05/11/2025
▪️কেউ যদি আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, সে যে অন্ধ এই অনুভূতি আপনি তারে কখনো দিবেন না।
🔸আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে মানে, সে মানুষটা আপনাকে অন্য দশজনের চাইতে আলাদা মনে করে।
🔹আপনাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করে মানেই হচ্ছে, সে আপনাকে প্রচন্ড ভালোবাসে।
🟢আপনাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করে মানে হচ্ছে, সে আপনার সঙ্গে আজীবন থাকতে চায়।
🟣এ জন্য কেউ যদি আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, তাকে আপনি এটা অনুধাবন করতে কখনো দিবে না যে, সে মানুষটা আসলে অন্ধ।
🟤কারন মানুষ যখন চোখ বন্ধ করে বিশ্বাস কররা পরে ঠকে যায়, তখন মানুষটার আসলেই বলার মতো কিছুই তাকে না,, এই বিচারটা আল্লাহর দরবারে পৌঁছে যায়।
🟡এইজন্য কখনো কারোও ভরসা নিয়ে খেলবেন না,কারোও বিশ্বাস নিয়ে খেলবেন না✅