18/12/2025
৬ ই পৌষ পবিত্র উরস মোবারক রোজ রবিবার ২১ডিসেম্বর
বাৎসরিক ওরশ মোবারক
#আধ্যাত্মিক_সাধক_হাজারো_গানের_রচয়িতা_দীনহীন_সৈয়দ_আব্দুন_নূর_হোসাইনী_চিশতী (রঃ) সাহেব ও
সৈয়দ গোলাম রব্বানী হোসাইনী কাদেরী চিশতী পিয়ারা মিয়া (রঃ)
স্থান-দরবার এ মোস্তফা সুলতানশী হাবিলী
সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার (রাঃ)'র অধস্থন পুরুষ মধ্য যুগের জ্ঞান সাধক,সাধক কবি মহাকবি সৈয়দ সুলতান (রাঃ)'র বংশের দুটি উজ্জ্বল নক্ষত্র দীনহীন সৈয়দ আব্দুন নূর হোছেনী চিশতী রাঃ ও সৈয়দ হাছান ইমাম হোছাইনী চিশতী রাঃ (আউলিয়া)।
দু'জনের জীবন কালের মধ্যে শত বছরের ব্যবধান একজন দীনহীন রাঃ (দাদা সাহেব)আর আরেকজন আউলিয়া রাঃ।দু'টি নামই আজ ভক্তের হৃদয়ে আসন বেঁধে আছে।দীনহীন যেভাবে ভক্তের হৃদয়ে শত শত বছর ধরে বাস করছেন তাঁর রচনাকৃত কালাম ও লিখিত জারীগান দ্বারা যা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তেমনি সৈয়দ আউলিয়া মিয়া রাঃ উনার পিতামহ দীনহীন সাহেবের পরিচয় মানুষের কাছে তুলে ধরার জন্য লিখেন দীনহীন রচনাবলী।এমনকি অনেক গবেষণার ফলে তরফের ইতিহাস তুলে ধরতে লিখেন তরফ এর ইতিকথা(ইসলামি বিশ্বকোষে অন্তর্ভুক্ত)পাঞ্জতনের পরিচয় তুলে ধরতে লিখেন শানে পাঞ্জাতন।এসকল গ্রন্থ ছাড়াও অসংখ্য কিতাব কালাম ও জারীগান রচনা করেছেন। দু'জন নক্ষত্রই নাসিরউদ্দিন সিপাহসালার (রাঃ)'র অধস্থন পুরুষ মধ্য যুগের খ্যাতিমান মহাকবি(নবী বংশ প্রণেতা) ঐতিহ্যবাহী সুলতানশী হাবিলীর প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতান (রাঃ)'র বংশের উজ্জ্বল প্রদীপ ও কামেল ওলী। প্রত্যেকেই নিজ কর্মের দ্বারা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবেন।
আউলিয়া আম্বিয়া দিয়া মওলা প্রেম বন্টন করেন আর দয়ার ভান্ডার রাখেন পীরের হাতে।যার যা কিছু নেওয়ার সেখান থেকেই নেয় পীর ছাড়া খোদা ও নাই পীর ছাড়া নবী ও নাই।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আখেরী মোনাজাত পরিচালনা করিবেন দরবার এ মোস্তফার বর্তমান গদ্দিনিশীন ওসাজ্জাদানশীন পীর কেবলা #সৈয়দ_মঈনুল_হাসান_হোসাইনী_চিশতী_মাঃজিঃআঃ_কিরন_মিয়া_সাহেব।