Qari Masud Media.

Qari Masud Media. শিক্ষক:-জামেয়া দারুল হাবিব সুন্নীয়া আলিয়া মাদ্রাসা,সিলেট।

02/09/2023

★ওহাবীগুলো শুনেন।
আল্লাহ পাক সর্ব প্রথম আমাদের নুর নবীর নুর সৃষ্টি করছেন.. আমরা তো সব সময়ই এ ব্যাপারে বলছি এবার শুনেন
আপনাদের ক্বওমির আলেম জুনায়েদ আল হাবিব হুজুরের মূখে।
★ক্বওমীরা অজ্ঞতা পরিহার করে ইলম অর্জন করুন।আর এরকম হলে আমরা এক হওয়ার আশা রাখি।

★Today.★কোরআনে বলা হয়েছেأَلَآ إِنَّ أَوْلِيَآءَ ٱللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ -ٱلَّذِينَ ءَامَن...
24/08/2023

★Today.
★কোরআনে বলা হয়েছে
أَلَآ إِنَّ أَوْلِيَآءَ ٱللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ -ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَكَانُوا۟ يَتَّقُونَ -لَهُمُ الْبُشْرَى فِي الْحَياةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ لاَ تَبْدِيلَ لِكَلِمَاتِ اللّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
অর্থ: সাবধান! যারা আল্লাহর বন্ধু,তাদের না কোন ভয়-ভীতি আছে,না তারা চিন্তান্বিত হবে (সাবধান! নিশ্চয় আল্লাহর ওলীগণের কোন ভয় নেই এবং তাঁরা চিন্তাগ্রস্থও হবেনা।)আর তাঁরাই ঈমান এনেছে ও আল্লাহকে ভয় করে বা তাক্বওয়াশীল। তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হের-ফের হয় না। এটাই হল মহা সফলতা। [সুরা ইউনুছ আয়াত নং ৬২-৬৪]
৬২ নং আয়াতে “লা খাউফুন” মানে সকল ফেরেশানি থেকে মুক্ত।লা মানে নাই বা নেই। খাউফুন হল বহুবচন,ইন্না মানে নিশ্চয়ই….. অর্থ প্রকাশ করে।কাজেই তা অস্বীকার করার উপায় নেই।
সুতরাং আল্লাহর ওলীগণই হল ঐ তাক্বওয়াশীল বা খোদাভীতু আলিম যারা আল্লাহকে ভয় করে।স্পষ্ট প্রমান হয়ে গেল,আল্লাহর ওলীগণই আল্লাহকে ভয় করে,আর যারা আল্লাহকে ভয় করে তাঁরাই আলিম।সুতরাং আল্লাহর ওলীগণই “ওলিল আমরের” অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাহর ওলীগন তথা কামেল পীরের অনুসরন করা ফরজ।অনুসরণের আরেক রুপ হল তাঁদের নিকট বায়াত বা মুরিদ হওয়া,তাঁদের দেখানো পথে চলা।
يَا أَيُّهَا ٱلَّذِينَ آمَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَٱبْتَغُوۤاْ إِلَيهِ ٱلْوَسِيلَةَ وَجَاهِدُواْ فِى سَبِيلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
”হে মুমিনগণ! তোমরা আল্লাহ্ পাককে ভয় কর এবং তাঁর নৈকট্য লাভের উপায় বা ওসিলা তালাশ কর”।
[সুরা মায়েদা,আয়াত নং ৩৫]।

★দেখেন অলি আউলিয়াগণের বিরুধীতা যারা যুগ যুগ ধরে করে আসছিলো তারা সব সময় ক্ষতিগ্রস্থ হচ্ছে।কিন্তু আল্লাহর অলিদের মান ইজ্জতের কোনো কমতি হয়নি।বরং দিনের পর দিন সম্মান বৃদ্ধি পাচ্ছে।কত মানুষ বলে অলি আউলিয়াদের কাছে যাইও না কিন্তু অলিদের সোহবত দিনের পর দিন মানুষ অধিক হারে গ্রহণ করতেছে।আর যারা এই অলিদের সাথে সম্পর্ক করতেছে এক সময় তাদের সম্মানও আল্লাহ পাক বৃদ্ধি করে দিচ্ছে।সুতরাং বিরুধীতা নয় বরং সোহবত গ্রহণ করুন।অলি আউলিয়ার পক্ষে থাকুন।দেখবেন আপনার মান ইজ্জতও আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন।অলিদের সাথে বিরুধীতা করে কোনো লাভ নাই।যারা বিরুধীতা করছিলো তাদের এই বিরুধীতার কারণে কি আজ পর্যন্ত অলি আউলিয়াগণের মাজারে মানুষ যাওয়া আসা বন্ধ করে দিছে?বরং যারা যুগ যুগ ধরে শত্রুতা করতো তাদের অনেকের কোনো অস্তিত্বই বর্তমানে নাই।তাই বলছি এক সময় আপনার অস্তিত্বও থাকবে না কিন্তু অলি আউলিয়াগণের বিন্দুমাত্র ক্ষতি হয়নি,হবেও না।সুতরাং বিরুধীতা নয় সোহবত গ্রহণ করে নিজেকেও আল্লাহর রঙে রঙিন করুন।

23/08/2023

৩ শ্রেণি মানুষের উত্তর দিতে আল্লামা ইকবাল নিষেধ করেছেন।
আলোচক:-সাইফুল আজম বাবার আল আজহারী।

23/08/2023

I've received 5,700 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

23/08/2023

ম*দ্যপান হারাম হলো যেভাবে | মুহাম্মদ সাইফুল আজম আল আযহারী

07/08/2023

নিষিদ্ধ পল্লীতে জন্ম যাদের
আযান হয়নি কানে,
বেয়াদবি তো তারাই করে মুহাম্মদ (ﷺ) এর শানে!

07/08/2023

তারেক মনোয়ারের চাপাবাজির সব ভিডিও একসাথে। 😂😂

রকেট বক্তা,
বেল গ্রেড,
মিষ্টার স্যামসাং,
আইফোন,
ইংলিশ প্রিমিয়ার লীগ,
ব্রাইটন মসজিদের খতিব,
অক্সফোর্ড এর সেরা শিক্ষক,
ডোনাল্ড ট্রাম্প,

24/07/2023

মাশাআল্লাহ!

24/07/2023

কিছু ইসলামি বক্তাদের লাগামহীন বক্তব্য থেকে আল্লাহ পাক জাতী কে হিফাজত করুন। সিদ্দীকে আকবর (রা.) এর সাথে চরম ধৃষ্টতা, কথিত বক্তার প্রকাশ্যে তাওবাহ করা উচিত।

22/07/2023

★আহলে বাইয়াতের প্রেম ও মহব্বত ঈমানের পরিপূর্ণতার অংশ।প্রিয় নবী (দ.) ইরশাদ করেন,হুসাইন আমা হতে এবং আমি হুসাইন হতে। যে লোক হুসাইনকে মুহাব্বাত করে, আল্লাহ তাকে মুহাব্বাত করেন। (তিরমিযি, হাদিস নং- ৩৭৭৫)
স্থান:-নকশেবন্দিয়া-মোজাদ্দেদীয়া দরবার শরীফ, অলিপুর, মাধবপুর, হবিগঞ্জ। জামে মসজিদ।

Address

Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when Qari Masud Media. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qari Masud Media.:

Share