Bangladesh Scouts,Habiganj District Rover

Bangladesh Scouts,Habiganj District Rover বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার এর অফিসিয়াল পেইজ।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত "জুলাই -আগষ্ট গণ অভ্যুত্থান দিবস"  উপলক্ষে কবিতা আবৃত্তি ও গ্রাফিতি প্রতিযোগ...
02/09/2025

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত "জুলাই -আগষ্ট গণ অভ্যুত্থান দিবস" উপলক্ষে কবিতা আবৃত্তি ও গ্রাফিতি প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলা রোভার এর ২ জন গার্ল ইন রোভারের অংশগ্রহণ।

১) সানজিদা ইসলাম স্মৃতি - হবিগন্জ পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপ.

২) শান্তা ইসলাম তারিন - চুনারুঘাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ.

তাঁরা ২জনই আত্নমর্যাদা সম্পন্ন রোভার স্কাউট, হবিগঞ্জ জেলা রোভার তাদের সাফল্য ও মঙ্গল কামনা করছি।

জুলাই -আগষ্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় পর্যায়ে হবিগঞ্জ...
29/08/2025

জুলাই -আগষ্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় পর্যায়ে হবিগঞ্জ জেলা রোভার এর ২ জন কৃতি রোভার সাফল্যের সাথে উত্তীর্ণ হয় ।

১) সানজিদা ইসলাম স্মৃতি - (চিএাঙ্কন ২য় স্থান)
হবিগন্জ পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপ.

২) তারিন আক্তার - (কবিতা আবৃত্তি ২য় স্থান)
চুনারুঘাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ.

তাঁরা ২জনই আত্নমর্যাদা সম্পন্ন রোভার স্কাউট, হবিগঞ্জ জেলা রোভার তাদের সাফল্য ও মঙ্গল কামনা করছি।

শচীন্দ্র কলেজ রোভার স্কাউট গ্রুপের আজকের ক্রু-মিটিং এর‌ কিছু স্থির চিত্র।আলোচ্য বিষয়: পতাকা দন্ড তৈরি ও আরো অন্যান্য স্...
26/08/2025

শচীন্দ্র কলেজ রোভার স্কাউট গ্রুপের আজকের ক্রু-মিটিং এর‌ কিছু স্থির চিত্র।
আলোচ্য বিষয়: পতাকা দন্ড তৈরি ও আরো অন্যান্য স্কাউটিং গেরো।
তারিখ: ২৬ আগস্ট ২০২৫ ইং

সৈয়দ সৈঈদ উদ্দিন ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ । গতকালকের ক্রু মিটিং, দড়ির কাজ ,প্রতিটি গিঁটে লুকায় এক নতুন প্রভাত।**শ...
26/08/2025

সৈয়দ সৈঈদ উদ্দিন ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ ।
গতকালকের ক্রু মিটিং, দড়ির কাজ ,
প্রতিটি গিঁটে লুকায় এক নতুন প্রভাত।**
শিখেছি আমরা হাতে-কলমে,
দায়িত্ববোধে, ঐক্যের জোয়ারে। ✨

প্রেরণার আলো ছড়াতে পাশে ছিলেন—
RSL জনাব মো. মাহাতাবুব আলম।
DSRL জনাব জগদীশ দেবনাথ।

**স্কাউটিং শুধু দক্ষতা নয়,
এ এক জীবনযাত্রা—
নিজেকে গড়ার, সমাজকে সেবার।** 🌍💚

আমরা শোকাহতএকজন প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত স্কাউট ও রাজশাহী জেলা রোভারের আওতাধীন শাহদৌলা সরকারি কলেজ রোভার ...
25/08/2025

আমরা শোকাহত

একজন প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত স্কাউট ও রাজশাহী জেলা রোভারের আওতাধীন শাহদৌলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মোঃ তানভীর রানা আজ আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন (ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহী রজিউন)।

উল্লেখ্যঃ তিনি ২০১৯ সালে কালীদাসখালী উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ, রাজশাহী জেলা হতে প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

দেশসেবায়, মানবিকতায় এবং স্কাউটিংয়ে তার অবদান ছিল অনস্বীকার্য।

তার প্রস্থান স্কাউট অঙ্গন এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল পরিবারে এক অপূরণীয় শূন্যতা তৈরি করলো।

