দৈনিক হবিগঞ্জের বার্তা

দৈনিক হবিগঞ্জের বার্তা সময়ের উপযোগী অনলাইন পত্রিকা

সিলেটে সাংবাদিক তুরাব হত্যা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জনের নামে মামলা।
19/08/2024

সিলেটে সাংবাদিক তুরাব হত্যা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জনের নামে মামলা।

হবিগঞ্জ জেলাসহ ৪৯৫ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ, দায়িত্বে ইউএনওরা।৫৩ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ, দায়িত্বে ডিসি।আজ সোমব...
19/08/2024

হবিগঞ্জ জেলাসহ ৪৯৫ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ, দায়িত্বে ইউএনওরা।

৫৩ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ, দায়িত্বে ডিসি।
আজ সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ দিয়েছে।

অসুস্থতার কারণ দেখিয়ে আলেয়া জাহিরের পদত্যাগ।
13/08/2024

অসুস্থতার কারণ দেখিয়ে আলেয়া জাহিরের পদত্যাগ।

নবীগঞ্জের দলিল লেখক কবির হোসেনের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের। তিনি ভুয়া কাগজপত্র ও ডকুমেন্টের মাধ্যমে জালিয়...
03/03/2024

নবীগঞ্জের দলিল লেখক কবির হোসেনের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের।
তিনি ভুয়া কাগজপত্র ও ডকুমেন্টের মাধ্যমে জালিয়াতি করে দলিল তৈরি করেন।

নবীগঞ্জে কলেজ শিক্ষার্থী তাহসিন হত্যাকান্ডে মান্না'কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসা...
03/03/2024

নবীগঞ্জে কলেজ শিক্ষার্থী তাহসিন হত্যাকান্ডে মান্না'কে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
আসামীরা হলো, জুয়েল, রিহাত, সাফি,রিমন, জাকির,লাদেন,সাজু,সাজ্জাত,রাতুল ও মওদুদ।
অজ্ঞাত রাখা হয়েছে আরো ৪/৫ জনকে।

নিহত তাহসিনের মা" মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন।

হবিগঞ্জ সদর মডেল থানাধীন পৈল ইউনিয়নের অন্তর্গত হুরু মোড়া বন্ধের গাতাবের নামক স্থানে করাঙ্গী নদীতে অজ্ঞাতনামা বয়স অনুম...
02/03/2024

হবিগঞ্জ সদর মডেল থানাধীন পৈল ইউনিয়নের অন্তর্গত হুরু মোড়া বন্ধের গাতাবের নামক স্থানে করাঙ্গী নদীতে অজ্ঞাতনামা বয়স অনুমান ৩০-৩৫ বছরের যুবকের লাশ পাওয়া গেছে। বেলা অনুমান দুপুর ০১:৫০ মিনিটের সময়।
উক্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি, যদি কারো পরিচিত হয় তাহলে অফিসার ইনচার্জ এর মোবাইল নাম্বারে ০১৩২০১১৮৭৭৯ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

16/04/2023

নবীগঞ্জে পল্লী বিদুৎতের ভেলকিবাজিতে অতিষ্ট জনজীবন; দেখার যেন কেউ নেই।

কামরুল হাসান, স্টাফ রিপোর্টারঃ

লোডশেডিং নবীগঞ্জ উপজেলার নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু বর্তমানে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং এর তীব্রতা। রমজান মাসে এত ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে অসহায়ত্ববোধ করছেন নবীগঞ্জ শহুরের তথা উপজেলাবাসীরা। অথচ এই নবীগঞ্জেই রয়েছে নবীগঞ্জ বিবিয়ানা-৩, ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র।

গ্রামীণ জনপদে বিদ্যুৎ এই আসে,এই যায়। পুরো দিনে এলাকায় ৮ ঘণ্টাও বিদ্যুৎ থাকে কিনা বলা দুষ্কর। সিয়াম সাধনার মাসে বিদ্যুৎ সার্বক্ষণিক প্রয়োজনীয় একটি জিনিস। দিনে বা রাতে যে কোন সময়েই হোক, বিদ্যুতের অনুপস্থিতি আধুনিক জীবনে হাজার সংকট ও সমস্যার সৃষ্টি করে। রাষ্ট্রীয়, সাংস্কৃতিক,অর্থনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে বিদ্যুতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বিদ্যুৎ ছাড়া কলকারখানা, ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত অচল। ছাত্রছাত্রীদের পড়ালেখার নিরন্তর ব্যাঘাত ঘটছে। বিদ্যুৎ না থাকলে সুষ্ঠু পানি সরবরাহ বাধাগ্রস্ত হয়। হাসপাতালের চিকিৎসার ব্যাঘাত ঘটছে। বিদ্যুৎ সমস্যা ও এর কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি নিয়ে লেখালেখি কম হয় নি। কিন্তু পরিস্থিতির তেমন কোন উন্নতি হয় নি। এই লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট বিভিন্ন কারণে হয়ে থাকে। বিদ্যুৎ না থাকায় তিক্ত, বিরক্ত ও অতিষ্ঠতারা। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার সঙ্গে পর্যাপ্ত হারে বিদ্যুৎ উৎপাদন না হওয়া, কারিগরি অদক্ষতা, অবহেল ও বহু পুরনোযন্ত্র ও সরঞ্জামের আবশ্যিক সংস্কারের কাজের ক্ষেত্রে কর্তৃপক্ষের অক্ষমতা, সরকারের টালবাহানা নীতি ও সময়মতো বিদ্যুৎ উৎপাদনের দিকে নজর না দেওয়া, বিদ্যুৎ খাতে দুর্বল প্রশাসনিক ব্যবস্থাপনাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

Address

Habiganj

Telephone

+8801717289815

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক হবিগঞ্জের বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক হবিগঞ্জের বার্তা:

Share

Category