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ জুন) সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী।

এ দিন দুপুর ১টা ২৯ মিনিটে হযরত শাহজালালের (র.) মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন তিনি। এ সময় তিনি জোহরের নামাজ ও মাজার জিয়ারত করেন। দুপুর ১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী মাজার থেকে বের হয়ে যান।

এর পর শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষে বেলা ২টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে তাঁকে বহনকারী হেলিকপ্টার ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়।
---

Prime Minister Sheikh Hasina today (June 21) offered ziarat at the shrines of Hazrat Shahjalal (RA) and Hazrat Shah Paran (RA) .

PM Sheikh Hasina arrived here this morning to inspect the flood situation in Sylhet, Sunamganj, Netrakona and adjacent areas, first went to the mazar of Hazrat Shahjalal (RA) in the divisional city this afternoon.

She spent there for some time, reciting from the holy Quran and offering Fateha and munajat.

Later, the premier visited the mazar of Hazrat Shah Paran (RA).
She also recited from the holy Quran and offered Fateha and munajat there.

Address

Habiganj

Telephone

+8801713261300

Website

Alerts

Be the first to know and let us send you an email when It’s Suman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It’s Suman:

Share