মহান আল্লাহ্‌ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দেন।
আমিন।

হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সাপ্তাহিক প্যাক, ট্রুপ, ও ক্রু মিটিং। মিটিং এর আলোচ্য বিষয় ছিল ট্রুপ, ও ক্রু মিটিং পরিচালনা...
22/08/2025

হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সাপ্তাহিক প্যাক, ট্রুপ, ও ক্রু মিটিং। মিটিং এর আলোচ্য বিষয় ছিল ট্রুপ, ও ক্রু মিটিং পরিচালনা ও বাস্তবায়।

বাহুবল মুক্ত রোভার স্কাউট গ্রুপের ক্রু মিটিং এর‌ স্থির চিত্র।বিষয় : বাংলাদেশ স্কাউটস এর রুপরেখা, সাংগঠনিক কাঠামো, গঠন ও ...
22/08/2025

বাহুবল মুক্ত রোভার স্কাউট গ্রুপের ক্রু মিটিং এর‌ স্থির চিত্র।
বিষয় : বাংলাদেশ স্কাউটস এর রুপরেখা, সাংগঠনিক কাঠামো, গঠন ও নিয়ম।
তারিখ : ২২ আগষ্ট ২০২৫ ইং

বৃন্দাবন সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আজকের ক্রু মিটিং এর‌ কিছু ছবি।আলোচিত বিষয়: স্কাউট গেরো ।
21/08/2025

বৃন্দাবন সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আজকের ক্রু মিটিং এর‌ কিছু ছবি।
আলোচিত বিষয়: স্কাউট গেরো ।

শুভ জন্মাষ্টমী সত্য, ন্যায় ও মানবকল্যাণের চেতনা ছড়িয়ে দিক জন্মাষ্টমীর আলো।সবার জীবনে আসুক শান্তি ও সমৃদ্ধি।
17/08/2025

শুভ জন্মাষ্টমী
সত্য, ন্যায় ও মানবকল্যাণের চেতনা ছড়িয়ে দিক জন্মাষ্টমীর আলো।
সবার জীবনে আসুক শান্তি ও সমৃদ্ধি।

গতকাল হবিগঞ্জ জেলা রোভার এর বিভিন্ন কলেজের / ইউনিটের সিনিয়র রোভার মেটবৃন্দের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মিটিং আয়োজন ক...
16/08/2025

গতকাল হবিগঞ্জ জেলা রোভার এর বিভিন্ন কলেজের / ইউনিটের সিনিয়র রোভার মেটবৃন্দের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মিটিং আয়োজন করা হয়। উক্ত মিটিং এর আলোচ্য বিষয় ছিল সবাই সবার সাথে পরিচিত হওয়া। আমাদের হবিগঞ্জ জেলার রোভারিং কিভাবে বেগবান করা যায়। এবং কিভাবে প্রত্যেকটা ইউনিটে নিয়মিত ক্রু মিটিং পরিচালনা করা যায় সেই বিষয়ে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে এক দিন হবিগঞ্জ জেলা রোভারিং এর উন্নতি করানো সম্ভব বলে আমি মনে করি৷ অনেক এই অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদান্তে,
মোজাম্মেল হোসেন রনি, সিনিয়র রোভার মেট হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ ও সিনিয়র রোভার মেট প্রতিনিধি বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার।

দেরি না করে এখুনি পাঠিয়ে দিন আপনার তোলা ছবি গুলো.ঠিকানা - info.roverbd@gmail.com
13/08/2025

দেরি না করে এখুনি পাঠিয়ে দিন আপনার তোলা ছবি গুলো.
ঠিকানা - [email protected]

জুলাই পরবর্তী ট্রাফিক সেবা, পরিচ্ছন্নতা অভিযান এছাড়াও রোভার স্কাউটদের অবদানের সাক্ষ্য বহনকারী ছবি আহবান

পাঠানোর ই-মেইলঃ [email protected]

পাঠানোর শেষ তারিখঃ ১৪ই আগস্ট ২০২৫

সারা দেশে চলছে ঈদের উৎসব।ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।সবাইকে ঈদ মোবারক।
21/04/2023

সারা দেশে চলছে ঈদের উৎসব।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
সবাইকে ঈদ মোবারক।

Address

Habiganj

Telephone

+8801712683899

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Scouts,Habiganj District Rover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share