16/04/2023
নবীগঞ্জে পল্লী বিদুৎতের ভেলকিবাজিতে অতিষ্ট জনজীবন; দেখার যেন কেউ নেই।
কামরুল হাসান, স্টাফ রিপোর্টারঃ
লোডশেডিং নবীগঞ্জ উপজেলার নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু বর্তমানে গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং এর তীব্রতা। রমজান মাসে এত ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে অসহায়ত্ববোধ করছেন নবীগঞ্জ শহুরের তথা উপজেলাবাসীরা। অথচ এই নবীগঞ্জেই রয়েছে নবীগঞ্জ বিবিয়ানা-৩, ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র।
গ্রামীণ জনপদে বিদ্যুৎ এই আসে,এই যায়। পুরো দিনে এলাকায় ৮ ঘণ্টাও বিদ্যুৎ থাকে কিনা বলা দুষ্কর। সিয়াম সাধনার মাসে বিদ্যুৎ সার্বক্ষণিক প্রয়োজনীয় একটি জিনিস। দিনে বা রাতে যে কোন সময়েই হোক, বিদ্যুতের অনুপস্থিতি আধুনিক জীবনে হাজার সংকট ও সমস্যার সৃষ্টি করে। রাষ্ট্রীয়, সাংস্কৃতিক,অর্থনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে বিদ্যুতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বিদ্যুৎ ছাড়া কলকারখানা, ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত অচল। ছাত্রছাত্রীদের পড়ালেখার নিরন্তর ব্যাঘাত ঘটছে। বিদ্যুৎ না থাকলে সুষ্ঠু পানি সরবরাহ বাধাগ্রস্ত হয়। হাসপাতালের চিকিৎসার ব্যাঘাত ঘটছে। বিদ্যুৎ সমস্যা ও এর কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি নিয়ে লেখালেখি কম হয় নি। কিন্তু পরিস্থিতির তেমন কোন উন্নতি হয় নি। এই লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট বিভিন্ন কারণে হয়ে থাকে। বিদ্যুৎ না থাকায় তিক্ত, বিরক্ত ও অতিষ্ঠতারা। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার সঙ্গে পর্যাপ্ত হারে বিদ্যুৎ উৎপাদন না হওয়া, কারিগরি অদক্ষতা, অবহেল ও বহু পুরনোযন্ত্র ও সরঞ্জামের আবশ্যিক সংস্কারের কাজের ক্ষেত্রে কর্তৃপক্ষের অক্ষমতা, সরকারের টালবাহানা নীতি ও সময়মতো বিদ্যুৎ উৎপাদনের দিকে নজর না দেওয়া, বিদ্যুৎ খাতে দুর্বল প্রশাসনিক ব্যবস্থাপনাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।